ঢাকা   শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১

ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

Daily Inqilab জাহেদ খোকন

১২ মার্চ ২০২৩, ১১:৩৫ পিএম | আপডেট: ০১ মে ২০২৩, ১২:১২ এএম

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ইতিহাস গড়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ। গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারী ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিলেন সাকিব আল হাসানরা। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ নিজেদের করে নিলো টাইগাররা। ইংল্যান্ডের বিপক্ষে যেকোনো ফরম্যাটের ক্রিকেটে এটা বাংলাদেশের প্রথমবার সিরিজ জয়। শুধু তাই নয়, ইংলিশদের সঙ্গে এর আগে কখনও দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলেনি টাইগাররা। প্রথমবারের দেখাতেই হয়ে গেলো ইতিহাস। কাল টস জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাট করতে নেমে সফরকারীরা নির্ধারিত ২০ ওভারে মাত্র ১১৭ রানে অলআউট হয়। জবাবে ১৮.৫ ওভারে ৬ উইকেটে ১২০ রান করে ঐতিহাসিক জয় তুলে নেয় বাংলাদেশ।

ঐতিহাসিক এই জয় পেতে অর্ধেক কাজ আগে সেরে রেখেছিলেন স্বাগতিক বোলাররা। বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য ছিল মাত্র ১১৮ রানের। সহজ হলেও অবশ্য শেরেবাংলার পিচে জয়টা সহজে ধরা দেয়নি। উইকেটের মন্থর গতি এবং আনইভেন বাউন্সকে কাজে লাগিয়ে টাইগারদের চাপে রাখে ইংল্যান্ড। কিন্তু কিছুতেই যেন কিছু হয়নি। পিচের চরিত্র বুঝে দারুণ খেলেই ম্যাচ জিতে ইংলশিদের মাটিতে নামিয়ে আনেন নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজরা।

জয়ের লক্ষ্যে রান তাড়া করতে নেমে ইনিংসের প্রথম দুই ওভারে ১৫ রান তোলে লিটন দাস-রনি তালুকদার জুটি। কিন্তু চলতি সিরিজে লিটন ফের ব্যর্থতার পরিচয় দেন। দায়িত্বজ্ঞানহীন পুল শট খেলতে গিয়ে স্যাম কারানকে উইকেট দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। ফেরার আগে ৯ বল খেলে ৯ রান করেন লিটন। তিনি ফেরার পর রনিও খেলেন উচ্চাভিলাষী শট। ১৪ বলে ৯ রান করে জোফরা আর্চারকে পুল করতে গিয়ে ধরা মিডঅনে পড়ে বিদায় নেন রনি। ফলে ২৭ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। পাওয়ার প্লে’র ৬ ওভারে স্বাগতিক দলের সংগ্রহ ছিল ২ উইকেটে ৩২ রান। রনি আউট হওয়ার পর নাজমুল হোসেন শান্তকে সঙ্গ দিয়ে আত্মবিশ্বাসের সঙ্গেই খেলছিলেন তৌহিদ হৃদয়। শান্তর সঙ্গে ৩১ বলে ২৯ রানের জুটিও গড়েন তিনি। কিন্তু ইংল্যান্ডের অভিষিক্ত লেগ স্পিনার রেহান আহমেদ বল হাতে নিয়েই হৃদয়কে ফেলেন ফাঁদে। রেহানের বেরিয়ে যাওয়া ডেলিভারি কাট করতে গিয়ে পয়েন্টে ক্যাচ দেন হৃদয়। আউট হওয়ার আগে ১৮ বলে ২ চারের মারে করেন ১৭ রান। এরপর প্রমোশন পেয়ে উপরে ওঠা মেহেদি হাসান মিরাজ ১৬ বলে ২০ রানের এক কার্যকর ইনিংস খেললেও সাকিব ০ এবং আফিফ হোসেন মাত্র ২ রানে আউট হন। সাকিব ও আফিফকে দ্রুত প্যাভিলিয়নে ফিরিয়ে ম্যাচ জমিয়ে তুলে ইংল্যান্ড। কিন্তু জয় পেতে শান্ত যেন ছিলেন অবিচল। শেষ পর্যন্ত তিনি বুক চিতিয়েই লড়াই করে গেছেন। ৪৭ বলে ৩ চারের মারে অপরাজিত ৪৬ রান ইতিহাস গড়া জয় নিয়েই মাঠ ছাড়েন বাঁহাতি এই ব্যাটার। টানা দুই বাউন্ডারিতে জয় নিশ্চিত করেন তাসকিন আহমেদ। তার সংগ্রহ ৩ বলে অপরাজিত ৮ রান।

এর আগে টস হারা ইংল্যান্ড ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে। বাংলাদেশের বোলাররা নিজেদের কাজটা ভালোভাবেই করেছেন। অফস্পিন জাদুতে ইংলিশদের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে দুমড়ে মুচড়ে দেন মেহেদি হাসান মিরাজ। ৮ বলে ৫ রান করে ডেভিড মালান ইনিংসের তৃতীয় ওভারে তাসকিন আহমেদের শিকার হন। মালান ক্যাচ দেন হাসান মাহমুদকে। এরপর ফিল সল্ট মারমুখিই খেলছিলেন। তার দারুণ ব্যাটিংয়ে ৬ ওভারের পাওয়ার প্লে’তে ১ উইকেটে ৫০ রান করে ইংল্যান্ড। তবে পাওয়ার প্লে শেষ হতেই আঘাত হানেন সাকিব। ফিরিয়ে দেন ভয়ংকর হতে চাওয়া সল্টকে। ঘূর্ণি জাদুতে সল্টকে পরাস্ত করে সাকিব নিজেই নেন ফিরতি ক্যাচ। ফেরার আগে সল্ট ১৯ বলে করেন ২৫ রান। এরপর অষ্টম ওভারে ইংলিশ অধিনায়ক জস বাটলারকে মাত্র ৪ রানে বোল্ড করেন হাসান মাহমুদ। মঈন আলি চাপ সামলাতে গিয়ে পরের ওভারেই মেহেদি হাসান মিরাজের বলে বাউন্ডারিতে শামীম হোসেনকে ক্যাচ দেন। আউট হওয়ার আগে মঈন করেন ১৭ বলে ১৫ রান। মাত্র ৭ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে রীতিমত ধুঁকতে থাকে ইংল্যান্ড। সেখান থেকে স্যাম কারান ও বেন ডাকেট হাল ধরতে চেয়েছিলেন। তারা ৩২ বলে ৩৪ রানের জুটিও গড়েন। কিন্তু ইনিংসের ১৫তম ওভারে মিরাজ জোড়া আঘাত হানেন ইংলিশ শিবিরে। মিরাজের টার্ন বুঝতে না পেরে এগিয়ে গিয়ে স্টাম্পিংয়ের ফাঁদে পড়েন স্যাম কারান (১৬ বলে ১২) আর ক্রিস ওকস (০)। ৯১ রানে ৬ উইকেট হারায় ইংল্যান্ড। স্বীকৃত ব্যাটার বলতে তখন ছিলেন কেবল বেন ডাকেট। শেষ ওভার পর্যন্ত তিনি লড়াই করে যান। কিন্তু শেষ পর্যন্ত মুস্তাফিজুর রহমানকে মারতে গিয়ে বল আকাশে ভাসিয়ে দেন ডাকেট। ২৮ বলে ২৮ করে ফিরে যান তিনি। রেহান ১১ বলে ১১ রান করে রানআউট হলে সম্মানজনক স্কোর করার আশা শেষ হয়ে যায় ইংল্যান্ডের। জোফরা আর্চার শূন্যরানে আউট হলে ইংনিংসের শেষ বলে অলআউট হয় ইংল্যান্ড।

মিরাজ ক্যারিয়ারসেরা বোলিং করেছেন। তিনি ৪ ওভার বল করে মাত্র ১২ রান দিয়ে একাই নেন ৪টি উইকেট। একটি করে উইকেট পান সাকিব, হাসান মাহমুদ, তাসকিন ও মুস্তাফিজুর রহমান। ম্যাচ সেরার পুরস্কার পান মেহেদি হাসান মিরাজ।

এদিকে এক ম্যাচ হাতে রেখে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড : ২০ ওভারে ১১৭/১০
বাংলাদেশ : ১৮.৫ ওভারে ১২০/৬
জয় : বাংলাদেশ ৪ উইকেটে জয়ী


বিভাগ : আজকের পত্রিকা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

মায়ের দূর সম্পর্কের বোনকে বিয়ে করা প্রসঙ্গে।

মায়ের দূর সম্পর্কের বোনকে বিয়ে করা প্রসঙ্গে।

উপজেলা নির্বাচনে প্রার্থীদের কর ফাঁকি দেয়ার সুযোগ দিচ্ছেন অসাধু কর কর্মকর্তারা : সরকার রাজস্ব হারাচ্ছে

উপজেলা নির্বাচনে প্রার্থীদের কর ফাঁকি দেয়ার সুযোগ দিচ্ছেন অসাধু কর কর্মকর্তারা : সরকার রাজস্ব হারাচ্ছে

দু’সহোদর হাফেজ শ্রমিক হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে -মাওলানা জালালুদ্দীন আহমদ

দু’সহোদর হাফেজ শ্রমিক হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে -মাওলানা জালালুদ্দীন আহমদ

সাংবাদিকদের বিরুদ্ধে প্রশ্নবিদ্ধ তথ্য প্রচারের নিন্দা ডিআরইউর

সাংবাদিকদের বিরুদ্ধে প্রশ্নবিদ্ধ তথ্য প্রচারের নিন্দা ডিআরইউর

মির্জাপুরে রাজশাহী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে আগুন ১০ যাত্রী আহত

মির্জাপুরে রাজশাহী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে আগুন ১০ যাত্রী আহত

ফরিদগঞ্জে বিয়ে না দেওয়ায় মাকে গলা কেটে হত্যা

ফরিদগঞ্জে বিয়ে না দেওয়ায় মাকে গলা কেটে হত্যা

মোদির গোলামির জিঞ্জিরে দেশকে আবদ্ধ করেছে সরকার -মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

মোদির গোলামির জিঞ্জিরে দেশকে আবদ্ধ করেছে সরকার -মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

গাজায় ধ্বংসস্তূপ পরিষ্কারে লাগতে পারে ১৪ বছর : জাতিসংঘ

গাজায় ধ্বংসস্তূপ পরিষ্কারে লাগতে পারে ১৪ বছর : জাতিসংঘ

তীব্র তাপদহে বৈরী আবহাওয়া, ভোরে কুয়াশা, মসজিদে মসজিদে বিশেষ দোওয়া অনুষ্ঠিত

তীব্র তাপদহে বৈরী আবহাওয়া, ভোরে কুয়াশা, মসজিদে মসজিদে বিশেষ দোওয়া অনুষ্ঠিত

ফতুল্লায় ৫ যুবক আটক, ‘ডাকাতির প্রস্তুতি’র অভিযোগ

ফতুল্লায় ৫ যুবক আটক, ‘ডাকাতির প্রস্তুতি’র অভিযোগ

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিকের মৃত্যু

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিকের মৃত্যু

মন্দিরে হামলাকারীদের বিরুদ্ধে তদন্তভিত্তিক বিচারের দাবি

মন্দিরে হামলাকারীদের বিরুদ্ধে তদন্তভিত্তিক বিচারের দাবি

কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

ইরানের কৃষি-খাদ্য রপ্তানি বেড়েছে ২২ শতাংশ

ইরানের কৃষি-খাদ্য রপ্তানি বেড়েছে ২২ শতাংশ

বিয়ে করা হলো না কালামের

বিয়ে করা হলো না কালামের

শনিবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

শনিবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

চুয়াডাঙ্গায় এ মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস

চুয়াডাঙ্গায় এ মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস

কুষ্টিয়ায় তীব্র তাপদাহ, তাপমাত্রার পারদ উঠল ৪১.৮ ডিগ্রিতে

কুষ্টিয়ায় তীব্র তাপদাহ, তাপমাত্রার পারদ উঠল ৪১.৮ ডিগ্রিতে

অসহনীয় তাপমাত্রা মানুষের গুনাহের শাস্তির সতর্ক সঙ্কেত

অসহনীয় তাপমাত্রা মানুষের গুনাহের শাস্তির সতর্ক সঙ্কেত

রাউজানে ইসতেস্কার নামাজ আদায়

রাউজানে ইসতেস্কার নামাজ আদায়