মাদারীপুরে খুনের মামলায় সব আসামিই খালাস
২৭ মে ২০২৩, ০৯:৩০ পিএম | আপডেট: ২৮ মে ২০২৩, ১২:০১ এএম

মাদারীপুরের শিবচরে জাকির হোসেন নামে এক যুবককে ডেকে নিয়ে খুন করার ঘটনায় দায়েরকৃত মামলায় সব আসামি খালাস পেয়েছেন। গত বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইসমাইল হোসেন এই রায় দেন। খালাসপ্রাপ্তরা হলেন, শিবচর উপজেলার দ্বিতীয়খন্ড ইউনিয়নের মাদবরকান্দি গ্রামের মৃত রশিদ মোড়লের ছেলে গোলাম মাওলা (৪২), চরকাচিকাটা গ্রামের আদেল উদ্দিন শেখের ছেলে রব শেখ (৪৫), একই গ্রামের সেকান ফকিরের ছেলে লিটন ফকির (৬২), মাদবরকান্দি গ্রামের আব্দুল হামেদ দড়ির ছেলে দলিল উদ্দিন দড়ি (৭০) ও একই গ্রামের মৃত আব্দুল হাকিম দড়ির ছেলে মো. বাদশা দড়ি (৬৫)। মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ২১ মে মাদারীপুরের শিবচর উপজেলার দ্বিতীয়খন্ড ইউনিয়নের মাদবরকান্দি গ্রামের এসকেনদার আলীর ছেলে জাকির হোসেন বাড়ি থেকে শিবচর বাজার এলাকায় অবস্থিত শ^শুরবাড়ির উদ্দেশ্যে বের হয়। পরে আর বাড়ি ফিরে আসেনি। এরপর দু’দিন পর ২৩ মে শিবচর উপজেলার বিলপদ্মা নদীর কেরানিবাট এলাকায় বস্তাবন্দি মস্তকবিহীন এক যুবকের লাশ উদ্ধার করা হয়। পরিবারের লোকজন জাকিরের লাশ শনাক্ত করেন। ওইদিনই অজ্ঞাতদের আসামি করে জাকিরের বাবা এসকেনদার আলী বাদী হয়ে শিবচর থানায় একটি খুনের মামলা দায়ের করেন। অতপর আসামি লিটন ফকির খুনের ঘটনায় ফৌ: কা:বি: ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেট এর নিকট জবানবন্দী প্রদান করে এবং লিটনের স্বীকারোক্তির প্রেক্ষিতে অন্যান্য আসামিদের গ্রেফতার করে। ঘটনার দীর্ঘ তদন্ত শেষে শিবচর থানার এসআই আজগর আলী সকলআসামিকে অভিযুক্ত করে ২০০৪ সালের ৩০ জুন আদালতে চার্জশিট দাখিল করেন। অভিযুক্তপত্রে উল্লেখ করা হয়, অভিযুক্ত আসামিরা জুয়া খেলার ৮০ হাজার টাকা ভাগাভাগি নিয়ে বিরোধ সৃষ্টি হলে জাকিরকে কুপিয়ে হত্যা করেন। লাশ শনাক্ত করতে যেন না পারে এজন্য আসামিরা জাকিরের মস্তকবিহীন করে বস্তায় ইটবোঝাই করে লাশটি বিলপদ্মা নদীতে ফেলে দেয়। বিভিন্ন সময় আদালত মামলার তদন্তকারী কর্মকর্তা, মেডিকেল অফিসারসহ ১৩ জনের সাক্ষ্যগ্রহণ করেন। যুক্তিতর্ক ও দীর্ঘ আইনী প্রক্রিয়া শেষে দোষ প্রমাণ না হওয়ায় আদালত অভিযুক্ত ৫ জনকেই খালাস দেন। মামলা চলাকালীন সময় আসামি দলিলউদ্দিন দড়ি মারা গেলেও রায় ঘোষণার সময় বাকি ৪ আসামি উপস্থিত ছিলেন। রায়ে আসামিপক্ষ সন্তোষ প্রকাশ করলেও ক্ষোভ জানিয়েছেন বাদীপক্ষ।
বাদী পক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান সিং বলেন, রায়ের কপি হাতে পাওয়ার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাফর আলী মিয়া সন্তুষ্ট বলে মত প্রকাশ করেন।
বিভাগ : আজকের পত্রিকা
মন্তব্য করুন
আরও পড়ুন

রোববার ছাগলনাইয়ায় আসচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডিএমপির ৩৬তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন হাবিবুর রহমান

যুক্তরাষ্ট্র দূতাবাসের নিরাপত্তা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নোয়াখালীর হাতিয়ায় পুলিশ ক্যাম্প আওয়ামী লীগ অফিসে হামলা ভাংচুর লুট,গ্রেফতার -৬

ছাগলনাইয়ায় সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

প্রধান বিচারপতিকে তরবারি দেয়াকে নজিরবিহীন বললেন রিজভী

এবার হোয়াটঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুকে মিলবে এআই চ্যাটবট পরিষেবা

এ কেমন ‘প্রেগন্যান্সি শুট’! হবু মায়ের পরনে শোকের পোশাক!

হাতিয়াতে পুলিশের সাথে রামগতির রউফ বাহিনীর গোলাগুলি, আটক ৬

ভালো মানুষের সংখ্যা দেশের রাজনীতি থেকে কমে যাচ্ছে : ওবায়দুল কাদের

সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী একেএম শাহজাহান কামালের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক

আমজনতা বাংলাদেশ’র ৭১ সদস্যবিশিষ্ট কমিটি, প্রেসিডেন্ট তামিজী, সেক্রেটারি শিহাব

ঢাকা বিশ্বের সবচেয়ে ধীরগতির শহর : গবেষণা

বেইজিংয়ের উচ্চভিলাসী লক্ষ্য নিয়ে দিল্লিতে আন্তর্জাতিক একাডেমিক সম্মেলন

পানির নিচে নতুন এক মহাদেশ আবিষ্কার

কক্সবাজারে ছাড়ের ঘোষণা দিয়ে তিন থেকে পাঁচগুণ বেশি ভাড়া আদায়

আজ ঢাকায় অঞ্জন দত্তের কনসার্ট

পেছানো হবে না ইলিশ ধরার নিষেধাজ্ঞার সময়সীমা : প্রাণিসম্পদমন্ত্রী

ইউক্রেনের ১১টি ড্রোন ধ্বংস করার দাবি রাশিয়ার

নাগোর্নো-কারাবাখে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের ঘোষণা জাতিসংঘের