স্কুল মাঠে গরুর হাট
০৫ মে ২০২৩, ০৮:৪১ পিএম | আপডেট: ০৬ মে ২০২৩, ১২:০১ এএম
কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের আঠারবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রতি বুধবারই জমে গরুর ছাগলের বিরাট হাট।
খোঁজ নিয়ে জানা যায়, এটি জেলার বড় হাট। মাঠে একটুও ফাঁকা জায়গা নেই। খুঁটিতে বাঁধা শত শত গরু। এমনকি চলার রাস্তায় ও তার আশপাশ জায়গায় এলোপাথাড়িভাবে দাঁড়িয়ে কেনাবেচা হচ্ছে গরু-ছাগল। রয়েছে হাজারো মানুষের কোলাহল। গরু ছাগলের বর্জ্য মল-মূত্র ইত্যাদির দুর্গন্ধ বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হচ্ছে। হাটের কারণে প্রতি বুধবারই স্কুলটি নামমাত্র খোলা থাকে। আর এদিন শিক্ষার্থীদের উপস্থিতি অন্যান্য দিনের চেয়ে অনেক কম থাকে। সেদিন স্কুলে পাঠদানের পরিবেশ থাকে না বললেই চলে। চারদিকে এতো হাক-ডাকের ভেতর স্কুলে ক্লাস চলবে কিভাবে? বাজারের হৈ চৈ কোলাহল শব্দে ক্লাসের প্রতি মনোযোগ থাকেনা শিক্ষার্থীদের। ২০০৯ সালে উপজেলার জারইতলা ইউনিয়নের সাজনপুর গোপীরায়ের বাজারের কাছে এ মাঠটিকে ঘিরেই গরুহাট গড়ে ওঠে। গত ১৪ বছরে জেলার সবচেয়ে বড় গরুহাটে পরিণত হয়েছে হাটটি। ইদানিং স্কুল মাঠে নামে মাত্র কাপড়ের পর্দা দিয়ে চলছে গরুর হাট। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিয়ে কারো মাথা ব্যথা নেই। শিক্ষার সুষ্ঠু ও নিরিবিলি পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন থেকে শুরু করে স্কুল কর্তৃপক্ষ পর্যন্ত কারোই পদক্ষেপ নেই। এদিকে বিষয়টি নিয়ে জাতীয় দৈনিক পত্রিকায় একের পর এক সংবাদ প্রকাশির হলেও এ নিয়ে তোয়াক্কা করার সময় কারো নেই। কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ নষ্ট করে বাণিজ্য করে যাচ্ছে একটি মহল। এ নিয়ে স্থানীয়রা নাম প্রকাশ না করার শর্তে বলেন, উপজেলা ও জেলা প্রাথমিক কর্তৃপক্ষ জেনেও না জানার ভান ধরে আছে বছরের পর বছর। কোনো এক অদৃশ্য লাভে কেউ কথা বলছে না শিক্ষার পক্ষে। স্থানীয় রাজনৈতিক মহল থেকে শুরু করে প্রশাসন পর্যন্ত অদৃশ্য শক্তি ও লাভবান হয়ে মুখ খুলছে না এমনকি ব্যবস্থাও গ্রহণ করছে না।
সরেজমিনে দেখা যায়, স্কুলের আশপাশে গরু আর গরু। এমনকি স্কুলের বারান্দায় দাড়িয়ে কেউ কেউ সিগারেট টানছেন মনের সুখে। স্কুলের মূল গেট দখল করে শত শত গরু বিক্রি হচ্ছে হরহামেশা। স্বাভাবিকভাবেই হাটা যায় না যেখানে, ক্ষুদে শিক্ষার্থীরা গেট দিয়ে বের হবে কিভাবে। বুধবার আসলেই স্কুল ফাঁকি দেয়ার হিড়িক পরে শিক্ষার্থীদের মাঝে। এমনকি ক্লাস চলাকালীন সময়ে স্থানীয়দের ধান শুকানোর কাজে মাঠ দখল করতেও দেখা গেছে। এক সময় এ স্কুল থেকে বৃত্তি পাওয়াসহ শত শত মেধাবী শিক্ষার্থী বের হতো। গরুর হাট চালু হওয়ার পর মেধাবী শিক্ষার্থীদের এ স্কুলে ভর্তি করতে অভিভাবকরা অনীহা প্রকাশ করছেন। গরুহাটটি যেনো দ্রুত স্কুল মাঠ থেকে সরিয়ে পড়াশোনার পরিবেশ সৃষ্টি করা হয়। এমনটাই দাবি অভিভাবক ও স্থানীয় সচেতন এলাকাবাসীর।
এ বিষয়ে প্রধান শিক্ষক আ. আউয়ালের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, গরুর হাট সম্পর্কে প্রশাসনের সবাই দেখছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শাকিলা পারভীন বিদ্যালয় পরিদর্শন করেছেন। বিদ্যালয়ের সভাপতি মো. আরিফুল ইসলাম বলেন, আমি স্কুলের পক্ষে। আমি চাই না স্কুল মাঠে গরুহাট চলুক।
এ প্রসঙ্গে হাটের ইজারাদার আলম মিয়া বলেন, আমরা স্কুল মাঠে হাট বসাইনা, স্কুল মাঠে মাঝে মধ্যে গরু ডুকে যায়। জারুইতলা ইউপি চেয়ারম্যান মো. আজমল হোসেন বলেন, গরুহাটকে স্কুল মাঠ থেকে পৃথক করা হয়েছে। স্কুল মাঠে গরু প্রবেশ করতে পারবে না।
বিভাগ : আজকের পত্রিকা
মন্তব্য করুন
আরও পড়ুন
পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান
তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ
ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?
মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের
পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি
আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান
শুধু নারীদের জন্য
নিথর দেহ
আত্মহননে
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
শুধু নামেই জিমনেসিয়াম