নবির বলেই ফিরলেন শান্ত
মোহাম্মদ নবির বল স্বস্তিতে খেলতে পারছিলেন না। শেষ পর্যন্ত সেই নবির বলেই শর্ট ফাইন লেগে ক্যাচ দিয়ে ফিরলেন শান্ত।
তিনবারের চেষ্টায় ক্যাচ নেন আফগান অধিনায়ক শহিদি। ৬৮ বলে ৪৭ রান করে ফিরলেন শান্ত। তার বিদায়ে ভাঙে তৃতীয় উইকেটে ৮৩ বলে ৫৫ রানের জুটি।
এর আগে দ্বিতীয় উইকেটে সৌম্যের সাথে ৫৩ জুটিতে ছিলেন শান্ত।
ক্রিজে মিরাজের (২৮*) নতুন সঙ্গী তাওহিদ হৃদয়।
সবশেষ: বাংলাদেশ ২৭.৩ ওভার...