৩৬ ক্রীড়া ফেডারেশন/অ্যাসোসিয়েশনের অর্থ ছাড় স্থগিত!
৩০ অক্টোবর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ৩০ অক্টোবর ২০২৪, ১২:০২ এএম
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) হচ্ছে দেশের সব ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের অভিভাবক সংস্থা। ফেডারেশন-অ্যাসোসিয়েশনগুলোর দেখভাল ও তদারকির অধিকার একমাত্র এনএসসিরই রয়েছে। যদিও বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে এ ব্যাপারে তারা ছিল পুরোপুরি উদাসীন। তবে ৫ আগস্ট দেশের রাজনৈতিক পট পরির্বতনে যেন নড়েচরে বসে এনএসসি। অন্তর্বর্তীকালীন সরকার দেশের শাসনভার গ্রহণ করার পর ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনগুলোতে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বিশেষভাবে কাজ শুরু করে তারা। নির্ধারিত সময়ে অডিট প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় এবং সভাপতির তথ্য প্রদান না করায় ৩৬ ফেডারশেন/অ্যাসোসিয়েশনের অর্থ ছাড় সাময়িকভাবে স্থগিত করেছে এনএসসি। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অনুমোদনেই এই সংক্রান্ত একটি চিঠি জারি করেছে তারা। জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ সালের ২৩ নম্বর ধারায় প্রতিটি ফেডারেশন/ অ্যাসোসিয়েশনের আয়-ব্যয় হিসাব বিবরণী ও অডিট প্রতিবেদন পরবর্তী বছরের সেপ্টেম্বর মাসের মধ্যে এনএসসিতে দাখিল করার নির্দেশনা রয়েছে। এ রকম বিধান থাকলেও বিগত সময় ফেডারেশনগুলোকে এ নিয়ে তাগিদ দেয়নি এনএসসি। এবার এই বিষয়ে চিঠি প্রেরণ করেছিল তারা। নির্ধারিত সময়ের মধ্যে এবং কিছুদিন পর মিলিয়ে ২৩ ফেডারেশন অডিট প্রতিবেদন জমা দিলেও বাকি ৩২ ফেডারেশন/অ্যাসোসিয়েশন তাদের অডিট প্রতিবেদন জমা দেয়নি এনএসসিতে। এগুলো হচ্ছে- হকি, টেনিস, সাইক্লিং, উশু, দাবা, কাবাডি, কারাতে, স্কোয়াশ, শুটিং, অ্যাথলেটিক্স, গলফ, জিমন্যাস্টিক্স, রোইং, শরীর গঠন, ব্রিজ, ঘুড়ি, বেসবল-সফটবল, সেপাক টাকরো, বাশাআপ,প্যারা আরচ্যারি, মাউন্টেরিং, থ্রো বল, কান্ট্রি গেমস, মার্শাল আর্ট, কিকবক্সিং, আন্তর্জাতিক তায়কোয়ান্দো, ব্যুথান, সার্ফিং, ইয়োগা, চুকবল, জুজুৎসু ও খিউকুশিন। এছাড়া পাঁচটি ফেডারেশন তাদের সভাপতির তথ্য এনএসসিকে প্রদান করেনি। এ তালিকায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), ভলিবল, সাঁতার, ভারত্তোলন ও বিলিয়ার্ড। যদিও বিসিবি এনএসসির অনুদান গ্রহণ করে না।
বিসিবি ছাড়া দেশের বাকি সকল ফেডারেশন/অ্যাসোসিয়েশনকে আর্থিক অনুদান দিয়ে থাকে এনএসসি। বছরে চার কিস্তিতে এই অর্থ ছাড় হয়। এক কিস্তি নেওয়ার পর আরেক কিস্তি নেওয়ার সময় আগের কিস্তির হিসাব এবং হিসাবের বিপরীতে ভ্যাট/ট্যাক্স প্রদান করে ফেডারেশন ও অ্যাসোসিয়েশনগুলো। তারা আর্থিক হিসাব দিলেও তাদের বাৎসরিক আয়-ব্যয় ও অডিট প্রতিবেদন এনএসসিতে জমা দেয় না। অনেক ফেডারেশন/অ্যাসোসিয়েশনের আর্থিক ভিত্তি খুবই দুর্বল। কোম্পানি দিয়ে অডিট করানোর সামর্থ্যও নেই তাদের। আবার অনেক ফেডারেশনের সামর্থ্য থাকলেও স্বচ্ছ প্রক্রিয়ায় যায় না তারা। অডিট প্রতিবেদন জমা না দেওয়া শীর্ষ ফেডারেশনের মধ্যে রয়েছে হকি, দাবা, কাবাডি, শুটিংং, অ্যাথলেটিক্স ও জিমন্যাস্টিক্স।
এদিকে ৫ আগস্ট পরবর্তী সময়ে সকল ফেডারশেন সভাপতির সক্রিয়তা-নিষ্ক্রিয়তা জানতে চেয়ে চিঠি দিয়েছিল এনএসসি। তাদের সেই চিঠির জবাব দেয়নি ১৭ ফেডারেশন। আইন অনুযায়ী এনএসসির নির্দেশনা পালন করা ক্রীড়া ফেডারেশনগুলোর অন্যতম দায়িত্ব হলেও তা পালন না করায় ওই ১৭ ফেডারেশনের অর্থ ছাড়ও আপাতত স্থগিত হয়েছে। অডিট প্রতিবেদন জমা না দেওয়া ১২ ফেডারেশন রয়েছে এই তালিকাতেও। অডিট প্রতিবেদন জমা দিয়েও ভলিবল, সাঁতার, ভারত্তোলন ও বিলিয়ার্ড ফেডারেশন সভাপতি সংক্রান্ত চিঠির উত্তর না দেওয়ায় অর্থ স্থগিতকরণের তালিকায় পড়েছে। সভাপতি সংক্রান্ত চিঠির উত্তর দেয়নি বিসিবিও। ক্রিকেট বোর্ড অবশ্য এনএসসির অর্থ গ্রহণ করে না এক যুগেরও বেশি সময় ধরে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি
যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭
মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
রাফালের আগমনে ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধি
উত্তর প্রদেশে নিহত ৩ খলিস্তানি নেতা
ভারতে বাল্যবিবাহবিরোধী অভিযানে আটক ৫০০০
মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান
গ্রেফতার ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
পানামা খাল দখলের হুমকিকে ভর্ৎসনা পানামা প্রেসিডেন্টের
স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা