যুবলীগ নেতার ইভিএম ছিনতাই!
১৭ মার্চ ২০২৩, ১২:০৭ এএম | আপডেট: ২৫ মার্চ ২০২৩, ০৮:১৪ এএম

ভোটকেন্দ্রে ঢুকে একটি ইলেকট্রনিক্স ভোটিং মেশিন-ইভিএম ছিনিয়ে নিয়ে গেছেন যুবলীগের এক নেতা। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদের উপ নির্বাচনে জ্যৈষ্ঠপুরা রমনীমোহন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। ইভিএম এর ব্যালট ইউনিট ছিনিয়ে নেওয়া ওই যুবক ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহŸায়ক নির্মলেন্দু দে সুমন। তিনি ওই কেন্দ্রের ৫ নম্বর বুথে ঢুকে ব্যালট ইউনিট নিয়ে নেন। কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা সজল দাশ সাংবাদিকদের জানান, এই প্যানেলটি নষ্ট ছিলো। এই কেন্দ্রে প্রথম ইভিএম এ ভোট হচ্ছে। তাই ভোটারদের দেখানোর জন্য বুথে দেওয়া হয়েছিল। প্যানেলটি বাইরে গেল কীভাবে আমার জানা নেই। এটা বাইরে নিয়ে যাওয়া অপরাধ। আমি বিষয়টি দেখছি।
স্থানীয়রা জানান, ইভিএম ইউনিটটি নিয়ে কেন্দ্রের বাইরে নৌকা প্রতীকের অস্থায়ী নির্বাচনী ক্যাম্পে নিয়ে যান ওই যুবলীগ নেতা। পরে সেখান থেকে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রতন চৌধুরী তা আবারও প্রিজাইডিং কর্মকর্তার কাছে ফিরিয়ে দেন। ওই যুবলীগ নেতা দাবি করেন, ভোটারদের শেখানোর জন্য তিনি এটি নিয়ে যান ।
এদিকে, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিমের বাড়ির দরবার দিঘীর পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাররা আঙুলের ছাপ দিলেও গোপন কক্ষে ভোট দিতে দেখা যায় নৌকার অনুসারীদের। এ কেন্দ্র দিনভর নিয়ন্ত্রণে ছিলো নৌকার কেন্দ্র কমিটির আহŸায়ক যুবলীগ নেতা শাহাদাত হোসেনের। সেখানে অপর দুই প্রার্থীর কোনো এজেন্ট ছিল না।
কেন্দ্রে এমন ঘটনা ঘটলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে দাবি করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন। তিনি বলেন, ব্যালট ইউনিট বাইরে নিয়ে যাওয়ার সুযোগ নেই। যদি এমন কিছু কেউ ঘটিয়ে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত একজন প্রার্থী ছাড়াও আরও দুইজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করেন। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টা পর্যন্ত।
বিভাগ : আজকের পত্রিকা
আরও পড়ুন