ইবিতে ভর্তি পদ্ধতির ডিজিটালাইজেশন চাই
০৪ এপ্রিল ২০২৩, ০৮:৪৯ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:৪৫ এএম
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রতিষ্ঠার ৪৩ বছর অতিক্রম করলেও সেই তুলনায় বিভিন্ন ক্ষেত্রেই আশানুরূপ অগ্রগতি সাধন হয়নি! ভর্তি পদ্ধতিতে এখনো ডিজিটাল হতে পারেনি ইবি! একজন নবীন শিক্ষার্থী যখন ইবিতে ভর্তি হতে আসে, তার কাছে ভর্তির এ জটিল প্রক্রিয়া সম্পন্ন করতে অনেক বেগ পেতে হয়। এখানে ভর্তি হতে একজন শিক্ষার্থীকে হল, ডিপার্টমেন্টসহ বিভিন্ন খাতে ভিন্ন ভিন্ন রশিদে টাকা জমা দিতে হয়। আলাদা আলাদা জায়গা থেকে রশিদগুলো সংগ্রহ করে একজন নবীন শিক্ষার্থীর জন্য হল, ডিপার্টমেন্ট, ডিন অফিসে বারবার দৌড়ঝাপ এবং সেখান থেকে রশিদ সংগ্রহ করা সত্যিকার অর্থেই অত্যন্ত কষ্টকর ও সময়সাপেক্ষ বিষয়। আবার ব্যাংকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টাকা জমা দেওয়াও আরেক সমস্যা। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এক রশিদে ভর্তির সকল খাতে টাকা জমা নেয় তাহলে নবীন শিক্ষার্থীদের এত ভোগান্তিতে পড়তে হয় না। আবার আধুনিক যুগে ব্যাংকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টাকা জমা দেওয়ার মতো এনালগ প্রক্রিয়া বাদ দিয়ে অনলাইনে ডিজিটাল প্রক্রিয়া চালু করলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যেমন ভোগান্তি কমবে, তেমনিভাবে অধ্যয়নরত প্রায় ১৬ হাজার শিক্ষার্থীর ফি জমা প্রদানের জন্য দীর্ঘ লাইনে না দাঁড়িয়ে ক্লাসরুমে এমনকি বাসায় বসেও ফি সংক্রান্ত সকল কার্যক্রম সম্পন্ন করতে সক্ষম হবে। এতে একদিকে যেমন কমবে ভোগান্তি, তেমনি অন্যদিকে শিক্ষার্থীদের বাঁচবে মূল্যবান সময়। এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
সাকিব হাসান
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়।
রাস্তা সংস্কার চাই
চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার প্রধান সড়কের সাথে সংযুক্ত পৌরসভা এবং ৭নং সরল ইউনিয়নাধীন জলদি থেকে খালাইচ্যার বাজার পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তার বেহাল দশা চলছে! পৌরসভা এবং ৭নং সরল ইউনিয়নের মানুষের যাতায়াতের প্রধান সড়কগুলোর মধ্যে এটি একটি। প্রতিদিন এই রাস্তা দিয়ে ৪-৫ হাজার মানুষ যাতায়ত করে। মাঝে মধ্যে খোঁড়াখুঁড়ি করলেও কাজ তেমন হয় না। বর্ষাকালে চরম দুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীকে। কারণ, সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। রাস্তার নাজুক অবস্থার কারণে যানবাহন চলাচল করতে পারে না। এদিকে মুমূর্ষু রোগীদের জন্য এই রাস্তা যেনো মরণফাঁদে পরিণত হয়েছে। তাছাড়া যানবাহন চলাচলের সমস্যার কারণে প্রতিনিয়ত স্কুল-কলেজের শিক্ষার্থী, জনসাধারণ ও রোগীসহ সবাইকে গন্তব্য স্থলে পৌঁছাতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই দুর্ভোগ কমাতে রাস্তাটি দ্রুত সংস্কার করা উচিত। স্কুল-কলেজের শিক্ষার্থী, জনসাধারণ এবং রোগীদের অবস্থা বিবেচনা করে এই রাস্তা মেরামতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
রাশেদুল ইসলাম
শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
বিভাগ : আজকের পত্রিকা
মন্তব্য করুন
আরও পড়ুন
মাস্কের স্টারশিপ রকেট উৎক্ষেপণ দেখতে সশরীরে উপস্থিত হলেন ট্রাম্প
যশোরে যুবকের ঝুলন্ত লবশ উদ্ধার করেছে পুলিশ
যশোরে ঝটিকা মিছিল থেকে যুবলীগের ৩ কর্মী গ্রেফতার
ব্রাজিল হোঁচট খেল আবারও
ইসরাইল-হিজবুল্লাহের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি পর্যালোচনা করছে লেবানন
আ.লীগকে যারা পুনর্বাসনের উদ্যোগ নেবে তারা গণশত্রু, যা বললেন নেটিজেনরা
প্রশংসায় ভাসছে সারজিস
মেসির রেকর্ডের ম্যাচে আর্জেন্টিনার জয়
ইয়াং-নিকোলস লড়াইয়ের পর বৃষ্টির বাধা
শ্রীলঙ্কা সফরের জন্য অ-১৯ দল ঘোষণা
'বন্ধু' আমোরি চাইলে ইউনাইটেডে ফিরবেন রোনালদো
ইয়ামালের জন্য ২৫ লাখ ইউরো প্রস্তাবের খবর নাকচ পিএসজির
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক দুই মন্ত্রী, চার এমপিসহ ১০৬ জনের নামে মামলা
সিলেটে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলো ‘আশা'
মোহাম্মদ জহিরুল কবিরের শেরপুর জেলা ও দায়রা জজ হিসেবে যোগদান : জেলা পুলিশের শুভেচ্ছা
‘নবী মোহাম্মদকে সম্মানের জন্য কোনও ধর্ম বাধা নয়’, স্বরার গলায় ইসলামের জয়গান
২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হবে
এবার বখাটে চরিত্রে ছোট পর্দায় ফিরছেন অভিনেতা শামীম সরকার
দুর্নীতির অভিযোগে বিচারকাজ থেকে বিরত রাখা তিন বিচারপতির পদত্যাগ
আসামি ‘পুলিশ কর্মকর্তাদের’ গ্রেফতারে উদ্যোগ নেই