লিগ খেলতে আমাদের গরিব দেশে যাওয়ার দরকার নেই: শেবাগ
বিশ্বায়নের এই যুগে ক্রিকেটকে আরও বৈশ্বিক করে তুলেছে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো। তবে বিভিন্ন দেশের ক্রিকেটার বিভিন্ন দেশের এই লিগগুলোতে অংশ নিলেও ভারতীয় ক্রিকেটাররা নেন না। এর কারণ জানাতে গিয়ে ‘অদ্ভুত’ উত্তর দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগ।
অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট এক অনুষ্ঠানে শেবাগের কাছে জানতে চান, ভারতীয় ক্রিকেটাররা কেনো অন্য দেশের লিগের খেলেন না। জবাবে শেবাগ বলেন, ‘আমাদের সেটার দরকার...