শিলংয়েই বাংলাদেশ-ভারত ম্যাচ
০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

এশিয়ান কাপ বাছাইয়ে আগামী ২৫ মার্চ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ পুরুষ জাতীয় দল। ওই ম্যাচের জন্য ভেন্যুও নির্ধারিত হয়েছে। ভারতের শিলংস্থ জওহরলাল নেহেরু স্টেডিয়ামে হবে বাংলাদেশÑভারত ম্যাচটি। এই ম্যাচের আগে অবশ্য সউদী আরবে ক্যাম্প করবে বাংলাদেশ দল। এছাড়া এ ম্যাচেই প্রথমবার দেশের লাল-সবুজ জার্সি গায়ে জড়াবেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব শেফিল্ড ইউনাইটেডের বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। ঢাকায় আসলে হামজাকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। গতকাল এ তথ্য জানান বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম। তিনি আরও জানান, হামজা নিজেও চান আগে ঢাকায় এসে সউদী আরবে দলের সঙ্গে যোগ দিতে। কাল বিকালে মতিঝিলের বাফুফে ভবনে এসে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফাহাদ করিম বলেন,‘দেখুন হামজা চৌধুরী মাত্রই তার নতুন ক্লাবে (শেফিল্ড ইউনাইটেড) যোগ দিয়েছে। তাকে দেশের আনার জন্য আমরা তার আগের ক্লাবের (লেস্টার সিটি) সঙ্গে যোগাযোগ করেছিলাম। এখন যেহেতু নতুন ক্লাবে সে গেছে তো সেই ক্লাবের সঙ্গেও আমরা যোগাযোগ শুরু করেছি। হামজাকে ঢাকায় আনার ব্যাপারে কথা বলছি, এখনও চূড়ান্ত কিছু হয়নি। তবে আমরা যদি ন্যূনতম উইন্ডো (ফিফা) পাই তবে তার জন্য ঢাকায় একটা সংবর্ধনার ব্যবস্থা করবো। আর সেও চায় ঢাকায় আগে এসে এরপর সউদীতে ক্যাম্পে যাবে। সবকিছু আসলে নির্ভর করছে আমরা কতটুকু সময় পাই তার উপর।’
ভারতের বিপক্ষে ম্যাচের ভেন্যু নিয়ে ফাহাদ করিম বলেন, ‘ম্যাচের ভেন্যু অফিসিয়ালি ঠিক হয়েছে। ভারতের শিলংয়েই হচ্ছে ম্যাচটি। ওদের স্টেট ফুটবল ফেডারেশনের সঙ্গে অ্যাকোমোডেশনে কথা বার্তা হচ্ছে, অনুশীলনের মাঠ নিয়ে কথা হচ্ছে। আমাদের সভাপতি (তাবিথ আওয়াল) জানিয়েছেন, তাদের সঙ্গে এভাবে কথা বলতে যেন ম্যাচের ৫/৬ দিন আগে দল সেখানে যেতে পারে। প্রস্তুতির জন্য, সেখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার যেন সময়টা পায়। তো সেটা নিয়েই ওদের সঙ্গে কথা হচ্ছে আমাদের।’
ওই ম্যাচের জন্য বাফুফের পরিকল্পনার মধ্যে আছে বিমানে যাওয়ার বিষয়টি। সঠিক সময়ে টিকিট পাওযা নিয়ে ইতোমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রাখছে বাফুফে। ফাহাদ করিম আরও বলেন,‘আপনারা জানেন সউদী আরবের সঙ্গেও আমাদের কথা বার্তা ফাইনাল হয়ে গিয়েছে। অনুশীলন ক্যাম্পের জন্য কোচের চাওয়া মতো এটা আমরা বেছে নিয়েছি। ফেব্রুয়ারির শেষে কিংবা মার্চের প্রথম দিকে জাতীয় দলের সউদী যাওয়ার প্রস্তুতি চলছে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

রাউজানে যুবদল কর্মীকে পিটিয়ে হত্যা

দৌলতখানে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

এমবাপ্পের জোড়া গোলে শীর্ষে রিয়াল

যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডব, নিহত ১০

সিরিয়ার লাতাকিয়ায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩

ট্রাম্পের নির্বাহী আদেশে ৭টি সরকারি সংস্থা বিলুপ্তির পথে

দুইবার লিড নিলেও আত্মঘাতী গোলে ম্যানসিটির ড্রয়ের হতাশা

ব্যাংককে নির্মাণাধীন এক্সপ্রেসওয়ে ধসে নিহত ৫

কুরস্ক মুক্ত করছে রাশিয়া

সংসদে যান সেখানেই হবে মূল সংস্কার : নাহিদকে ফারুক

ইতিমধ্যে বাজারে ছেড়েছে ৪০ লাখ টাকা

ইউরোপে অবৈধ অভিবাসী প্রবেশ কমেছে ২৫ ভাগ

আইন শৃঙ্খলার উন্নতিতে আরো কঠোর হতে হবে খেলাফত মজলিস

আড়াইহাজারে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ

ছাত্রদল নেতার উদ্যোগে ঢাবিতে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা

ধর্মীয় ও নৈতিক শিক্ষাই সমাজকে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে পারে

গণমিছিল স্থগিত করেছে বামপন্থী সংগঠনগুলো

‘রমজান আসে কুপ্রবৃত্তিকে দমন করে মানুষকে পরিশীলিত করতে’

বন্দরে গার্মেন্টসে ডাকাতির ঘটনায় বিএনপি নেতার গাড়ি চালক গ্রেফতার

পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু