আড়াই দিনেই কুপোকাত ভারত

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

০৯ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম

হেসে খেলে জিতেই বোর্ডার-গাভাস্কার ট্রফির পাঁচ ম্যাচ সিরিজ ১-১ এ সমতা আনলো স্বাগতিক অস্ট্রেলিয়া। অ্যাডিলেইড টেস্টে দুই দিন আর এক সেশনেই ভারতকে গুঁড়িয়ে সিরিজে সমতা ফেরাল অজিরা। গতকাল অ্যাডিলেইডে প্রথম সেশনেই ১০ উইকেটে জিতে যায় প্যাট কামিন্সের দল। ম্যাচ শেষ করতে এক সেশনও সময় নেয়নি অস্ট্রেলিয়া। তিন অস্ট্রেলিয়ান পেসারের আগুনে বোলিংয়ের সামনে কেবল ইনিংস পরাজয়ই এড়াতে পেরেছে ভারত। তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার নায়ক কামিন্সই। আগের দিনের দুটির সঙ্গে এ দিন আরও তিন উইকেট যোগ করেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। সাম্প্রতিক সময়ে বল হাতে একটু বিবর্ণ ছিলেন তিনি। এই ইনিংসের আগে সবশেষ ১০ ইনিংসে তার উইকেট ছিল কেবল ১২টি। এই টেস্টে জশ হেইজেলউড চোটের কারণে না থাকায় নতুন বল নেওয়ার সুযোগ পেয়ে জ্বলে উঠলেন অধিনায়ক। তার প্রাপ্তি ৫৭ রানে ৫ উইকেট। ম্যাচে কামিন্সের উইকেট ৭টি, মিচেল স্টার্কের ৮ আর স্কট বোল্যান্ডের উইকেট ৫টি। তিন অস্ট্রেলিয়ান পেসার মিলেই শিকার করেছেন ভারতের ২০ উইকেট। তবে বোলারদের এমন পারফরম্যান্সের ম্যাচেও ১৪০ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচের সেরা ট্রাভিস হেড। ম্যাচের ভাগ্য অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল আগের দিনই। ৫ উইকেটে ১২৮ রান নিয়ে শনিবার দিন শেষ করে ভারত। তৃতীয় দিনে অস্ট্রেলিয়াকে কেউ ভোগাতে পারলে সেটি হতে পারতেন রিশাভ পান্ত। কিন্তু দিনের প্রথম ওভারেই মিচেল স্টার্ক বিদায় করে দেন বিপজ্জনক এই ব্যাটসম্যানকে। তখনই নিশ্চিত হয়ে যায় ম্যাচের ভাগ্য। আরেক অপরাজিত ব্যাটসম্যান নিতিশ কুমার রেড্ডি জীবন পান দুই দফায়। প্রথমটিতে স্টার্কের বলে ক্যাচ নিতে পারেননি স্মিথ। কিছুক্ষণ পর কামিন্সের বলে ব্যর্থ হন ট্রাভিস হেড। এর ফাঁকে দারুণ দুটি শর্ট বলে রবিচন্দন অশ্বিন ও হার্শিত রানাকে ফেরান কামিন্স। জীবন পেয়ে একটু রোমাঞ্চের পিছু নেন নিতিশ। বোল্যান্ডের বলে বাউন্ডারির পর হুক করে ছক্কা মারেন তিনি কামিন্সের শর্ট বলে। অস্ট্রেলিয়ান অধিনায়ক পরের বলেই শোধ তোলেন শর্ট বলেই তাকে আউট করে। ৪২ রান করা নিতিশকে ফিরিয়ে পাঁচ উইকেট পূরণ হয় কামিন্সের। টেস্টে এই স্বাদ পেলেন তিনি ত্রয়োদশবার। পরের বলেই ছয় উইকেট হতে পারত তার। কিন্তু উইকেটের পেছনে অ্যালেক্স কেয়ারি পারেননি সিরাজের ক্যাচ নিতে। পরের ওভারে সিরাজকে ফিরিয়েই ভারতীয় ইনিংস শেষ করেন বোল্যান্ড। প্রথম ইনিংসে তবু এক ওভার বল করেছিলেন ন্যাথান লায়ন দ্বিতীয় ইনিংসে বল হাতে নিতেই হয়নি তার। ১৩১ ম্যাচের ক্যারিয়ারে এত কম বোলিং আগে কখনোই করেননি এই অফ স্পিনার। সেই ২০১১ সালে ক্যারিয়ারের চতুর্থ টেস্টে তিন ওভার বোলিং করেছিলেন তিনি। রান তাড়ায় ১৯ রানের ছোট্ট লক্ষ্যে দ্রুতই পৌঁছে যান উসমান খাজা ও ন্যাথান ম্যাকসুয়েনি। সিরিজের পরের টেস্ট শনিবার ব্রিজবেনে শুরু হবে।
সংক্ষিপ্ত স্কোর
ভারত : ১৮০ ও ২য় ইনিংস : ৩৬.৫ ওভারে ১৭৫ (আগের দিন ১২৮/৫) (পান্ত ২৮, নিতিশ ৪২; স্টার্ক ২/৬০, কামিন্স ৫/৫৭, বোল্যান্ড ৩/৫১)।
অস্ট্রেলিয়া : ৩৩৭ ও ২য় ইনিংস : (লক্ষ্য ১৯) ৩.২ ওভারে ১৯/০ (ম্যাকসুয়েনি ১০*, খাওয়াজা ৯*; বুমরাহ ০/২, সিরাজ ০/৯, নিতিশ ০/৮)।
ফল : অস্ট্রেলিয়া ১০ উইকেটে জয়ী। ম্যাচসেরা : ট্রাভিস হেড। সিরিজ : পাঁচ ম্যাচে ১-১ সমতা।

