হোল্ডারহীন উইন্ডিজও ভয়ঙ্কর
১৭ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ১৭ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম
২ টেস্টে ১৬ উইকেট, পরিসংখ্যানই বলে দেয়, বাংলাদেশের বিপক্ষে কতটা ভয়ঙ্কর জেসন হোল্ডার। তবে তাকে সামলানোর চ্যালেঞ্জ এবার নিতে হচ্ছে না ব্যাটসম্যানদের। কাঁধের চোট থেকে সেরে উঠতে না পারায় ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াডে নেই অভিজ্ঞ এই পেস বোলিং অলরাউন্ডার। তাই বলে চ্যালেঞ্জ খুব একটা কম থাকছে না বাংলাদেশের জন্য। শক্তিশালী পেস আক্রমণ নিয়েই এই সিরিজে নামছে ক্যারিবিয়ানরা।
গতপরশু রাতে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। অভিজ্ঞ কেমার রোচের সঙ্গে আছেন আলজারি জেসোফ ও জেডেন সিলসের মতো বিপজ্জনক দুই পেসার। সঙ্গে উঠতি দুই পেসার শামার জোসেফ ও অ্যান্ডারসনকেও রাখা হয়েছে স্কোয়াডে। এই পাঁচ বিশেষজ্ঞ পেসার ছাড়াও দলে ফেরানো হয়েছে পেস বোলিং অলরাউন্ডার জাস্টিন গ্রিভসকে। হোল্ডার না থাকায় ফিরেছেন গ্রিভস। গত জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে দুটি টেস্ট খেলেছেন ৩০ বছর বয়সী অলরাউন্ডার। সম্প্রতি ঘরোয়া সুপার ফিফটি কাপে টানা তিন ম্যাচে সেঞ্চুরি করেছেন তিনি, এর মধ্যে একটি ছিল দেড়শ ছাড়ানো ইনিংস।
সবশেষ গত আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। ওই সিরিজের দল থেকে হোল্ডার ছাড়াও বাংলাদেশের বিপক্ষে নেই বাঁহাতি স্পিনার গুডাকেশ মোটি। তার জায়গায় ফিরেছেন অফ স্পিনিং অলরাউন্ডার কেভিন সিনক্লেয়ার। এই বছরই অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে দুটি টেস্ট খেলেছেন সিনক্লেয়ার। বাংলাদেশের বাঁহাতি ব্যাটসম্যানদের ভাবনায় রেখেই হয়তো ফেরানো হয়েছে ২৪ বছর বয়সী অফ স্পিনিং অলরাউন্ডারকে। স্পিন আক্রমণে আছেন বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যানও। বাংলাদেশের বিপক্ষে বেশ সফল তিনিও, চার টেস্ট খেলে নিয়েছেন ১৮ উইকেট। ব্যাটিং লাইন আপে তেমন পরিবর্তন নেই। সাম্প্রতিক সময়ের নিয়মিতরাই আছেন দলে।
টেস্ট সিরিজের আগে আজ ও আগামীকাল দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশের বিপক্ষে ম্যাচটি শুরুতে চার দিনের থাকলেও পরে দুই দিনের ম্যাচে নামিয়ে আনা হয়। ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট এই ম্যাচেও নেতৃত্ব দেবেন দলকে। এছাড়াও টেস্ট দলের গ্রিভস ও টেভিন ইমলাখ আছেন প্রস্তুতি ম্যাচের দলে।
আগামী শুক্রবার অ্যান্টিগা টেস্ট দিয়ে শুরু দুই ম্যাচের সিরিজ। বাংলাদেশের সবশেষ দুটি ওয়েস্ট ইন্ডিজ সফরেই প্রথম টেস্ট ছিল অ্যান্টিগায় এবং দুই বারই ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে ম্যাচ হারতে হয়েছে বাংলাদেশকে। ক্যারিবিয়ানদের স্কোয়াড থেকে পরিষ্কার, এবারও সেখানে অপেক্ষায় থাকবে পেস সহায়ক উইকেট। দ্বিতীয় টেস্ট জ্যামাইকায় শুরু ৩০ নভেম্বর। এই ম্যাচ দিয়ে তিন বছরের বেশি সময় পর টেস্ট ক্রিকেট ফিরবে স্যাবাইনা পার্কে। বাংলাদেশ এখানে সবশেষ খেলেছে ২০১৮ সালে। যথারীতি ক্যারিবিয়ান পেসের সামনে নতজানু হয়ে হারতে হয়েছিল সেই ম্যাচও।
