সরে দাঁড়ানো মানে অবসর নয়: রোহিত
০৪ জানুয়ারি ২০২৫, ০২:৩৩ পিএম | আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫, ০২:৩৩ পিএম
ধারাবাহীক বাজে ফর্মের কারণে সিডনি টেস্ট থেকে সরে দাঁড়ানোর পর রোহিত শর্মার টেস্ট ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন অনেকে। গত দুই দিন ধরে তো ক্রিকেটাঙ্গনে এ নিয়ে চলছে তুমুল চর্চা। তবে বিষয়টা এবার পরিষ্কার করলেন ভারত অধিনায়ক। বললেন, সরে দাঁড়ানো মানে অবসর নয়।
সিডনি টেস্টের দ্বিতীয় দিন স্টার স্পোর্টসে আলাপচারিতায় রোহিত নিশ্চিত করে দিলেন, নিজ থেকেই এই টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।
“এত দূর থেকে এখানে এসেছি, বাইরে বসে থাকতে বা ম্যাচ না খেলতে তো আসিনি! খেলতে চাই, দলকে জেতাতে চাই। ২০০৭ থেকে আজ পর্যন্ত এটিই চাওয়া যে দলকে জেতাতে হবে। তবে কখনও কখনও বুঝত হবে যে দলের প্রয়োজন কোনটি। দলকে সবচেয়ে গুরুত্ব না দিলে কোনো লাভ নেই।”
“আমার ব্যাটে রান হচ্ছে না। ফর্ম নেই। ফর্মহীন ক্রিকেটার দলে বেশি বয়ে নিতে পারি না আমরা। সিদ্ধান্ত নেওয়াটা কঠিন ছিল। তবে এই মুহূর্তে দলের কোনটি জরুরি, এটিই ছিল ভাবনায়। পাঁচ-ছয় মাস পর কী হতে পারে, এসবে বিশ্বাস নেই আমার।”
সিদ্ধান্তের পেছনের কারণ তুলে ধরেন ভারতীয় অধিনায়ক বলেন,“সিদ্ধান্তটি আমি নিয়েছি সিডনিতে আসার পর। দুই ম্যাচের মাঝখানে স্রেফ দুটি দিন ছিল আমাদের। নতুন বছরের প্রহরে নির্বাচক ও কোচের সঙ্গে এই আলোচনা করতে চাইনি। তবে আমার ভাবনায় এটা ছিলই। চেষ্টার কমতি রাখছি না আমি, কিন্তু রান আসছে না। এটা মেনে নিতেই হবে এবং নিজেকে সরিয়ে নিতে হবে।”
“কোচ ও নির্বাচকের সঙ্গে আমার যে আলোচনা হয়েছে, তা খুব সাধারণ- আমার ব্যাটে রান হচ্ছে না, ফর্মে নেই আমি, এটা গুরুত্বপূর্ণ এক ম্যাচ এবং আমাদের প্রয়োজন ফর্মে থাকা ক্রিকেটার। যদিও ছেলেরা অনেকেই খুব ভালো ফর্মে নেই। তবে আমার এই ভাবনাই ছিল। মনে হয়েছে, কোচ ও নির্বাচককে এটা বলা উচিত। তারা আমার পাশে থেকেছেন। তারা বলেছেন, ‘তুমি এত বছর ধরে খেলছো, নিজের কাজের সেরা বিচারক তুমিই।”
টেস্টের প্রথম দিনে সুনিল গাভাস্কার, রাভি শাস্ত্রির মতো সাবেক ভারতীয় ক্রিকেটাররা বলেছিলেন, রোহিতের টেস্ট ক্যারিয়ারের শেষ দেখছেন তারা। তবে রোহিত উড়িয়ে দিলেন সেই আলোচনা।
“এই সিদ্ধান্ত কোনো অবসর নয় কিংবা এমন নয় যে খেলা থেকে সরে যাচ্ছি। এই ম্যাচ থকে সরে গেছি, কারণ ব্যাটে রান আসছে না। তবে পাঁচ মাস পর বা দুই মাস পর রান আসবে না, এই নিশ্চয়তা তো নেই! যথেষ্ট ক্রিকেট দেখেছি জীবনে এবং জানি যে, সবকিছু প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে, প্রতি দিন বদলায়।”