 


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

হল্যান্ড-ফোডেন নৈপুণ্যে চেলসিকে ছয়ে নামিয়ে চারে সিটি
গাকপোর জোড়া গোল,সালাহর মাইলফলকের রাতে লিভারপুলের জয়
১০ জনের লড়াইয়ে শেষ হাসি আর্সেনালের
তিলক ভর্মার বীরত্বে ভারতের রোমাঞ্চকর জয়
তিলক ভর্মার বীরত্বে ভারতের রোমাঞ্চকর জয়
আরও

আরও পড়ুন

হল্যান্ড-ফোডেন নৈপুণ্যে চেলসিকে ছয়ে নামিয়ে চারে সিটি

হল্যান্ড-ফোডেন নৈপুণ্যে চেলসিকে ছয়ে নামিয়ে চারে সিটি

গাকপোর জোড়া গোল,সালাহর মাইলফলকের রাতে লিভারপুলের জয়

গাকপোর জোড়া গোল,সালাহর মাইলফলকের রাতে লিভারপুলের জয়

১০ জনের লড়াইয়ে শেষ হাসি আর্সেনালের

১০ জনের লড়াইয়ে শেষ হাসি আর্সেনালের

তিলক ভর্মার বীরত্বে ভারতের রোমাঞ্চকর জয়

তিলক ভর্মার বীরত্বে ভারতের রোমাঞ্চকর জয়

তিলক ভর্মার বীরত্বে ভারতের রোমাঞ্চকর জয়

তিলক ভর্মার বীরত্বে ভারতের রোমাঞ্চকর জয়

সিটি অধিনায়কের নতুন ঠিকানা এখন এসি মিলান

সিটি অধিনায়কের নতুন ঠিকানা এখন এসি মিলান

ছাগলনাইয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

ছাগলনাইয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

মতলবে আদিবা হত্যা মামলার আসামী ইমনের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা

মতলবে আদিবা হত্যা মামলার আসামী ইমনের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা

গাজাকে বাসোপযোগী করতে হবে

গাজাকে বাসোপযোগী করতে হবে

ড. মুহাম্মদ ইউনূসেই জনগণের আস্থা

ড. মুহাম্মদ ইউনূসেই জনগণের আস্থা

টি-টোয়েন্টির বর্ষসেরা আর্শদিপ

টি-টোয়েন্টির বর্ষসেরা আর্শদিপ

দ্বিতীয় বছরের মতো বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমানোর ঘোষণা কানাডার

দ্বিতীয় বছরের মতো বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমানোর ঘোষণা কানাডার

এ দেশকে নিয়ে আমরা আর কাউকে খেলতে দেব না - মাওলানা রফিকুল ইসলাম খান

এ দেশকে নিয়ে আমরা আর কাউকে খেলতে দেব না - মাওলানা রফিকুল ইসলাম খান

গ্রামীণ ট্রাস্টের মালিকানায় আসছে নতুন বিশ্ববিদ্যালয়

গ্রামীণ ট্রাস্টের মালিকানায় আসছে নতুন বিশ্ববিদ্যালয়

সৈয়দপুরে শ্যাইলার মোড় জামে মসজিদ কমিটির উদ্যোগে শতাধিক শীতবস্ত্র বিতরন

সৈয়দপুরে শ্যাইলার মোড় জামে মসজিদ কমিটির উদ্যোগে শতাধিক শীতবস্ত্র বিতরন

জেলা বিএনপির আমৃত্যু সভাপতি খোরশেদ আলমের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা

জেলা বিএনপির আমৃত্যু সভাপতি খোরশেদ আলমের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা

সৌদির নতুন জাতীয় সংগীতের সুর করবেন মার্কিন তারকা

সৌদির নতুন জাতীয় সংগীতের সুর করবেন মার্কিন তারকা

প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করুন  : লুৎফর রহমান খান আজাদ

প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করুন  : লুৎফর রহমান খান আজাদ

শেরপুরে আন্তঃউপজেলা ভলিবল টুর্নামেন্টের ফাইনালে সদর উপজেলা চ্যাম্পিয়ন

শেরপুরে আন্তঃউপজেলা ভলিবল টুর্নামেন্টের ফাইনালে সদর উপজেলা চ্যাম্পিয়ন

সৈয়দপুরে শ্যাইলার মোড় জামে মসজিদ কমিটির উদ্যোগে শতাধিক শীতবস্ত্র বিতরণ

সৈয়দপুরে শ্যাইলার মোড় জামে মসজিদ কমিটির উদ্যোগে শতাধিক শীতবস্ত্র বিতরণ