পোলভল্টে ১৯, রিলেতে ৩২ বছরের রেকর্ড ভঙ্গ!
২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৫ এএম | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৫ এএম

জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতার শেষ দিনে গতকাল জোড়া রেকর্ড হয়েছে। এদিন ঢাকা জাতীয় স্টেডিয়ামে পোলভল্ট ইভেন্টে তৃতীয় চেষ্টায় প্রথম স্বর্ণপদকেই রেকর্ড গড়েন বাংলাদেশ সেনাবাহিনীর সৌরভ মিয়া। তিনি পোলে লাফিয়ে উচ্চতা অতিক্রম করেন ৪ দশমিক ৫০ মিটার। ১৯ বছর আগে এই ইভেন্টে রেকর্ড গড়েছিলেন বাংলাদেশ নৌবাহিনীর হুমায়ুন কবির। তিনি ২০০৬ সালে জাতীয় অ্যাথলেটিক্সে ৪ দশমিক ৩৫ মিটার লাফিয়ে রেকর্ডবুকে জায়গা পেয়েছিলেন।
কাল আরও একটি রেকর্ড গড়েন বাংলাদেশ নৌবাহিনীর সাবিয়া আল সোহা, নাথিরা খাতুন, নুসরাত জাহান রুনা ও শিরিন আক্তার। এই চার মিলে ৪ গুনিতক ৪০০ মিটার রিলের দলীয় ইভেন্টে স্বর্ণপদকসহ রেকর্ড গড়েন। রিলেতে অংশ নেয়ার আগে অবশ্য ২০০ মিটার স্প্রিন্টে দৌড়ে অসুস্থ হয়ে পড়েছিলেন আগের দিন ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণজয়ী শিরিন। বিশ্রাম নিয়ে ফিরেই তিনি আবার জেতেন দলীয় ইভেন্টে সোনা। ১৬ বার দ্রুততম মানবীর খেতাব জেতা শিরিন ২০০ মিটারেও এ নিয়ে ১৪বার স্বর্ণপদক জিতলেন। ৪ গুনিতক ৪০০ মিটার রিলেতে এদিন শিরিনরা সময় নেন ৩: ৫১.৬২ সেকেন্ড। এই ইভেন্টে পুরনো রেকর্ডটি ছিল ৩২ বছর আগের। ১৯৯৩ সালে নাছিমা, সুবনা, মনিয়া ও সুমিতা মিলে ৩:৫৫.৫৫ সেকেন্ড সময়ে রেকর্ড গড়েছিলেন।
প্রতিযোগিতার শেষ দিনে রিলেতে নৌবাহিনী স্বর্ণ জেতার মাধ্যমে পদক তালিকায় ছাড়িয়ে যায় বাংলাদেশ সেনাবাহিনীকে। নৌবাহিনী ২১ স্বর্ণ, ১৭ রৌপ্য ও ১২ টি ব্রোঞ্জ সহ মোট ৫০টি পদক জিতে সেরা হয়। সেনাবাহিনী ১৯টি করে সোনা, রূপা ও ব্রোঞ্জ সহ ৫৭টি পদক জিতে হয় রানার্সআপ।
এদিকে প্রথমবারের মতো স্বর্ণপদক জিতে বেশ খুশি সৌরভ। সেই সঙ্গে আক্ষেপও আছে তার। পোলভল্টে মানুষের আগ্রহ কম, অ্যাথলেটিক্স ফেডারেশন থেকেও নেই তেমন একটা সহায়তা, তারপরও প্রথমবারের মতো স্বর্ণপদকের সঙ্গে রেকর্ড হওয়ায় উচ্ছ্বসিত সৌরভ। যদিও দেশের বাইরে গত বছর মালয়েশিয়াতে অনুষ্ঠেয় ওপেন অ্যাথলেটিক্সে ব্রোঞ্জপদক জিতেছিলেন তিনি। তবে সেবার জাম্প করেছিরেন ৪ দশমিক ৩৭ মিটার। যা দেশের অ্যাথলেটদের হিসেবে রেকর্ড। যদিও তা গননায় রাখেনি বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন। তিনবারের চেষ্টায় এবারই প্রথম সোনা জেতা সৌরভ সাফল্য পেয়ে বলেন, ‘এই ইভেন্টটা মনে প্রাণে আমার জড়িয়ে গেছে। নিজ থেকে অনেক কষ্ট করেছি। তো আমাদের দেশে অ্যাথলেটদের জন্য ওইরকম ফেসিলিটিস নাই, বিশেষকরে পোলভল্টে তো ওরকম ভাবে দেখা হয় না। অন্য ইভেন্ট নিয়ে মানুষের আগ্রহ থাকে।’ তিনি যোগ করেন, ‘আমার মনে হয় পোলভল্টের জন্য যদি আমাদের দেশের বাইরে পাঠানো হয় তাহলে ভালো হয়। কারণ আমাদের এখানে পোলের স্বল্পতা থাকে, এটা একটা ব্যয়বহুল খেলা।
আগের দিন পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে দ্বিতীয় হলেও কাল জাতীয় প্রতিযোগিতার শেষ দিনে পুরুষদের ২০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ পদক জেতেন নৌবাহিনীর রাকিবুল হাসান। তিনি সময় নেন ২১ দশমিক ৩৯ সেকেন্ড। এই ইভেন্টে রৌপ্য ও ব্রোঞ্জপদক জেতেন যথাক্রমে নৌবাহিনীর জহির রায়হান ও সেনাবাহিনীর জুবাইল ইসলাম।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের যানবাহনের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ কানাডার

