কিডনি প্রতিস্থাপনে নতুন সাফল্য : রোগীদের আস্থা সৃষ্টি করতে হবে

Daily Inqilab ইনকিলাব

০৪ এপ্রিল ২০২৩, ০৮:৫০ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৩:৫২ পিএম

দেশের ইউরো-নেফ্রোলজি সার্জনরা দীর্ঘদিন ধরে সাফল্যের সাথে দেশে হাজার হাজার রোগীর দেহে কিডনি প্রতিস্থাপন করলেও এবার প্রথমবারের মত মৃতদেহ থেকে সংগ্রহ করা কিডনি প্রতিস্থাপনে দেশীয় সার্জনরা অনন্য সাফল্যের নজির স্থাপন করেছে। আইনগত প্রতিবন্ধকতার কারণে এতদিন মৃত মানুষের দেহ থেকে কিডনি সংগ্রহের সুযোগ ছিল না। ২০১৮ সালে আইনের পরিবর্তনের মাধ্যমে মরনোত্তর কিডনি দান ও মৃতব্যক্তির নিকটাত্মীয়দের অনুমতি সাপেক্ষে কিডনি সংগ্রহ ও (ক্যাডেভারিক) প্রতিস্থাপনের সুযোগ সৃষ্টি হয়। গত ১৯ জানুয়ারি বিএসএমএমইউ হাসপাতালের চিকিৎসকদল প্রথমবারের মতো ২০ বছর বয়েসী কিডনিদাতা সারা ইসলামের মৃতদেহ থেকে সংগৃহিত কিডনি দুজন রোগীর দেহে প্রতিস্থাপন করে সাফল্য লাভ করেন। দেশে প্রথম ক্যাডেভারিক কিডনি প্রতিস্থাপনে সফল চিকিৎসকগণ এবং সংশ্লিষ্ট রোগীদের পরিবারের সদস্যরা বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. শরফুদ্দিন আহমদের নেতৃত্বে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। জটিল কিডনি রোগের সার্জারিসহ কিডনি প্রতিস্থাপনে বাংলাদেশী ডাক্তারদের অভিজ্ঞতা ও সাফল্যের কথা বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী এ ক্ষেত্রে আরো সাফল্য ও সম্ভাবনার কথাও তুলে ধরার পাশাপাশি জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে সরকারের অগ্রাধিকারের কথাও উল্লেখ করেন।

প্রাণঘাতী রোগের মধ্যে কিডনি রোগ অন্যতম। কয়েক বছর আগে এক জরিপে দেখানো হয়েছিল, দেশে প্রায় ২ কোটি লোক কিডনি জটিলতায় আক্রান্ত। বর্তমানে এ সংখ্যাটি যে বেড়েছে, তাতে সন্দেহ নেই। খাদ্যে ভেজাল, পানিদূষণ, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, অনিয়ন্ত্রিত ডায়াবেটিসসহ জীবনযাপনের নেতিবাচক পরিবর্তন কিডনি রোগীর সংখ্যা বৃদ্ধি করে চলেছে। পাশাপাশি মৃত্যুহারও বেড়ে চলেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো থেকে প্রাপ্ত সাম্প্রতিক এক রিপোর্টে জানা যায়, ২০১৯ সালে দেশে কিডনি রোগে মৃত্যুর সংখ্যা ছিল ১০ হাজার ৬২২ জন, ২০২০ সালে এ সংখ্যা প্রায় ৩ গুণ বেড়ে ২৮ হাজার হয়েছে। কিডনি ও ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগের চিকিৎসার জন্য স্বচ্ছল ও বিত্তবানরা বিদেশে পাড়ি জমান। প্রতি বছর হাজার হাজার রোগী বিদেশ যাওয়ায় দেশ থেকে বিপুল অংকের বৈদেশিক মুদ্রা চলে যায়। প্রায় ২ কোটি কিডনি রোগীর জন্য দেশে সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা নেই। এক রিপোর্টে জানা যায়, দেশে কিডনি ডায়ালাইসিস সেন্টারের সংখ্যা মাত্র ১২২টি। এসব সেন্টারের ৮০ ভাগই বেসরকারি হাসপাতাল ও ডায়াগনোস্টিক সেন্টারের অধীন। দেশের সব জেলা ও উপজেলা হাসপাতালে কিডনি রোগের চিকিৎসায় প্রয়োজনীয় ডাক্তার ও চিকিৎসাব্যবস্থা নিশ্চিত করা এখন জরুরি হয়ে পড়েছে। দরিদ্র মানুষের জন্য স্বল্পমূল্যে চিকিৎসা, ডায়ালাইসিস ও কিডনি প্রতিস্থাপনের ব্যবস্থা নিশ্চিত করতে পারলে কিডনি রোগের মৃত্যুর হার যথেষ্ট কমিয়ে আনা সম্ভব।

