বেনজেমাকে সউদী প্রো লিগের লোভনীয় প্রস্তাব
নিজেদের প্রো লিগকে আকর্ষণীয় করতে উঠেপড়ে লেগেছে সাউদী আরব। এই বছরের জানুয়ারির দল বদলে প্রো লিগ ক্লাব আল নাসের নিজেদের ডেড়ায় ভিড়িয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোকে। গণমাধ্যমে গুঞ্জণ আছে আল হিলালেরে বিশাল অঙ্কের প্রস্তাবে হ্যাঁ বলেছেন লিওনেল মেসির এজেন্ট ও বাবা হোর্হে মেসি। তার সাবেক সতীর্থ সার্জিও বুসকেটসও যোগ দেওয়ার খুব কাছাকাছি আছেন। সে ধারায় এবার সবশেষে ব্যালন ডি-অর জয়ী করিম বেনজেমাও...