আল্লামা আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুরের ইন্তেকাল, রাত ১০টায় জানাযা

ট্রাম্পের নতুন শুল্ক ব্যবস্থায় জনমানবহীন পেঙ্গুইন-পাখির দ্বীপও অন্তর্ভুক্ত

শেরপুরে লেবু চাষে ভাগ্য খুলেছে জুলহাস উদ্দিনের

বিলুপ্তির পথে শেরপুরের তেঁতুল গাছ, মুখরোচক আচারের প্রধান উপকরণ তেঁতুল!

মাদারীপুরে কৃষকের হাত কেটে নিল সন্ত্রাসীরা

মিয়ানমারে ভূমিকম্পের পরপরই আন্তর্জাতিক সম্মেলনে জান্তা প্রধানের সফর

মাদারীপুরে ভোররাতে আগুনে পুড়লো ১৯ দোকান, ক্ষতি কয়েক কোটি টাকা

চালের চেয়েও ছোট পেসমেকার উদ্ভাবন, চিকিৎসায় নতুন সম্ভাবনা

কিভাবে বাংলাদেশকে বদলে দিলেন ড. ইউনূস? তার সাফল্য কি!

বকশীগঞ্জে ৬ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

কুয়াকাটা সৈকত দখল করে নির্মাণ হচ্ছে ঝুঁকিপূর্ণ মার্কেট, পাশেই থাকে হাজারো পর্যটকের অবস্থান

ফোর্বসের ধনী তালিকায় রেকর্ডসংখ্যক সউদী বিলিয়নিয়ার

ইউক্রেন যুদ্ধে নিহত ময়মনসিংহের ইয়াসিন

গাজায় ইসরায়েলি অপরাধের তদন্তের দাবি ফিলিস্তিন রেড ক্রিসেন্টের

ব্যাঙ্ককে ড. মুহাম্মদ ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক অনুষ্ঠিত

সৈয়দপুরে রংধনু ও পাতাকুঁড়ি পার্কে দর্শনার্থীদের ভিড় বাড়ছে

মাস্কের পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিল হোয়াইট হাউস

প্রয়োজনীয় সংস্কার শেষে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করবো: ড. ইউনূস

দেশ ও জাতির জন্য তানিফার অবদানের কথা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: সেলিম উদ্দিন