মধুখালীতে পেঁয়াজের বাম্পার ফলন
২৭ মার্চ ২০২৩, ০৮:০৮ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৪:৫১ এএম
মধুখালী উপজেলার বিভিন্ন হাটে পেঁয়াজের ব্যাপক আমদানি হওয়ায় এবার পাইকারি ২২-২৮ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হতে দেখা যাচ্ছে। উপজেলার মধুখালী সদর সবচেয়ে বড় বাজার শুক্রবার ও সোমবার দুইদিন হাট ছাড়াও প্রতিদিন পেঁয়াজের হাট মেলে। এ হাটে উপজেলার বাগাট, কোরকদী, মেগচামী, বামুন্দী, জাহাপুর, বোয়ালিয়া, কামালদিয়াসহ বিভিন্ন ইউনিয়ন থেকে পেঁয়াজ চাষিরা হাটে পেঁয়াজ নিয়ে উপস্থিত হন। শুক্রবার ও সোমবার পেঁয়াজের আমদানি হয় অনেক বেশি। পেঁয়াজের উপস্থিতির কারণে ঢাকা-খুলনা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। গত বছরের তুলনায় ঠিক এ সময় পেঁয়াজের দর মোটামুটি। তবে বাজারে পেঁয়াজের আমদানি প্রচুর। পেয়াজের বাম্পার ফলন হয়েছে। মৌসুমে প্রতি হাটে মধুখালী থেকে ২৫ থেকে ৩০ জন আড়ৎদারের ঘর থেকে প্রায় ৯৫ হাজার মণ পেঁয়াজ রাজধানী ঢাকা, বরিশাল, খুলনাসহ বিভিন্ন জেলার ব্যাপারীরা খরিদ করে নিয়ে যায়। প্রতি মণ লাল তীর পেঁয়াজ ৯০০ টাকা আর দেশি পেঁয়াজ ১১০০ টাকা পর্যন্ত পাইকাররা কিনছেন। যা খুচরা বাজারে ৩০ থেকে ৩৫ টাকা দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা। বাজারে পেঁয়াজ বিক্রি করতে আসা একাধিক কৃষকেরা বলেন, যে দামে বিক্রি করছি তাতে আমাদের কৃষি কাজ করে জীবন চালানো কষ্টকর। যেখানে মণপ্রতি খরচ করেছি ১ হাজার থেকে ১১শ’ টাকা তা পাচ্ছি না। বেশি দাম পাওয়ার আশায় অনেক কৃষক তাদের পেঁয়াজ নিয়ে বাড়ি ফিরতে দেখা যায়। চরবাগাট গ্রামের কৃষক মো. মাসুদ মৃধা বলেন, কৃষক পেঁয়াজের দাম পায় না। গত বছর পেঁয়াজে প্রায় ৫০ হাজার টাকা লোকসান হয়। এ বছর আশা করে পেঁয়াজ চাষ করি এখন পর্যন্ত মুড়িকাটা পেঁয়াজে লোকসান আশা নেই তবে কৃষকের লাভ প্রয়োজন। তিনি জানান, প্রতি শতাংশ জমিতে প্রায় ১৮৫০ টাকা খরচ হয়েছে। প্রতি শতাংশে পেঁয়াজ উৎপাদন হয় দুই মন। বাজারে বর্তমান দামে লোকসান না হলেও লাভ চোখে পড়ছে না।
উপজেলার রায়পুর ইউনিয়নের ব্যাসদী গ্রামের পেয়াজ চাষি মো. রাসেল আহম্মদ বলেন ১ একর জমিতে পেয়াজের চাষ করেছি। প্রায় ২শ’ মণ আশা করছি, অবশ্যই লাভের মুখ দেখবো যেহেতু আমার জমিতে বাম্পার ফলন হয়েছে।
উপজেলা কৃষি অফিসার আলভী রহমান জানান, চলতি ২০২২-২০২৩ মৌসুমে মধুখালীতে মোট মুড়িকাটা, দানা এবং হালিসহ সব মিলিয়ে ৩ হাজার ২৪০ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ হয়েছে। গত মৌসুমে মধুখালীতে মোট ২ হাজার ৭৫০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের পেঁয়াজের আবাদ করা হয়। এবছর প্রায় ৫শ’ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ বেশী হয়েছে। চলতি বছর উপজেলায় প্রায় ৫২ হাজার ৫শ’ ৮০ মেট্টিক টন পেঁয়াজ উৎপাদন হবে আশা করা হচ্ছে। তিনি আশা করেন এলসি না খুললে কৃষক পেঁয়াজে লাভবান হবে। না হলে এবারও কৃষক লোকসানে পড়বে।
বিভাগ : আজকের পত্রিকা
মন্তব্য করুন
আরও পড়ুন
টেকনাফে মাদক বিরোধ নিয়ে নিহত এক
বিচারের আগে আ.লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া যাবে না: হাসনাত আব্দুল্লাহ
রুশ ব্যালে তারকা ভ্লাদিমির শক্লিয়ারভের মর্মান্তিক মৃত্যু
জিসাস কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছে কাপ্তাইয়ের কবিরুল ইসলাম
হাসিনার বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ
হাসিনার সব অপরাধের সহযোগী ছিলো মন্ত্রী-এমপিরা : চিফ প্রসিকিউটর
বায়ুদূষণে চরম বিপর্যস্ত দিল্লি, এবার বন্ধ হলো স্কুল-নির্মাণকাজ
"গায়িকা জোজোর ছেলে চকলেট ভেবে গিলে ফেলেছে বুলেট"
সাংবাদিকদের নামে মামলা গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিকদের প্রতিবাদ ও নিন্দা
ইসরায়েলি হামলায় নিহত ১১১, ‘গণহত্যা’ দাবি করে তদন্তের আহ্বান পোপ ফ্রান্সিসের
বেতনের দাবিতে বেক্সিমকো শ্রমিকদের তৃতীয় দিনের মতো অবরোধ, সড়কে যৌথবাহিনী
১৩৭ একর জায়গাজুড়ে নির্মিত হলমার্ক এখন ধ্বংসস্তূপ, সব যন্ত্রপাতি লুট
লক্ষ্মীপুরের মাওলানা আব্দুল হান্নান আর নেই
ঢাবিতে ভর্তি: ১৪ দিনে সোয়া দুই লাখ আবেদন, বেশি বিজ্ঞানে
কখনো ভাবিনি নারীদের অধিকার এত সহজে হারিয়ে যাবে : মালালা
কিশোরগঞ্জে যুবকের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
অস্ট্রিয়ার জাতীয় দিবসে অনারারি কনস্যুলেট, ঢাকার শুভেচ্ছা!
গণহত্যার মামলায় গ্রেফতার দেখানো হলো ১৩ আসামিকে
ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ১০ এবং ব্যাপক বিদ্যুৎ বিপর্যয়
আন্তর্জাতিক বিজ্ঞাপনে নজর কেড়েছে শাহরুখ খান