সব মিলিয়ে ১০ বছরের মধ্যে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের চতুর্থ সফর এবার। আগের তিন সফরে ছয় টেস্টে জয় নেই একটিও। এমনকি ড্র-ও নেই। জয়-ড্র তো বহুদূর, কোনো ম্যাচে বাংলাদেশ সেভাবে লড়াই জমাতেই পারেনি। তবে ওয়েস্ট ইন্ডিজের কোচ আন্দ্রে কোলি আশা করছেন, এবার লড়াই জমতে পারে দুই ম্যাচের টেস্ট সিরিজে। বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সের যে হালচাল, বিশেষ করে ব্যাটিংয়ের যা অবস্থা, তাতে এবারও ভালো কিছু আশা করা কঠিন। ক্যারিবিয়ানরা তবু লড়াইয়ের প্রস্তুতি নিয়েই রাখছে। টেস্ট সিরিজের আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচে ও সিরিজের আগে অনুশীলন ক্যাম্পে নিজেদের ঝালাই করে নিতে চান কোলি, ‘উদীয়মান দুটি স্কোয়াডের মধ্যে বাংলাদেশের বিপক্ষে সিরিজটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেই আশা করছি আমরা। সিরিজের আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচ ও অনুশীলন ক্যাম্প আমাদেরকে সুযোগ করে দেবে সম্ভাব্য সেরা প্রস্তুতি নেওয়ার। অভিজ্ঞ ও উঠতি, সব ক্রিকেটারই নিজেদের স্কিল শাণিত করে নেওয়ার সুযোগ পাবে টেস্ট সিরিজের আগে।’
ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল
ক্রইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জশুয়া দা সিলভা (সহ-অধিনায়ক), আলিক আথানেজ, কেসি কার্টি, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, টেভিন ইমলাখ, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুই, অ্যান্ডারসন ফিলিপ, কেমার কোচ, জেডেন সিলস, কেভিন সিনক্লেয়ার, জোমেল ওয়ারিক্যান।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতা হান্নানের চিকিৎসায় সহায়তা দিলেন মজনু
কারো কাছে থাকা আমানত চুরি হয়ে যাওয়া প্রসঙ্গে।
মাগুরায় ট্রাক চাপায় মোটর সাইকেল চালক নিহত
শেখ হাসিনার আমলে সীমান্তের কাঁটা তারে লাশ ঝুলন্ত, এখন পতাকা বৈঠক হয়--শাকিল উজ্জামান
পেকুয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পথসভায় মাওলানা ইমতিয়াজ
থানা থেকে ছিনাইয়া নেওয়া যুবদল নেতা গ্রেফতার
শ্রীনগরে বিএনপির অঙ্গ-সংগঠনের ৩ কর্মী গ্রেপ্তার
মুকসুদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা, প্রতিবাদ জানালো আ.লীগ
নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি ও সমমনা দলগুলো
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ
এই সরকার বিপ্লবের চেতনাকে পুরোপুরি ধারণ করতে পারেনি: মাহমুদুর রহমান
শার্শা থানা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মিলন মেলা
মুখ্য সংগঠক হান্নান মাসউদের ওপর ছাত্রলীগের হামলা!
সোনারগাঁওয়ে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
রাষ্ট্র সংস্কারে ১৫ দফা প্রস্তাবনা: পৃথক শরীয়া আদালত প্রতিষ্ঠার দাবি
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১০
দেশের সংগ্রামের ইতিহাস-সংস্কৃতি বিশ্বে তুলে ধরার আহ্বান উপদেষ্টা নাহিদের
ভারতে চার বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার
পথশিশুদের নিয়ে বিপিএলের ট্রফি উন্মোচন
তামিমকে বিসিবির ধন্যবাদ