প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
০৮ মে ২০২৩, ০৮:৪১ পিএম | আপডেট: ০৯ মে ২০২৩, ১২:০৪ এএম
সুনামগঞ্জের দিরাই উপজেলার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান দিরাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সব্যসাচী দাসের বিরুদ্ধে অনৈতিক কার্যকলাপ, সহকারি শিক্ষকদের সাথে অশোভন আচরণ, দুর্নীতি ও ভুয়া বিল-ভাউচার দিয়ে টাকা আত্মসাৎ, সরকার কর্তৃক নিষিদ্ধ গাইড বই ও নোট শিক্ষার্থীদের ক্রয় করতে বাধ্য করা, শিক্ষকদের কাছ থেকে ঘুষ গ্রহণের মাধ্যমে টাকা আত্মসাৎসহ সুনির্দিষ্ট ১৫টি অভিযোগ উল্লেখ করে দিরাই উচ্চ বিদ্যালয়র অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোজাফফর মিয়া তালুকদার দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই অভিযোগের সত্যতা পেয়ে চলতি বছরের ১৩ মার্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান স্বাক্ষরিত দিরাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ২০১১ সালে থেকে ২০১৭ সাল পর্যন্ত বিভিন্ন বিষয়ে তদন্ত করতে গিয়ে দেখা যায় সর্বমোট ৭ লাখ ১৮ হাজার ৯৩৫ টাকার মধ্যে গড়মিল পাওয়া গেছে। এরমধ্যে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও নিজ বিদ্যালয় থেকে নিয়েছেন ৩ লাখ ২২ হাজার ৯৩৫ টাকা। আর শুধুমাত্র উন্নতমানের ওয়াশ রুম নির্মাণে ৩ লাখ ৯৬ হাজার টাকার অনিয়ম হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে দিরাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সব্যসাচী দাস বলেন, আমার ব্যাপারে করা সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট। আমি নোটিশ পাওয়ার পর ৭ কার্যদিবসের মধ্যেই তার জবাব দিয়েছি। এক প্রশ্নের জবাবে প্রধান শিক্ষক জানান, অভিযোগকারী আমার প্রতি বিদ্ধেষপ্রসূত এসব অভিযোগ করেছেন। এর আগেও তিনি আমার নামে একটি মিথ্যা মামলা করেছেন।
দিরাই উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এম মতিউর রহমান জানান, কারণ দর্শানোর নোটিশে যে স্মারক উল্লেখ করা হয়েছে, তার কোন কপি আমার হাতে আসেনি। সুতরাং, সেগুলো না দেখে আমি কিসের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করবো? যদি জেলা প্রশাসক কিংবা দুর্নীতি দমন কমিশনের সেই স্মারকের কপি আসে, তখন বিহিত ব্যবস্থা গ্রহণ করবো।
দিরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুসহাক আলি বলেন, দিরাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দুর্নীতি দমন কমিশনে যে অভিযোগ করেছেন, অনুলিপিতে উল্লেখ থাকলেও আমার কাছে কোন কাগজ আসেনি। তাই আমি এ ব্যাপারে কোন কিছুই অবগত নই।
বিভাগ : আজকের পত্রিকা
মন্তব্য করুন
আরও পড়ুন
শেষের গোলে জিতে চেলসির জয়রথ থামাল ফুলহ্যাম
পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান
তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ
ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?
মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের
পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি
আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান
শুধু নারীদের জন্য
নিথর দেহ
আত্মহননে
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়