যুব হকির বিশ্বকাপ সুসংবাদের বছরে জিয়ার চলে যাওয়া

Daily Inqilab ইনকিলাব

০২ জানুয়ারি ২০২৫, ০১:৫৪ এএম | আপডেট: ০২ জানুয়ারি ২০২৫, ০১:৫৪ এএম

দেশের ক্রীড়াঙ্গনে বছরজুড়েই আলোচনায় থাকে ফুটবল-ক্রিকেট। তবে এ দুই প্রধান ডিসিপ্লিনের বাইরে অন্য খেলাগুলোতেও বছরব্যাপী থাকে অর্জন ও ব্যর্থতার নানা গল্প। ঘটনাবহুল ২০২৪ সাল শেষ। বিশ্ব পা রেখেছে ২০২৫ সালে। নতুন বছরের শুরুতেই বিদায়ী বছরে দেশের অন্য ক্রীড়া ডিসিপ্লিনগুলোর অর্জন ও ব্যর্থতার গল্প ইনকিলাব পাঠকদের জন্য তুলে ধরেছেন জাহেদ খোকন

যুব হকির বিশ্বকাপ নিশ্চিত
গত বছরের শুরু থেকেই দেশের অন্য ক্রীড়া ডিসিপ্লিনগুলো ব্যর্থতার চাদরে মোড়া থাকলেও বছরের শেষ মাসে এসে ইতিহাস গড়েছে বাংলাদেশ যুব (অনূর্ধ্ব-২১) হকি দল। গত ৩ ডিসেম্বর ওমানের মাস্কাটে জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টের পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারনী ম্যাচে থাইল্যান্ডকে ৭-২ গোলে বিধ্বস্ত করে এই কৃতিত্ব অর্জন করে বাংলাদেশ। এর আগে বড়রা যা করতে পারেননি, তাই করে দেখালেন বাংলাদেশের যুবারা। তাদের কৃতিত্বে যে কোনো ঘরণার হকিতে প্রথমবারের মতো বিশ^কাপে নাম লেখালো বাংলাদেশ দল। চলতি বছরের ডিসেম্বরে ভারতে হবে হকির যুব বিশ্বকাপ। হকি খেলোয়াড়রা নানা সীমাবদ্ধতায় থাকেন। মাত্র ৪০০ টাকা দৈনিক ভাতা পেয়ে অনুশীলন করা খেলোয়াড়রা বিশ্বকাপে বাংলাদেশের নাম লিখিয়েছেন এটা ছিল বিদায়ী বছরের আরেকটি বড় ঘটনা।

সরাসরি অলিম্পিকে সাগর
সব ক্রীড়াবিদেরই ক্যারিয়ারজুড়ে স্বপ্ন থাকে অলিম্পিক গেমসে খেলার সুযোগ পাওয়া। এই স্বপ্ন বিদায়ী বছরে পূরণ করেছেন বাংলাদেশের সেরা আরচ্যার সাগর ইসলাম। বরাবরই ওয়াইল্ড কার্ডের মাধ্যমে অলিম্পিক গেমসে অংশ নেয় বাংলাদেশ। ২০১৬ রিও অলিম্পিক থেকে লাল-সবুজের একজন করে ক্রীড়াবিদ নিজ যোগ্যতায় বিশ্বের সর্ববৃহৎ এই ক্রীড়া আসরে খেলছেন। রিও অলিম্পিকে গলফার সিদ্দিকুর রহমানের পর ২০২০ সালে সরাসরি অলিম্পিক গেমসে খেলেন বাংলাদেশের তারকা আরচ্যার রোমান সানা। আর বিদায়ী বছরের জুনে তুরস্কের আনাতোলিয়ায় অলিম্পিক কোটা প্লেসের টুর্নামেন্টে অংশ নিয়ে সেমিফাইনালে উঠে প্যারিস অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেন সাগর ইসলাম। বিকেএসপির এই শিক্ষার্থী সিদ্দিকুর ও রোমান সানার চেয়ে কম বয়সে সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেন।
বাংলাদেশ এখনও অলিম্পিকে পদক জিততে পারেনি। ১৯৮৪ সাল থেকে এখনও যেন অংশগ্রহণই শেষ কথা লাল-সবুজদের জন্য! ২০২৪ প্যারিস অলিম্পিকে শুটিং ও অ্যাথলেটিক্সে জাতীয় টাইমিং করতে পারেননি বাংলাদেশের অ্যাথলেটরা। উল্টো বাংলাদেশের দ্রুততম মানব তার দৌড় শেষে ইনজুরি নিয়েই অংশগ্রহণ এবং তিনি অংশ নিতে চাননি এমন বিস্ফোরক মন্তব্যও করেন। অলিম্পিকে একটি পদক সারাবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বদলে দিতে পারে। এজন্য প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা ও প্রশিক্ষণ। বাংলাদেশের ক্রীড়া নীতিনির্ধারক এ নিয়ে কখনও ভাবেন না!

সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার নীড়
দাবাড়– মনন রেজা নীড় বিদায়ী বছরেই দেশের সবচেয়ে কমবয়সী আন্তর্জাতিক মাস্টার (আইএম) হওয়ার কৃতিত্ব অর্জন করেন। হাঙ্গেরিতে তিনি আন্তর্জাতিক মাস্টার (আইএম) নর্ম পূরণ করেন গত ৪ অক্টোবর। নীড় আইএম হন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদের ৪৩ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিয়ে। নিয়াজ ১৫ বছর ৫ মাস বয়সে আইএম হলেও নীড় আইএম হলেন ১৪ বছর ৩ মাস বয়সে। আন্তর্জাতিক মাস্টারের পাশাপাশি গত বছর জাতীয় চ্যাম্পিয়নও হয়েছেন নীড়। তবে সেখানে অবশ্য সর্বকনিষ্ঠ হতে পারেননি তিনি। এই রেকর্ড এখনও নিয়াজেরই দখলে। আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ২০২৪ সালে একটি গ্র্যান্ডমাস্টার নর্ম পেয়েছেন। দীর্ঘদিন চেষ্টার পর গেল বছর একটি নর্ম অর্জন করতে পারেন তিনি। আরও দুটি নর্ম ও ২৫০০ রেটিং স্পর্শ করলে ফাহাদ গ্র্যান্ডমাস্টার হতে পারবেন।

ক্রীড়াঙ্গন সংস্কারে সার্চ কমিটি
গত বছরের ২৯ আগস্ট ক্রীড়াঙ্গন সংস্কারের লক্ষ্যে সার্চ কমিটি গঠন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ৫ সদস্য বিশিষ্ট এই সার্চ কমিটির আহ্বায়ক জোবায়েদুর রহমান রানাকে নিয়ে শুরুর দিকে কিছুটা সমালোচনা হয়েছিল। পরবর্তীতে কমিটির সদস্য কাজী মহিউদ্দিন আহমেদ বুলবুল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনী কর্মকা-ে অংশ নিয়ে সমালোচিত হয়ে মন্ত্রণালয় থেকে কারণ দর্শানোর নোটিশ পান। পরবর্তীতে তাকে অব্যাহতি দিয়ে বিকেএসপির মহাপরিচালককে সার্চ কমিটির সদস্য করা হয়। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসরদের সরিয়ে একটি পরিচ্ছন্ন ক্রীড়াঙ্গন গড়ে তোলার জন্য চার মাসের বেশি সময় ধরে কাজ করছে এই সার্চ কমিটি। কিন্তু এখনও দৃশ্যমান সংস্কার দেখা যায়নি। সার্চ কমিটির সুপারিশে ১৪ নভেম্বর ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি প্রকাশ পেলেও বাকিগুলোর খবর নেই।

