চপলকে নিয়ে এ কেমন নাটক এনএসসির?
৩০ মার্চ ২০২৫, ০২:৩২ এএম | আপডেট: ৩০ মার্চ ২০২৫, ০২:৩২ এএম

বাংলাদেশে আরচ্যারি খেলার জনক বলা চলে কাজী রাজীব উদ্দিন আহমেদ চপলকে। যার হাত ধরে লাল-সবুজের আরচ্যারি আন্তর্জাতিক আসর থেকে একাধিক সাফল্য তুলে এনেছে। চপলের সাংগঠনিক দক্ষতার ফল হিসেবে সবশেষ ২০১৯ নেপাল সাউথ এশিয়ান (এসএ) গেমস থেকে ১০টি স্বর্ণপদক জিতে রেকর্ড গড়েছিল বাংলাদেশের আরচ্যারি। সেই চপলকে নিয়েই অভিনব এক নাটক মঞ্চস্থ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)! যেখানে কুশীলবের ভূমিকায় ছিলেন সার্চ কমিটির আহবায়ক জোবায়েদুর রহমান রানা। যার পদত্যাগের হুমকিতেই বৃহস্পতিবার বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণার পরের দিনই সাধারণ সম্পাদক পদে বদল এসেছে। যা নিয়ে ক্রীড়াঙ্গনে হাস্যরসের সৃষ্টি হয়েছে।
গত বৃহস্পতিবার কাজী রাজীব উদ্দিন আহমেদ চপলকে সাধারণ সম্পাদক করে আরচ্যারি ফেডারেশনের ১৯ সদস্যের অ্যাডহক কমিটি ঘোষণা করে এনএসসি। কিন্তু সার্চ কমিটির আহবায়কের পদত্যাগের হুমকিতে কয়েক ঘণ্টার মধ্যে সেই পদে সংশোধন এনে শুক্রবার সরকারী ছুটির দিন নতুন প্রজ্ঞাপন জারি করে ক্রীড়াঙ্গনের অভিবাবক এই সংস্থাটি। শুধু সাধারণ সম্পাদকই নয়, সদস্য পদেও (ছাত্র প্রতিনিধি) একটি পরিবর্তন আনা হয়েছে নতুন প্রজ্ঞাপনে। সাধারণ সম্পাদকের পদ থেকে কাজী রাজীব উদ্দিন চপলকে সরিয়ে করা হয়েছে এক নম্বর সদস্য। আগে ঘোষিত কমিটিতে এক নম্বর সদস্য হিসেবে থাকা তানভীর আহমেদকে করা হয়েছে সাধারণ সম্পাদক। এই পদটির নাম সাধারণ সম্পাদক হলেও তানভীর আহমেদের বেলায় উল্লেখ করা হয়েছে ‘সম্পাদক’। সার্চ কমিটির ভাষ্য অনুযায়ী দুই মেয়াদে কেউ কোনো ফেডারেশনে থাকবেন না, এমন নিয়মেই চপলকে তারা বাদ দিয়েছিলেন। কিন্তু এনএসসি সাধারণ সম্পাদক পদে চপলকে রেখেই বৃহস্পতিবার কমিটি ঘোষণা করেছিল। যার ফলে পদত্যাগ করার হুমকি দিয়েছিলে সার্চ কমিটির প্রধান জোবায়েদুর রহমান রানা। পরে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আশ্বাসের ভিত্তিতে পরিস্থিতি শান্ত হয় এবং চপলকে সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে নতুন নাটক মঞ্চস্থ করে এনএসসি। আরচ্যারি ফেডারেশনের বৃহস্পতিবার ঘোষিত কমিটিতে ছাত্র প্রতিনিধি হিসেবে ৮ নম্বর সদস্য করা হয়েছিল মো. মাজহারুল ইসলামকে। নতুন কমিটিতে তাকে বাদ দিয়ে সেখানে নেওয়া হয়েছে সৈয়দ তানভীর রায়হান নামের একজনকে। যার পরিচয় দেওয়া হয়েছে ব্যবসায়ী ও সাবেক খেলোয়াড়। এই প্রজ্ঞাপন জারির পর ক্রীড়া সংশ্লিষ্টদের বক্তব্য,‘ক্রীড়াঙ্গন সংস্কার করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেছে এনএসসি। যা রীতিমতো হাসির খোরাকে পরিণত হয়েছে।’ এর আগে এনএসসি তাদের ঘোষিত বাংলাদেশ কাবাডি ফেডারেশনের অ্যাডহক কমিটিকে কয়েকদিন পর ‘বিতর্কিত কমিটি’ হিসেবে উল্লেখ করে আরেক বিতর্কের জন্ম দিয়েছিল। তারও আগে এক প্রজ্ঞাপনে দেশের সব ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সভাপতিকে অপসারণ করা হয়েছিল। যদিও এভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি অপসারণের সুযোগ নেই। সমালোচনা শুরু হলে তাৎক্ষণিক সেই প্রজ্ঞাপন বাতিল করে বাফুফে ও বিসিবি বাদে ৪২টি ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সভাপদি অপসারণ করা হয়। নতুন সভাপতি ঠিক না করে ঢালাওভাবে ফেডারেশন ও অ্যাসোসিয়েশনগুলোকে সভাপতি শূন্য করে বিতর্কের মধ্যে পড়ে এনএসসি। পরবর্তীতে ফেডারেশন ও অ্যাসোসিয়শনে নতুন কমিটি গঠনের প্রস্তাবনা দিতে সভাপতি সংকটে পড়তে হয় ক্রীড়াঙ্গন সংস্কারের জন্য গঠিত সার্চ কমিটিকে। যে কারণে সার্চ কমিটি ৭ মাসে মাত্র ২৬ ফেডারেশনের নতুন কমিটি গঠনের সুপারিশ করতে পেরেছে। বেশিরভাগ প্রস্তাবনাই জমা দিয়েছে বলে সার্চ কমিটির দাবি। আর এনএসসির দাবি তারা প্রস্তাবনা পেলেই পাঠিয়ে দিচ্ছে মন্ত্রণালয়ে। সেখান থেকে অনুমোদন হলেই জারি করছে প্রজ্ঞাপন। তাহলে সংস্কারের ছন্দপতন কেন? কার ইশারায় হচ্ছে ছন্দপতন? এটা এখন বড় প্রশ্ন।
সার্চ কমিটির বয়স ৬ মাস অতিক্রম হওয়ার পর যখন সবাই সাঁতার ফেডারেশনের নতুন কমিটি হচ্ছে না কেন? এমন প্রশ্ন তুলছিলেন ঠিক তখন ২৬ জানুয়ারি এক প্রজ্ঞাপনে এনএসসি জানিয়েছিল, ‘বাংলাদেশ সুইমিং ফেডারেশনের বিদ্যমান কমিটির মাধ্যমেই দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করার অনুমতি দেওয়া হলো।’ কিন্তু দুই দিন পরই নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করে তারা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের শাসনভারর গ্রহণের ২১ দিন পর ২৯ আগস্ট ক্রীড়াঙ্গন সংস্কারের জন্য পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন করেছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। কমিটি গঠনের পর থেকেই ব্যাপক সমালোচনা হয় ক্রীড়াঙ্গনে। বিশেষ করে বাংলাদেশ ও আমেরিকার দ্বৈত নাগরিককে (জোবায়েদুর রহমান রানা) সার্চ কমিটির আহবায়ক করায় সমালোচনা তীব্র হয়। বর্তমান সরকারের প্রধান এজেন্ডা সংস্কার। দেশের অন্যান্য ক্ষেত্রে সংস্কার কার্যক্রম প্রত্যাশানুযায়ী এগিয়ে চললেও ব্যতিক্রম শুধু ক্রীড়াঙ্গন। সার্চ কমিটির ধীরে চলো নীতির কারণেই সংস্কার গতিহীন বলে মনে করেন ক্রীড়াবোদ্ধারা। সার্চ কমিটির কার্যক্রমে খুশি নয় এনএসসিও। ৫৫টি ক্রীড়া ফেডারেশনের মধ্যে বাফুফে ও বিসিবি বাদে বাকিগুলোর নতুন কমিটির প্রস্তাবনা দেওয়ার কথা সার্চ কমিটির। ৭ মাস অতিক্রম হলেও তাদের সুপারিশে অর্ধেক কমিটিও গঠন করতে পারেনি এনএসসি। যে কারণে, ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের অনুকূলে অর্থ বরাদ্দ দিতে গিয়ে সমস্যায় পড়েছে দেশের ক্রীড়ার অভিভাবক প্রতিষ্ঠানটি।
এদিকে শুক্রবার উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে দুলাল হোসেনকে সরিয়ে দিলদার হাসান দিলুকে এবং বক্সিং ফেডারেশনে মাজহারুল ইসলামকে তুহিনকে বাদ দিয়ে সাধারণ সম্পাদক করা হয়েছে এসএ কুদ্দুস খানকে। এ নিয়ে ২৬টি ক্রীড়া ফেডারেশনে নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করলো এনএসসি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

