মিকু যুগের অবসান পদোন্নতি মহিউদ্দিনের
২৯ জানুয়ারি ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৫, ১২:০২ এএম

দেশের রাজনৈতিক পট পরিবর্তনে ক্রীড়াঙ্গন সংস্কারের প্রথম ধাপে গত ১৪ নভেম্বর ৯টি ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এর আড়াই মাস পর গতকাল দুপুরে আরও ৭টি ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছে। এগুলো হচ্ছে-সাঁতার, টেবিল টেনিস, ফেন্সিং,ভারত্তোলন, কারাতে,ভলিবল ও শরীর গঠন ফেডারেশন। ঘোষিত ফেডারেশনগুলোর মধ্যে ভলিবলে দীর্ঘ প্রায় দুই দশক পর অবসান ঘটলো আশিকুর রহমান মিকু যুগের। অন্যদিকে চার দশকেরও বেশি সময় ধরে দেশের ভারোত্তোলন ফেডারেশনের সঙ্গে সম্পৃক্ত থাকা সাবেক সহ-সভাপতি উইং কমান্ডার (অব.) মহিউদ্দিন আহমেদের পদোন্নতি হয়েছে। এছাড়া দেশের ক্রীড়া ফেডারেশনগুলোতে আগে কখনও চট্টগ্রামের কোনো সংগঠককে সভাপতির দায়িত্ব দেয়া না হলেও প্রথমবারের মতো এই পদে দায়িত্ব পেয়েছেন এশিয়াটিক কটন মিলের সাহজাদা আলম। চট্টগ্রামের এই সাবেক খেলোয়াড় ও সংগঠককে সদ্য ঘোষিত কারাতে ফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছে।
ভলিবল ফেডারেশনে গত দুই দশক আধিপত্য ছিল আশিকুর রহমান মিকুর। তাকে সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে সাবেক জাতীয় খেলোয়াড় বিমল ঘোষ ভুলুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সভাপতি পদে মনোনীত হয়েছেন বিজিএমইএ’র সাবেক সভাপতি জায়ান্ট গ্রুপের পরিচালক ফারুক হাসান। সহ-সভাপতি হিসেবে আছেন রেডিয়েন্ট গ্রুপের পরিচালক নাসের শাহরিয়ার জাহেদী। ভলিবলের ১৯ সদস্যের অ্যাডহক কমিটিতে সেনা, নৌ ও বিমান বাহিনী এবং বিজিবির একজন করে প্রতিনিধি নির্বাহী সদস্য হিসেবে আছেন। এছাড়া সাবেক খেলোয়াড় নাসিমা চৌধুরী শিরিন, মাসুদ হাফিজ ঝিলু, আমিরুল হোসেন আপন ও সোহেল রানা লিঙ্কনকে রাখা হয়েছে সদস্য পদে।
ভারোত্তোলন ফেডারেশনের সভাপতি মনোনীত হয়েছেন প্রবীন সংগঠক উইং কমান্ডার (অব.) মহিউদ্দিন আহমেদ। নজরুল ইসলামের পরিবর্তে সাবেক জাতীয় খেলোয়াড় ও প্রশিক্ষক লে.কর্ণেল মো. শহিদুল ইসলাম চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এই ফেডারেশনের ১৭ সদস্যের কমিটিতে ভারোত্তোলকদের মধ্যে ফিরোজা পারভীন, আজহারুল ইসলাম ও রেশমা নির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।
কারাতে ফেডারেশনও ১৯ সদস্য বিশিষ্ট হয়েছে। বিগত কমিটির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। তিনি আগেও সাধারণ সম্পাদক ছিলেন। সভাপতি হিসেবে আছেন এশিয়াটিক কটন মিলের কর্ণধার ও সাবেক খেলোয়াড় সাহজাদা আলম।
সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন আবারও সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন। আগের কমিটির সহ-সভাপতি প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীরকে অ্যাডহক কমিটিতেও সহ-সভাপতি রাখা হয়েছে। আগের কমিটির সহ-সভাপতি আব্দুল হামিদকে এবার সদস্য, নিবেদিতা দাসকে যুগ্ম সম্পাদক করা হয়েছে। ১৯ সদস্যের কমিটিতে সেনা, নৌ,বিমান ও বিকেএসপি থেকে একজন করে প্রতিনিধি থাকবেন। এছাড়া দুই বারের অলিম্পিয়ান ও সাবেক কৃতি সাঁতারু মাহফিজুর রহমান সাগর সদস্য ও আরেক কৃতি সাঁতারু রফিকুল ইসলামকে করা হয়েছে কোষাধ্যক্ষ। নৌবাহিনীর প্রধান হয়েছেন সভাপতি।
টেবিল টেনিসের অ্যাডহক কমিটি ১৭ সদস্যের। সেনা নিয়ন্ত্রণ ক্রীড়া বোর্ড ও বিকেএসপি থেকে একজন করে প্রতিনিধি সদস্য হিসেবে থাকবেন। বাকি ১৫ জনের মধ্যে সাবেক খেলোয়াড় ও সংগঠক ক্যাপ্টেন এএম মাকসুদ আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। টেবিল টেনিসের অন্যতম সাবেক তারকা নাসিমুল হাসান কচি হয়েছেন যুগ্ম সম্পাদক। আগের কমিটির সহ-সভাপতি খন্দকার হাসান মুনীর সুমন অ্যাডহক কমিটিতেও আছেন একই পদে। মাইক্রো ফাইবার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ইঞ্জিনিয়ার এমএইচ জামানকে সভাপতি করা হয়েছে টেবিল টেডিনস ফেডারেশনের।
শরীর গঠন ফেডারেশনের সভাপতি করা হয়েছে অতিরিক্ত আইজিপি ও পিবিআই প্রধান মোস্তফা কামালকে। সাধারণ সম্পাদক হয়েছেন চিকিৎসক ও প্রাক্তন খেলোয়াড় এম কামরুজ্জামান। ফেন্সিং ফেডারেশনের সভাপতির দায়িত্ব পেয়েছেন এশিয়া গ্রুপের ব্যবস্থ্পানা পরিচালক বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম। আর সাধারণ সম্পাদক করা হয়েছে বসুনিয়া এম আশিকুল ইসলামকে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