৪২ ফেডারেশনের সভাপতি অপসারণ
গত বছরের ৫ আগস্ট পরবর্তী সময়ে ক্রীড়াঙ্গনে ব্যাপক রদবদল হয়েছে। ফুটবল-ক্রিকেট ছাড়া বাকি সব ফেডারেশনের সভাপতি সরকার মনোনীত। খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত না থাকা অনেকেই রাজনৈতিক ও নানা প্রভাবে বিভিন্ন ফেডারেশনের সভাপতি ছিলেন আওয়ামী লীগ সরকারের শাসনামলে। তাই সংস্কারের লক্ষ্যে ৫ আগস্ট ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) একযোগে ৪২ ফেডারেশনের সভাপতিকে অব্যাহতি দেয়। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একযোগে এত সভাপতি বাদ দেওয়ার ঘটনা রেকর্ডগড়া পদক্ষেপ। সভাপতি বাদ দেওয়ার পাশাপাশি এনএসসি তাদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারিকেও ফেডারেশনগুলোর কমিটি থেকে বাদ দিয়েছে। এই সময়ে এনএসসি’র কর্মকর্তাদের মধ্যে কেউ বদলি, কেউবা সাময়িক বরখাস্ত হয়েছেন। পরবর্তীতে ২১ আগস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে জেলা-বিভাগীয় ও উপজেলা ক্রীড়া সংস্থাও বিলুপ্ত করে। ফেডারেশন সভাপতিদের মতো স্থানীয় ক্রীড়া প্রশাসনেও রাজনৈতিক ব্যক্তিরা দায়িত্বে ছিলেন। সেই ভাবনায় ক্রীড়া মন্ত্রণালয় সকল জেলা-বিভাগের কমিটি বিলুপ্ত করে দেয়। চার মাস পেরিয়ে গেলেও সেই কমিটি এখনও গঠন হয়নি। ফলে ক্রীড়াঙ্গনের তৃণমূল পর্যায়ে বর্তমানে চলছে স্থবিরতা।

খেলতে খেলতেই জিয়ার চলে যাওয়া
বাংলাদেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান খেলতে খেলতেই না ফেরার দেশে পাড়ি জামান বিদায়ী বছরে। গত বছরের ৫ জুলাই জাতীয় দাবা প্রতিযোগিতার ম্যাচ চলাকালেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন দেশসেরা দাবাড়–। পল্টনস্থ দাবা ফেডারেশন থেকে মাত্র ১৫/২০ মিনিটের মধ্যে হাসপাতালে নেওয়া হলেও জিয়াকে বাঁচানো যায়নি। তার এমন মৃত্যু বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একটি বড় ধাক্কা। মৃত্যুর আগেই অবশ্য জিয়া দাবা অলিম্পিয়াড নিশ্চিত করেছিলেন। তার মৃত্যুর পর সেখানে খেলতে যান ছেলে তাহসিন তাজওয়ার জিয়া। জিয়ার অকালে চলে যাওয়া বাংলাদেশ দাবা অঙ্গনের জন্য বড় শূন্যতা।

জোড়া শুটারের বিদায়
বিদায়ী বছরটি শুটিং ডিসিপ্লিনের জন্য ছিল অনেক বেদনার। কমনওয়েলথ গেমসে স্বর্ণজয়ী শুটার আতিকুর রহমান জুলাই মাসে মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। ডিসেম্বরের শুরুতে ইন্তেকাল করেন এসএ গেমসে স্বর্ণপদক জয়ী নারী শুটার সাদিয়া সুলতানাও। তিনি অবশ্য অবসাদ ও নানা কারণে শুটিং খেলা থেকে দূরে ছিলেন এক দশকেরও বেশি সময়।‘


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

ফোফানাকে নিয়ে চিন্তিত চেলসি কোচ
সরে দাঁড়ানো মানে অবসর নয়: রোহিত
সিডনিতে বোলারদের দিনে বুমরাহকে নিয়ে শঙ্কা
তাসকিনকে নিয়ে সাবধানী ছিলেন উসমান
ভিনিসিয়ুসের লাল কার্ড,বেলিংহ্যামের পেনাল্টি মিসের পরেও রিয়ালের নাটকীয় জয়
আরও

আরও পড়ুন

কালীগঞ্জে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

কালীগঞ্জে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

কাশ্মীরে ট্রাক দূর্ঘটনায় ভারতের ২ সেনার মৃত্যু

কাশ্মীরে ট্রাক দূর্ঘটনায় ভারতের ২ সেনার মৃত্যু

আ.লীগের বিতর্কিত তিন সংসদ নির্বাচন তদন্ত করবে ইসি

আ.লীগের বিতর্কিত তিন সংসদ নির্বাচন তদন্ত করবে ইসি

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের ছবিতে শিক্ষার্থীদের জুতা নিক্ষেপ