“আমার আত্মবিশ্বাস আছে যে, পরিস্থিতি বদলাতে পারে। পাশাপাশি জীবনে বাস্তবতাও বুঝতে হবে। কোন লোক ভেতরে মাইক্রোফোন নিয়ে বসে আছে বা ল্যাপটপ কিংবা কলম নিয়ে বসে আছে, তারা কী লিখছে বা বলছে, এসব দিয়ে আমাদের জীবন বদলাতে পারে না। এত বছর ধরে খেলাটা খেলছি। লোকে তাই সিদ্ধান্ত নিতে পারে না যে, আমরা কবে চলে যাব বা কখন খেলব না কিংবা কখন বাইরে থাকতে হবে বা অধিনায়কত্ব করতে হবে। আমি বোধসম্পন্ন পরিণত একজন মানুষ, দুই বাচ্চার বাবা। কাজেই আমি জানি, জীবনে কখন কোনটি দরকার।”
অধিনায়ক হয়ে নিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত সহজ নয়। তবে বাস্তবতা মেনেই এই সিদ্ধান্ত রোহিতের।
“সিদ্ধান্তটি কঠিন ছিল অবশ্যই। তবে সব পারিপার্শ্বিকতা মাথায় রেখে, এটা বোধসম্পন্ন একটা সিদ্ধান্ত ছিল। খুব বেশি দূরে তাকাচ্ছি না আমি। এই মুহূর্তে দলের যেটা দরকার, সেটাই ভাবনায় ছিল। অন্য কিছু নয়।”
দ্বিতীয় সন্তানের বাবা হওয়ায় সিরিজের প্রথম টেস্টে ছিলেন না রোহিত। বুমরাহর নেতৃত্বে পার্থে দারুণ জয় দিয়ে সিরিজ শুরু করে ভারত। পরে রোহিত ফিরে তিন টেস্ট মিলিয়ে করেন ৩১ রান। ভারত হেরে যায় দুটি টেস্টেই। বোর্ডার-গাভাস্কার ট্রফি ধরে রাখতে সিডনিতে জয়ের বিকল্প নেই সফরকারী দলটির।
এই সফরের আগে ঘরের মাঠে সবশেষ দুই সিরিজেও রোহিতের ব্যাটে রান ছিল না। বাংলাদেশের বিপক্ষে চার ইনিংসে তার রান ছিল ৪২, নিউজিল্যান্ডের বিপক্ষে ছয় ইনিংসে ৯১।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
দুই বাহু বাড়িয়ে আছে সুন্দরবন পর্যটকদের আনাগনা কম
নানান সুযোগ-সুবিধাসহ বাংলাদেশি শিক্ষার্থীদের ফেলোশিপ দেবে পাকিস্তান
রায়পুরে ব্যাটারী চুরির অপবাদে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা
রাঙামাটিতে রাবিপ্রিবি'তে ভিসি নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ
এয়ারপোর্ট থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে নেওয়া হবে খালেদা জিয়াকে: ডা. জাহিদ
ইবিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক আহত
মালয়েশিয়ার আদালতে গৃহবন্দির আদেশে জয় পেলেন নাজিব রাজাক
চকরিয়ায় মহেশখালীর কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
ঠোঁট মোটা করতে লাগালেন মরিচ, ভাইরাল ইনফ্লুয়েন্সার
টাঙ্গাইলে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়
সীমান্তাঞ্চলে কৃষিতে সম্ভাবনার নতুন দ্বার খুলে দিচ্ছে ‘আনারস চাষ’
মাগুরায় শহীদ রাব্বির কন্যা শিশুর দায়িত্ব নিলেন তারেক রহমান
নোয়াখালীতে চাঁদাবাজির অডিও ক্লিপ ফাঁস, যুবদল নেতা বহিষ্কার
কুলাউড়ায় টিলা কাটা ও বালু উত্তোলনের দায়ে আটক-১
ইউক্রেনের ঘাঁটি কুরাখোভ রাশিয়ার নিয়ন্ত্রণে : মস্কো
আদমদীঘিতে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ , সিউলে ব্লিংকেনের উপস্থিতির মাঝে উত্তেজনা বৃদ্ধি
ভারতেও ছড়াল এইচএমপিভি ভাইরাস, আক্রান্ত ২ শিশু
ফুলকপি উৎপাদন খরচ ১৫ টাকা বিক্রি ৫ টাকা: মাঠেই কেটে ফেলে রাখছে চাষিরা
ফ্যাসিস্ট হাসিনার প্রতি খালেদা জিয়ার যে মহানুভবতায় বিস্মিত আসিফ নজরুল