ফিদে মাস্টার হলেন মনন
দেশের প্রতিভাবান দাবাড়– মনন রেজা নীড় ক্যান্ডিডেট মাস্টার থেকে ফিদে মাস্টার হয়েছেন। শুক্রবার ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবার পঞ্চম রাউন্ডে সুব্রত বিশ্বাসকে হারিয়ে এই খেতাব অর্জন করেছেন তিনি। খেলার আগে ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড়ের রেটিং ছিল ২২৬৯। ফিদে মাস্টার হওয়ার জন্য নারায়ণগঞ্জের ফিলোসফিয়া স্কুলের অষ্টম শ্রেণীতে পড়–য়া মননের প্রয়োজন ছিল ২৩০০ রেটিংয়ের। সুব্রতকে হারিয়ে নিজের রেটিং ২৩০৩- তে উন্নীত করেন...