ভারতের মহিতোষকে হারালেন ফাহাদ
নরওয়ের অসলো শহরে চলমান ফাজারনেস আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় ফের জিতেছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মো. ফাহাদ রহমান। গতপরশু তৃতীয় রাউন্ডের খেলায় ফাহাদ রহমান ভারতের ফিদে মাস্টার মহিতোষ দেকে হারান। এই জয়ে তিন খেলায় ২ পয়েন্ট পেয়েছেন ফাহাদ। পরের রাউন্ডে সুইডেনের আন্তর্জাতিক মাস্টার জুং মিন সিও-র সঙ্গে খেলবেন তিনি।