এসএ গেমসে হ্যাটট্রিক স্বর্ণে চোখ মাবিয়ার
২৫ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম
দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত সাউথ এশিয়ান (এসএ) গেমসে জোড়া স্বর্ণপদক জয়ী দেশসেরা নারী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। এবার তার লক্ষ্য এই গেমসের হ্যাটট্রিক স্বর্ণ জয়। আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠেয় এসএ গেমসে স্বর্ণ জয়ের হ্যাটট্রিক পূর্ণ করতে চান মাবিয়া। লক্ষ্যপূরণে নিবিড় অনুশীলনে মাধ্যমে নিজেকে প্রস্তুত করছেন এই স্বর্ণকন্যা। নিজের পারফরম্যান্স ধরে রেখে ঘরোয়া একের পর এক আসরে চমক দেখাচ্ছেন তিনি। যার প্রমাণ আন্ত:সার্ভিস জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতা। বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের ব্যবস্থাপনায় দু’দিন ব্যাপী এ প্রতিযোগিতার প্রথম দিন গতকাল তিনটি রেকর্ড গড়ে স্বর্ণপদক জয় করেন মাবিয়া। আর এ সাফল্যে বুঝিয়ে দিলেন তিনি ফুরিয়ে যাননি এখনো। আন্ত:সার্ভিস ভারোত্তোলনের শুরুর দিন সাফল্য পেয়ে মাবিয়া বলেন, ‘ঘরোয়া আসরে নিজের সেরাটা দিয়েই চেষ্টা করছি সাফল্য পেতে। গত দুই এসএ গেমসে স্বর্ণপদক জিতেছি। আমার লক্ষ্য আগামী এসএ গেমসে স্বর্ণজয়ের হ্যাটট্রিক পূর্ণ করা।’
২০১৬ সালে গুয়াহাটি-শিলং এসএ গেমসে বাংলাদেশের হয়ে প্রথম স্বর্ণপদকটি জিতেছিলেন ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। একই গেমসে ২০১৯ সালে নেপালের কাঠমান্ডুতে ব্যাক টু ব্যাক দু’টি স্বর্ণ জেতেন তিনি। কেবল এসএ গেমসে নয়, ঘরোয়া আসরেও নিয়মিত সেরার খেতাব জিতছেন মাবিয়া। কাল আইভি রহমান সুইমিংপুল সংলগ্ন ঢাকা ভারোত্তোলন জিমন্যাসিয়ামে শুরু হওয়া ৭ম আন্ত:সার্ভিস জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতায় তিনটি নতুন রেকর্ড গড়ে স্বর্ণপদক জেতেন বাংলাদেশ আনসারের ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। ৭১ কেজি ওজন শ্রেণীতে ¯øাচে ৮৫ কেজি তুলে নতুন জাতীয় রেকর্ড, ক্লিন অ্যান্ড জার্কে ১১১ কেজি তুলে নতুন জাতীয় রেকর্ড গড়েন। এছাড়া দু’টি মিলিয়ে মোট ১৯৬ কেজি তুলে আরেকটি রেকর্ড গড়েন মাবিয়া। এই ইভেন্টে একই সংস্থার ফাহিমা আক্তার ময়না অনেক পিছিয়ে থেকে রৌপ্যপদক জেতেন। তিনি ¯øাচে ৫৫ কেজি, ক্লিন অ্যান্ড জার্কে ৭০ কেজিসহ মোট ১২৫ কেজি ভার তোলেন।
নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট মাবিয়া। স্বর্ণ জয়ের পর তিনি বলেন, ‘তিনটি নতুন রেকর্ড গড়তে পেরে আমার খুব ভাল লাগছে। এখন আমার লক্ষ্য এসএ গেমসে আরেকটি স্বর্ণ জয়। সেটা হলেই আমার ক্যারিয়ার সেরা পারফরম্যান্স হবে।’ সে লক্ষ্যে নিজেই নিজের অনুশীলন চালিয়ে যাচ্ছেন মাবিয়া। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমার কোনো কোচ নেই। আমি নিজেই নিজের অনুশীলন পরখ করি এবং অধিক ভার তোলার চেষ্টা করে আজ এই পর্যন্ত এসেছি। লক্ষ্য পূরণে এই চেষ্টাই আমার কাজে দেবে।’
তবে এসএ গেমসের আগে বাহরাইনে অনুষ্ঠেয় বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে নিজেকে পরীক্ষা করতে পারছেন এই স্বর্ণকণ্যা। আগামী ৬ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বাহরাইনের রাজধানী মানামায় অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের খেলা। এখানে মাবিয়া লড়বেন ৭১ কেজি ওজন শ্রেণীতে।
এদিকে মাবিয়ার রেকর্ডের দিনে আন্ত:সার্ভিস ভারোত্তোলনের ৫৫ কেজি ওজন শ্রেণীতে তিনটি রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন সেনাবাহিনীর মারজিয়া আক্তার ইকরা। তিনি ¯øাচে ৭৬ কেজি, ক্লিন অ্যান্ড জার্কে ৯৪ কেজি এবং মোট ১৭০ কেজি ভার তুলে এই তিন রেকর্ড গড়েন। ৫৯ কেজি ওজন শ্রেণীতে দু’টি নতুন রেকর্ড গড়েন সেনাবাহিনীর আরেক ভারোত্তোলক স্মৃতি আক্তার। ¯øাচে না পারলেও (৭৬ কেজি) ক্লিন অ্যান্ড জার্কে ১০৩ কেজিতে এবং মোট ১৭৯ কেজি তুলে দুই নতুন রেকর্ড গড়েন তিনি।
প্রতিযোগিতায় পাঁচটি সার্ভিসেস দলের ৪১ পুরুষ ও ২৪ নারীসহ মোট ৬৫ জন ভারোত্তোলক অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারী দলগুলো হলো-বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ আনসার, বাংলাদেশ জেল, বর্ডার গার্ড বাংলাদেশ ও বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ইসরায়েলি বর্বর হামলায় নিহত আরও ৩৫ ফিলিস্তিনি
কষ্টে ফলো-অন এড়ালো বাংলাদেশ
এবার তেল আবিবে হিজবুল্লাহর ২৫০ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা
পিটিআইয়ের বিক্ষোভের ডাক,লকডাউন ইসলামাবাদে
জাবিতে অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহতের ঘটনায় সন্দেহভাজন রিকশা চালক আটক
আজ কিশোরগঞ্জের দানবীর, শিক্ষানুরাগী ওয়ালী নেওয়াজ খান এর ৩৮তম মৃত্যুবার্ষিকী
'দুর্বল' দলের বিপক্ষে পয়েন্ট হারাল ইউনাইটেড
সালাহর জোড়া গোলে লিভারপুলের জয়
গুমের দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য চাকরিচ্যুত
কুরস্ক অঞ্চলের ৪০ ভাগ খোয়ানোর স্বীকারোক্তি ইউক্রেনের
মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশ চীনের সাথে কাজ করতে আগ্রহী: বাণিজ্য উপদেষ্টা
হাজীদের সর্বোত্তম স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন
শরীয়তপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মী সভা
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় সিকিউরিটি গার্ড নিহত
পাকিস্তানকে উড়িয়ে দিল জিম্বাবুয়ে
১৫ দিন রিমান্ড শেষে কারাগারে আব্দুর রাজ্জাক
লক্ষ্মীপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৫০ জন
নির্বাচিত সরকারই দেশকে পুনর্গঠন করতে পারে : তারেক রহমান
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটিতে অচেনা ৭ জন
মৌলভীবাজারে কৃষি ও প্রযুক্তি মেলা শুরু