নারী হ্যান্ডবল লিগ শুরু
কিউট হ্যান্ডবল লিগের খেলা শুরু হয়েছে। গতকাল ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী দিনের খেলায় আরএন স্পোর্টস হোম ৪১-২১ গোলে মাদারীপুর হ্যান্ডবল ট্রেনিং সেন্টারকে বেং ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব ২৬-৪ গোলে গফুর বেলুচ স্মৃতি সংসদকে হারায়। তবে ভিকারুননিসা নুন স্পোর্টস ক্লাব ও দিলকুশা স্পোর্টিং ক্লাবের মধ্যকার খেলাটি ২০-২০ গোলে ড্র হয়। এর আগে লিগের উদ্বোধন রেন মৌসুমী ইন্ডাষ্ট্রিজ...