বাহরাইনে এশিয়ান টেনিসে বাংলাদেশ তৃতীয়
বাহরাইনে বিশ্ব জুনিয়র টেনিস অনূর্ধ্ব-১৪ টুর্নামেন্টের এশিয়া/ওশেনিয়া অঞ্চলের প্রাক বাছাই অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে শনিবার সিরিয়াকে হারিয়ে তৃতীয় স্থান পেয়েছে বাংলাদেশ দল। আর শেষ চারে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে উঠা হংকং হয়েছে চ্যাম্পিয়ন। বয়সভিত্তিক টেনিসে এশিয়ান পর্যায়ে এটাই বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য। অনেক খেলায় তৃতীয় স্থান অর্জনকারী দলকে ট্রফি ও পদক দেয়া হয়। বাংলাদেশ দলের খেলোয়াড়রা সনদপত্র ছাড়া অবশ্য কিছু পাননি। প্রাক বাছাই...