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের ছবিতে শিক্ষার্থীদের জুতা নিক্ষেপ

দনিয়া কলেজ ছাত্রদলের প্রীতি ফুটবল ম্যাচ

দনিয়া কলেজ ছাত্রদলের প্রীতি ফুটবল ম্যাচ

আদমদীঘিতে তালগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতের তারে জরিয়ে ১ ব্যাক্তির মুত্যু হয়েছে

আদমদীঘিতে তালগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতের তারে জরিয়ে ১ ব্যাক্তির মুত্যু হয়েছে

খালেদা জিয়ার গাড়িবহরে হামলায় জড়িত নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

খালেদা জিয়ার গাড়িবহরে হামলায় জড়িত নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সোনারগাঁওয়ে বিএনপির ৩১ দফা বাস্থবায়নে তরুণ প্রজন্মের ভূমিকা শীর্ষক আলোচন সভা

সোনারগাঁওয়ে বিএনপির ৩১ দফা বাস্থবায়নে তরুণ প্রজন্মের ভূমিকা শীর্ষক আলোচন সভা

বাকৃবির বর্ষ পঞ্জিকায় ফুটে উঠেছে জুলাই বিপ্লব

বাকৃবির বর্ষ পঞ্জিকায় ফুটে উঠেছে জুলাই বিপ্লব

জাতীয় পার্টির রাজনীতি দেশ ও জনগণের কল্যাণে: সাবেক ভিপি আবু আহমেদ

জাতীয় পার্টির রাজনীতি দেশ ও জনগণের কল্যাণে: সাবেক ভিপি আবু আহমেদ

কাউখালীতে যুবলীগ নেতা গ্রেফতার

কাউখালীতে যুবলীগ নেতা গ্রেফতার

ফোফানাকে নিয়ে চিন্তিত চেলসি কোচ

ফোফানাকে নিয়ে চিন্তিত চেলসি কোচ

ফরিদপুরে ২৪ ঘন্টা দুটি হত্যা মধুখালি সাংবাদিকের মা- বাবা- ও গৃহপরিচারিকাকে কুপিয়ে গুরতর জখম

ফরিদপুরে ২৪ ঘন্টা দুটি হত্যা মধুখালি সাংবাদিকের মা- বাবা- ও গৃহপরিচারিকাকে কুপিয়ে গুরতর জখম

স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষার দাবিতে ইবির  ভবনে তালা

স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষার দাবিতে ইবির ভবনে তালা

পেকুয়ায় বারবাকিয়া টু রাজাখালী সংযোগ সেতুর নির্মাণ কাজ ফের শুরু

পেকুয়ায় বারবাকিয়া টু রাজাখালী সংযোগ সেতুর নির্মাণ কাজ ফের শুরু

মোরেলগঞ্জে পার্টনার ফিল্ড স্কুলের প্রশিক্ষণার্থীরা সনদ ও ভাতা বঞ্চিত

মোরেলগঞ্জে পার্টনার ফিল্ড স্কুলের প্রশিক্ষণার্থীরা সনদ ও ভাতা বঞ্চিত

লক্ষ্মীপুরে আন্দোলনে শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুরে আন্দোলনে শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বাবা-চাচা-মামার রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরি থেকে বঞ্চিত করা হবে কেন, প্রশ্ন সারজিসের

বাবা-চাচা-মামার রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরি থেকে বঞ্চিত করা হবে কেন, প্রশ্ন সারজিসের

ময়মনসিংহসহ চার শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে ওএসডি

ময়মনসিংহসহ চার শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে ওএসডি

অবশেষে কাজের সমাপ্তি হলো সিকৃবির নান্দনিক অডিটোরিয়ামের

অবশেষে কাজের সমাপ্তি হলো সিকৃবির নান্দনিক অডিটোরিয়ামের