দেশের বিশেষায়িত হাসপাতালগুলোতে স্বাস্থ্য সেবার মান ও বিশেষজ্ঞ সার্জনদের অনেক সাফল্যের দৃষ্টান্ত থাকার সত্ত্বেও দেশ থেকে প্রতি বছর হাজার হাজার মানুষ চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন। এমনকি সাধারণ মানের চিকিৎসা সেবার জন্যও অনেকে ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, লন্ডন ও সিঙ্গাপুরে চলে যান। এতে প্রতিবছর হাজার হাজার কোটি টাকা বিদেশে চলে যাচ্ছে। এর অন্যতম কারণ, দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থাহীনতা। ‘আস্থা’ এমন একটি বিষয় যা জোর করে আদায় করা যায় না। এটি প্রমাণ দিয়ে অর্জন করতে হয়। দেশে এখন ভালো চিকিৎসা ব্যবস্থা থাকা সত্ত্বেও বিদেশে কেন রোগী চলে যাচ্ছে, এ বিষয়টি চিকিৎসকদের খুঁজে বের করতে হবে। কেন তারা দেশের চিকিৎসকদের প্রতি আস্থা রাখতে পারে না। আর কেন বিদেশি চিকিৎসকদের প্রতি আস্থা রাখে এবং তারা কি ব্যবস্থা নেয়, তা খতিয়ে দেখতে হবে। তাদের চিকিৎসা পদ্ধতি পর্যবেক্ষণ করে দেশে তা কিভাবে প্রতিস্থাপন করা যায়, সে ব্যপারে উদ্যোগী হতে হবে। তাহলে, রোগীদের বিদেশমুখী প্রবণতা কমে আসবে। এছাড়া সরকারি হাসপাতালে চিকিৎসা সেবার মান ও শয্যা বাড়ানোর পাশাপাশি দুর্নীতিমুক্ত পরিষেবা নিশ্চিত করার কার্যকর উদ্যোগ নিতে হবে। একদিকে সরকারি হাসপাতালে দুর্নীতি-অনিয়ম ও বিড়ম্বনা, অন্যদিকে বেসরকারি হাসপাতালগুলোতে নানাভাবে উচ্চহারে অর্থ আদায় এবং ব্যবসায়িক মনোবৃত্তির কারণে মানুষের আস্থাহীনতা রয়েছে। বলার অপেক্ষা রাখে না, দেশে অনেক বিশ্বমানের বিশেষজ্ঞ চিকিৎসক ও সার্জন রয়েছেন। সরকারি-বেসরকারী বিনিয়োগে দেশে কয়েকটি বিশ্বমানের হাসপাতালও গড়ে উঠেছে। এসব হাসপাতালের পরিষেবা ব্যয় ও সামগ্রিক ব্যবস্থাপনাকে জনগণের কাছে আস্থাশীল ও আকর্ষণীয় করে তুলতে পারলে চিকিৎসার জন্য বিদেশ গমন কমে আসার পাশাপাশি দেশে হেল্থ ট্যুরিজম আকর্ষণও বৃদ্ধি পাবে।


বিভাগ : আজকের পত্রিকা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

অতিরিক্ত মালবাহী গাড়িতে বেহাল দশা
কমলনগরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার
সড়ক সংস্কারের দাবিতে বরগুনাবাসীর মানববন্ধন
২৪ ঘণ্টার মধ্যেই ওসি বদল
শিশু শিহাব হত্যার বিচার দাবিতে মানববন্ধন
আরও

আরও পড়ুন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা: চালকসহ গ্রেপ্তার ২