দেশের বাজারে পানিরোধী স্মার্টফোন রিয়েলমি সি৭৫এক্স

প্রথম মা-বাবা হতে যাওয়া দম্পতির স্বাস্থ্যসেবা উন্নয়নের অভিজ্ঞতা বিনিময়

গিগাবাইটের জিফোর্স আরটিএক্স ৫০৬০ সিরিজ বাজারে

জিম্বাবুয়ে সিরিজ দেখাবে বিটিভি

হাঙ্গেরি ও ভারতের দাবাড়ুর সঙ্গে তাহসিনের ড্র

বিদ্রোহী ৮ ফুটবলারের সঙ্গে সহসাই চুক্তি বাফুফের

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন চার নারী ক্রীড়াবিদ

কাজাখস্তানকে উড়িয়ে দিলো বাংলাদেশ

নতুন কমিটি হলেও সুখবর নেই কুস্তিতে

ভালো লড়াইয়ের আভাস উইলিয়ামসের

ভেঙে ফেললেন ফুটবল ট্রফি

তারবিহীন উড়ন্ত রোবট তৈরি

চুরি ৭ জরিমানা ৭০ হাজার ডলার

বেনাপোল বন্দর দিয়ে পাঁচ মাসে ২১ হাজার ৩৬০ টন চাল আমদানি

হবিগঞ্জে ট্রাক পিকআপ সংঘর্ষে নারীসহ নিহত ৪

মধ্যরাতে কুষ্টিয়ায় বিএনপি নেতার বাড়িতে গুলি

সুবিধাবঞ্চিত শিশুদের সাথে মধ্যাহ্নভোজে দুই উপদেষ্টা

বর্বর ইসরাইলীদের সকল পণ্য বিক্রি ও কেনা বন্ধ করুন : চট্টগ্রামে মাওলানা নূরী

এ বছর হজের খরচ অনেকাংশে কমিয়েছি : হবিগঞ্জে ধর্ম উপদেষ্টা

ফরিদপুরে প্রেমের ফাঁদে ভুয়া মেজর আটক!