বঙ্গবন্ধু কাপ কাবাডির শেষ চারে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড
বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের সেমিফাইনালের লাইনআপ চূড়ান্ত হয়েছে। শেষ চারে ‘এ’ গ্রুপ চাম্পিয়ন স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ হয়েছে ‘বি’ গ্রুপ রানার্সআপ থাইল্যান্ড। অন্যদিকে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন চাইনিজ তাইপে মুখোমুখি হবে ‘এ’ গ্রুপ রানার্সআপ ইরাক।
সোমবার টুর্নামেন্টের দু’টি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। পল্টনস্থ শহীদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে বাংলাদেশ-থাইল্যান্ড প্রথম সেমিফাইনাল শুরু হবে বিকাল ৪টায়। একই ভেন্যুতে বিকাল ৫টায় দ্বিতীয় সেমিতে...