আক্ষেপের নাম ‘ইলেক্ট্রনিক্স স্কোরবোর্ড’!
০৮ নভেম্বর ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ০৮ নভেম্বর ২০২৪, ১২:০১ এএম
বাংলাদেশ সাঁতারের সবচেয়ে বড় আক্ষেপের নাম ‘ইলেক্ট্রোনিক্স স্কোরবোর্ড’! পাঁচ বছর আগে মিরপুর সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে ৫ কোটি টাকা ব্যয়ে একটি ইলেক্ট্রোনিক্স স্কোরবোর্ড বসানো হলেও প্রতি বছরই সাঁতারুদের অনুশীলন ও ঘরোয়া প্রতিযোগিতা চলে হ্যান্ড টাইমিংয়ে। ২০১৯ সালে ‘সেরা সাঁতারুর খোঁজে’ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান উপলক্ষে সৈয়দ নজরুল ইসলাম সুইমিংপুল সংস্কারের উদ্যোগ নেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এরই অংশ হিসেবে পুরোনো স্কোরবোর্ড সরিয়ে বসানো হয় ডাকট্রোনিকস কোম্পানির নতুন স্কোরবোর্ড। কিন্তু পাঁচ কোটি টাকার স্কোরবোর্ড পড়ে আছে শ্বেতহস্তির মতোই। তাই বরাবরের মতো ইলেক্ট্রোনিক্স স্কোরবোর্ড ছাড়াই ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় আগামীকাল থেকে শুরু হচ্ছে জাতীয় সাঁতার প্রতিযোগিতা। মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে সাড়ে পাঁচশ’ সাঁতারু অংশ নেবেন ৪ দিনব্যাপী প্রতিযোগিতায়। পুরো প্রতিযোগিতাই হবে হ্যান্ডটাইমিংয়ে।
জাতীয় সাঁতারকে সামনে রেখে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচবাংলা ব্যাংক মিলনায়তনে গতকাল দুপুরে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে। এখানেই ঘুরে ফিরে উঠে আসে হ্যান্ডটাইমিং প্রসঙ্গ। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে আত্মগোপনে চলে যান যুবলীগ নেতা বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মোল্লা বদরুল সাইফ। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে বর্তমানে ফেডারেশনের দায়িত্ব পালন করছেন যুগ্ম-সম্পাদক মোহাম্মদ সেলিম মিয়া। তাই কাল সংবাদ সম্মেলনে ‘ইলেক্ট্রোনিক্স স্কোরবোর্ড’ প্রসঙ্গে কথা বলেন তিনিই। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাঁতার ফেডারেশনের সহ-সভাপতি আবদুল হামিদ,যুগ্ম সম্পাদক আমিরুল ও পৃষ্ঠপোষক গ্রুপের কর্মকর্তা ইব্রাহিম খলিল পলাশ। সেলিম মিয়া বলেন,‘আমরা যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে এসব বিষয়ে কথা বলেছি। এনএসসির সচিবকে আমাদের ইলেক্ট্রোনিক্স স্কোর বোর্ডের বিষয়ে চিঠি দিয়েছি। আপাতত এই সমস্যা সমাধানের কোনো সম্ভাবনা নেই। তাই এবারও হ্যান্ডটাইমিংয়েই জাতীয় সাঁতার প্রতিযোগিতার আয়োজন করতে হচ্ছে আমাদের।’
রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের প্রায় সব ফেডারেশনই এখন স্থবির। অন্তর্বর্তীকালীন সরকার দেশের শাসনভার গ্রহণের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ছাড়া অন্য কোনো ফেডারেশন সিনিয়র জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজন করেনি বা করতে পারেনি। তবে এদিক দিয়ে একটু ব্যতিক্রম সাঁতার ফেডারেশন। নির্বাচিত সাধারণ সম্পাদক পালিয়ে বেড়ালেও জাতীয় দলের অনুশীলন ও জাতীয় প্রতিযোগিতা ঠিকই আয়োজন করছে তারা।
এবারের ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতার প্রতিযোগিতায় বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, বিকেএসপি, সেনাবাহিনী, নৌ বাহিনী, বিমান বাহিনী, পুলিশ ও আনসারসহ ৫২ দলের সাঁতারুরা অংশ নিচ্ছেন। পুরুষ ও নারীদের ৩৮টি ইভেন্টে খেলা হবে। এছাড়া পুরুষ বিভাগে ডাইভিংয়ে তিনটি ও ওয়াটারপোলো একটি ইভেন্ট রয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আগামীকাল প্রতিযোগিতার উদ্বোধন করবেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মেরিটাইম সেক্টরে বিদেশীদের বিনিয়োগের আহবান উপদেষ্টার
সাঁতারে আক্ষেপের নাম ‘ইলেক্ট্রোনিক্স স্কোরবোর্ড’!
সাবিনাদের জন্য শনিবার পুরস্কার ঘোষণা করবে বাফুফে
ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত-২ আহত-৩
সর্বনি¤œ হজ প্যাকেজ ৫ লাখ ১৮ হাজার টাকা ঘোষণা
যশোরে মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড
৭ নভেম্বরের চেতনাকে যারা ধারণ করে না, তারা গণতন্ত্রের শত্রু - ডা.মাজহার
প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার ২ সেকেন্ডের মধ্যেই কার চাকরি খাবেন ট্রাম্প?
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস; চব্বিশের প্রেরণা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাগপার আলোচনা সভা
মানুষের মতোই কথা বলবে, আচরণ করবে এআই!
আখাউড়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠন
পরিবহনব্যবস্থা
রমজানের নিত্যপণ্য আমদানিতে ব্যাংকে লাগবে না নগদ অর্থ: গভর্নর
ময়নামতি ও বসুরহাটে ইউসিবির দুই নতুন শাখা উদ্বোধন
অন্তর্বর্তী সরকারের তিন মাস : সাফল্য ও ব্যর্থতা
৫ আগস্টের আয়নায় দেখা ৭ নভেম্বর
ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন
জাইকার সহযোগিতায় রাজউকের তৃতীয় ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট সেমিনার অনুষ্ঠিত
হরপ্রসাদ শাস্ত্রীর তৈলতত্ত্ব ও আমাদের সাহিত্য সমাজ