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা: চালকসহ গ্রেপ্তার ২

গোপালগঞ্জ আড়াই শ’ বেডের আরএমও জেল -হাজতে

গোপালগঞ্জ আড়াই শ’ বেডের আরএমও জেল -হাজতে

বিপ্লবকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, প্রয়োজনে আবারও মাঠে নামতে হবে: ধর্ম উপদেষ্টা

বিপ্লবকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, প্রয়োজনে আবারও মাঠে নামতে হবে: ধর্ম উপদেষ্টা

সাংবাদিক আনিসুর রহমানের মৃত্যু

সাংবাদিক আনিসুর রহমানের মৃত্যু

নিউজিল্যান্ডের কাছে শ্রীলঙ্কার অবিশ্বাস্য পরাজয়

নিউজিল্যান্ডের কাছে শ্রীলঙ্কার অবিশ্বাস্য পরাজয়

রাশিয়ার উপর আজারবাইজানের বিমান ভূপাতিতের অভিযোগ : যুক্তরাষ্ট্রের ইঙ্গিত

রাশিয়ার উপর আজারবাইজানের বিমান ভূপাতিতের অভিযোগ : যুক্তরাষ্ট্রের ইঙ্গিত

ফিরে দেখা ২০২৪: সংস্কারের বছরে মাঠের ক্রিকেটে হতাশা

ফিরে দেখা ২০২৪: সংস্কারের বছরে মাঠের ক্রিকেটে হতাশা

মানুষ সুন্দর ও কল্যাণের অপেক্ষায় আছে : হাজী ইয়াছিন

মানুষ সুন্দর ও কল্যাণের অপেক্ষায় আছে : হাজী ইয়াছিন

সিএনজি স্টেশন খোলা রাখার সময় বাড়ছে

সিএনজি স্টেশন খোলা রাখার সময় বাড়ছে

সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দেশে ফিরেছেন

সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দেশে ফিরেছেন

ঘাটাইলে ইসলামী ব্যাংকের ৪০০তম শাখার উদ্বোধন করলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর

ঘাটাইলে ইসলামী ব্যাংকের ৪০০তম শাখার উদ্বোধন করলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর

আগস্ট বিপ্লবের অর্জন যেকোন মূল্যে ধরে রেখে দেশকে এগিয়ে নিতে হবে: নিয়ামত উল্যা ভূঁইয়া

আগস্ট বিপ্লবের অর্জন যেকোন মূল্যে ধরে রেখে দেশকে এগিয়ে নিতে হবে: নিয়ামত উল্যা ভূঁইয়া

ঐতিহ্যবাহী শ্রীপুর হাইস্কুলের প্লাটিনাম জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠিত

ঐতিহ্যবাহী শ্রীপুর হাইস্কুলের প্লাটিনাম জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠিত

বিশ্বে প্রতি ৬ জন শিশুর মধ্যে ১ জন সংঘাতপূর্ণ এলাকায় বাস করে : ইউনিসেফ

বিশ্বে প্রতি ৬ জন শিশুর মধ্যে ১ জন সংঘাতপূর্ণ এলাকায় বাস করে : ইউনিসেফ

বাউফলে বিএনপির ৫ নেতাকর্মী আহত

বাউফলে বিএনপির ৫ নেতাকর্মী আহত

২০২৫ সালে আসছে কোক স্টুডিওর নতুন গান

২০২৫ সালে আসছে কোক স্টুডিওর নতুন গান

মার্কিন ক্রীড়া ধারাভাষ্যকার কিংবদন্তি গ্রেগ গাম্বেলের বিদায়

মার্কিন ক্রীড়া ধারাভাষ্যকার কিংবদন্তি গ্রেগ গাম্বেলের বিদায়

সচিবালয় ছিল দালালদের হাটবাজার: ডেপুটি প্রেস সেক্রেটারি

সচিবালয় ছিল দালালদের হাটবাজার: ডেপুটি প্রেস সেক্রেটারি

সচিবালয়ে নিহত ফায়ার ফাইটার নয়নের পরিবারের পাশে তারেক রহমান

সচিবালয়ে নিহত ফায়ার ফাইটার নয়নের পরিবারের পাশে তারেক রহমান

দৌলতপুরে বিএনপি’র কর্মীসভায় কমিটি বিলুপ্ত ঘোষণা

দৌলতপুরে বিএনপি’র কর্মীসভায় কমিটি বিলুপ্ত ঘোষণা