ঈদ মিছিলে মূর্তি ঈদের মূল স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক: হেফাজত

ফার্নান্দেসের রিয়ালে যাওয়ার ব্যাপারে যা বললেন তার কোচ

রোনালদোকে ছাড়িয়ে যেতে পারেন এমবাপে: আনচেলত্তি

উইন্ডিজের নেতৃত্ব ছাড়লেন ব্র্যাথওয়েট

ঈদের আনন্দ ৫ আগস্ট শুরু হয়েছে : শিবির সভাপতি

আমাকে যুদ্ধাপরাধের মামলায় ফাঁসানোর ভয় দেখানো হয়েছিল: জামায়াত আমির

বাকিটা জীবন বুড়িচং-ব্রাহ্মণপাড়াবাসীর পাশে থাকতে চাই : ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন

পশ্চিমবঙ্গ-গুজরাটে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ২১

আমাদের চেতনার প্রাণপুরুষ আল্লামা ফুলতলী (র.)

লক্ষ্মীপুরে অস্ত্রধারীদের গুলিতে শিশু গুলিবিদ্ধ

রামুতে গুলিতে নিহতের ঘটনায় ২ টি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার আটক ২

সিলেটে ৬ তলা ভবন থেকে লাফ দিয়ে এক গৃহবধুর আত্মহত্যা
ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে মোরেলগঞ্জের পথে প্রান্তরে বিএনপি নেতা কাজী শিপন

ঈদে কক্সবাজার সমুদ্র সৈকত পর্যটকে মুখরিত

কুমিল্লায় বিদ্যুতের খুঁটিতে ধাক্কা বাসের, নিহত ৩

দাউদকান্দিতে এক যুবকের লাশ উদ্ধার

ঈদের পাঞ্জাবি নিয়ে বিপাকে বাবর, ডিজাইনারকে ছাঁটাই করতে বললেন ভক্তরা

লন্ডনে ঈদের জামাতে প্রকাশ্যে হাছান মাহমুদ

সুপ্রিম কোর্টে মুখ পুড়ল যোগী আদিত্যনাথের

মির্জাপুরে প্রশাসনের হস্তক্ষেপে বিরোধপূর্ণ দুই ঈদগাহসহ আড়াই শতাধিক মাঠে উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত