হঠাৎ বাফুফেতে সালাউদ্দিন
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টানা চারবারের সভাপতি কাজী মো. সালাউদ্দিন। পঞ্চমবার এই পদে আর নির্বাচন করেননি তিনি। গত ২৬ অক্টোবরের নির্বাচনের পর প্রায় আড়াই মাস মতিঝিলের বাফুফে ভবনে আসেননি সালাউদ্দিন। তবে হঠাৎ গতকাল দুপুরে বাফুফে ভবনে হাজির দেশের কিংবদন্তি এই ফুটবলার। বাফুফে ভবনে এসে প্রায় ঘণ্টা তিনেক সময় সেখানে ছিলেন সালাউদ্দিন। হোম অব ফুটবলে তার হঠাৎ আগমনের কারণ নিয়ে গণমাধ্যমের...