বাংলাদেশের সুর কৃষ্ণের থাইল্যান্ড জয়
লম্বা সময় পর রিংয়ে ফিরেই আগ্রাসন দেখালেন সুর কৃষ্ণ চাকমা। থাইল্যান্ডের বক্সার চানাকিয়াদ চুয়াফায়েতকে বাংলাদেশের বক্সার ধরাশায়ী করলেন তৃতীয় রাউন্ডেই। থাইল্যান্ডের ব্যাংককে হওয়া লাইট ওয়েট ইভেন্টে, ৬১ কেজি ওজন শ্রেণিতে তৃতীয় রাউন্ডে স্বাগতিক দেশের চুয়াফায়েতকে হারান সুর কৃষ্ণ।৯ মাস পর রিংয়ে ফিরে এই লড়াই সামনে রেখে থাইল্যান্ডে গিয়ে রাশিয়ান কোচের কোচিংয়ে তিন সপ্তাহ অনুশীলন করেছিলেন সুর কৃষ্ণ। শুরুর দুই রাউন্ডে...