ভারতকে পাকিস্তানে যেতে ওয়াসিম আকরামের আর্তি
০২ নভেম্বর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ০২ নভেম্বর ২০২৪, ১২:০৫ এএম
রাজনৈতিক বৈরিতায় ১৬ বছর ধরে পাকিস্তান সফরে যায় না ভারত ক্রিকেট দল। পাকিস্তানে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে দেশটিতে না যেতে আবারও নানা রকম টালবাহানা শুরু করে দিয়েছে ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অনেক আগে থেকেই বলে আসছে সরকারের সবুজসংকতে না পেলে রোহিত-কোহলি-বুমরাদের পাকিস্তানে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এ কারণে বিসিসিআই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) ২০২৩ এশিয়া কাপের মতো ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিও হাইব্রিড মডেলে আয়োজনের তাগাদা দিয়ে আসছে। এর অর্থ, ভারতের ম্যাচগুলো হবে পাকিস্তানের বাইরে।
তবে পাকিস্তান কিংবদন্তি ওয়াসিম আকরামের দাবি, দুই দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রোহিত-কোহলিরা পাকিস্তানে যাবেন বলে বিশ্বাস তার। এক অনলাইন সংবাদ সম্মেলনে আকরাম বলেছেন, ‘আমি যা কিছু পড়েছি, আমার মনে হয় ভারত সরকার ও বিসিসিআইয়ের মধ্যে ইতিবাচক আবহ তৈরি হয়েছে। আমি কোথায় যেন পড়েছি, ভারত তাদের ম্যাচগুলো লাহোরে খেলবে। সম্ভবত তারা লাহোরে খেলে সেই রাতেই দেশে ফিরে যাবে। ভারত যতক্ষণ এতে স্বস্তি বোধ করে, ততক্ষণ আমি আশাবাদী।’
পাকিস্তানকে ১৯৯২ বিশ্বকাপ জেতানোর অন্যতম এই নায়ক মনে করেন, ভারতীয় দলের পাকিস্তানে খেলতে যাওয়া ক্রিকেটের মঙ্গল বয়ে আনবে, ‘এখনকার দিনে এবং বর্তমান যুগে মানুষে মানুষে যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ। সামাজিক যোগাযোগমাধ্যমের এই জমানায় অনেক নেতিবাচকতা চোখে পড়ছে। আমার মতে, এগুলো অপ্রয়োজনীয় বিষয়। আমি মনে করি ভারত (পাকিস্তানে) এলে ক্রিকেটের জন্য বিশাল ব্যাপার হবে এবং অবশ্যই পাকিস্তানের জন্য দারুণ হবে।’ পাকিস্তানে রোহিত-কোহলিদের অনেক ভক্ত আছে জানিয়ে আকরাম আরও বলেছেন, ‘আমি প্রতিজ্ঞা করে বলতে পারি, তাদের (ভারতীয় দলকে) খুব ভালোভাবেই দেখভাল করা হবে। পাকিস্তানেও বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদবদের ভক্ত আছে। তরুণ ক্রিকেটপ্রেমীরা তাদের ভালোবাসে।’
আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত পাকিস্তানের তিনটি ভেন্যুতে (লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডি) চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা। তবে ভ্রমণ ঝক্কি এড়াতে ও নিñিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ভারতের সব ম্যাচ লাহোরে আয়োজন করতে চায় পিসিবি। এমনকি লাহোরে খেলে সেই রাতেই ভারতীয় দলকে দেশে ফেরার প্রস্তাবও দেওয়া হয়েছে। এ ছাড়া মাঠে বসে রোহিতের দলকে সমর্থন দিতে ১৭ হাজার ভারতীয়কে ভিসা দেওয়ার কথাও বলা হয়েছে।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান ও ভারত ছাড়াও খেলার কথা বাংলাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের। শেষ পর্যন্ত ভারত টুর্নামেন্ট থেকে নিজেদের সরিয়ে নিলে কপাল খুলবে শ্রীলঙ্কার।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড