জোন্সের ব্যাটে যত রেকর্ড
মার্কিন মুলুকে ক্রিকেট ছড়িয়ে দিতেই বিশ্বকাপের আয়োজন। নবম আসরে সাড়া ফেলে দেওয়ার মতোই শুরু করেছে স্বাগতিকরা। ১৯৫ রানের লক্ষ্য পেরিয়ে গেছে ১৪ বল হাতে রেখেই। অ্যারন জোন্সের ৪০ বলে অপরাজিত ৯৬ রানের ইনিংসে ভর করে কানাডার বিপক্ষে তারা পেয়েছে ৭ উইকেটের জয়। সে জয়ের পথে যেসব রেকর্ড হয়েছে, তা দেখে নেওয়া যাক এক নজরে-১০ কানাডার বিপক্ষে অ্যারন জোন্স হাঁকিয়েছেন ১০...