বেয়ারোস্টের রাজকীয় প্রত্যাবর্তনে রান তাড়ার অবিশ্বাস্য রেকর্ড পাঞ্জাবের
২৭ এপ্রিল ২০২৪, ০২:৩৮ এএম | আপডেট: ২৭ এপ্রিল ২০২৪, ০৪:৩৬ এএম
এবার আইপিএল যেন রেকর্ড ভাঙার ও গড়ার পসরা সাজিয়ে বসেছে।টি-টোয়েন্টি ক্রিকেটের সংজ্ঞা নতুন করে লিখতে চলা আইপিএলের চলতি মৌসুম এরই মধ্যে দেখে সর্বোচ্চ দলীয় স্কোর, চার-ছক্কার রেকর্ড,পাওয়ারপ্লেতেই ১২০ রান সহ আরও অনেক রেকর্ড। শুক্রবার হল আরও একটি অবিশ্বাস্য রেকর্ড।
সুনিল নারাইন ও ফিলিপ সল্টের বিস্ফোরক ইনিংসে কলকাতা নাইট রাইডার্স ২৬২ রানের পাহাড় ছুঁড়ে দেয় কিংস ইলেভেন পাঞ্চাবের দিকে।বর্তমান রান ফোয়ারার যুগেও যেটি জয়ের জন্য একটু বেশি বলেই মনে হয়েছিল।তবে খ্যাপাটে ব্যাটিংয়ে পাঞ্চাব সেটি ভেঙে ফেলে ৮ বল আর ৮ উইকেট হাতে রেখেই !
আইপিএল তো বটেই,আন্তর্জাতিকসহ সব ধরনের টি-টোয়েন্টি ক্রিকেটে এর চেয়ে রাম তাড়া করে জেতার নজির নেই।
এর বাইরে এফিন চার ছক্কারও নতুন রেকর্ড হয়েছে।সব মিলিয়ে এই ম্যাচে ছক্কা হয়েছে ৪২টি। আগের সর্বোচ্চ ছিল ৩৮টি ছক্কা, সেটিও হয়েছিল এবারের আইপিএলে, গত ২৭ মার্চ সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ানস ম্যাচে।
টি-টোয়েন্টি ক্রিকেটে এর আগে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার দখলে। ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের ২৫৮ রান তাড়া করে এ রেকর্ড গড়েছিল প্রোটিয়ারা।
এমন অবিশ্বাস্য অর্জন পাঞ্চাবের মূল নায়ক জনি বেয়ারোস্টো।এই মারকুটে ইংলিশ ওপেনার বেশি কিছুদিন ধরেই ছিলেন ভীষণ অধারবাহিক।ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যর্থতার পর রানের দেখা পাচ্ছিলেন না আইপিএলেও।অফ ফর্মে থাকায় বাধ্য করতে হয় দল থেকে। কাল দুই ম্যাচে দলে ফিরলেন।ফিরলেন নিজের চেনা রুপেও।ওপেনিংয়ে নামা এই ওপেনার চার ছক্কার ফুলঝরি ছুটিয়ে তুলে নিলেন ৪৫ বলে পূর্ণ করেন ঝড়ো এক সেঞ্চুরি। ৪৮ বলে ৮ চার ও নয় ছক্কায় ৪৮ বলে ১০৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন বেয়ারোস্টো।তবে তবে এদিন পাঞ্জাবে বের হয়ে কি যেই এসেছিলেন, সবাই ছিলেন আগ্রাসী। বেয়ারোস্টের আরেক ওপেনিং সঙ্গী প্রবসিমরান খেলেন ২০ বলে ৫৪ রানের বিষ্ফোরক ইনিংস।বেয়ারোস্টের সঙ্গে এরপর 'তাণ্ডবে' যোগ দেন চার নম্বরে নেমে শশাঙ্ক সিংহ।আইপিএলের এই নতুন সেনসেশনের খেলেন ২৮ বলে অপরাজিত ৬৮ রান আরেকটি ম্যাচ জেতানো ইনিংস।
এর আগে আগে প্রথমে ব্যাটিংয়ে নামা কলকাতাকে আবারও উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন দলটির হাই প্রোফাইল ওপেনিং জুটি।দুই আগ্রাসী ওপেনার ফিলিপ সল্ট ও সুনিল নারাইন শুরু থেকেই প্রতি ওভারে একাধিক বাউন্ডারি হাঁকিয়ে গেছেন। আর তাতে পাওয়ার প্লেতে বিনা উইকেটে কলকাতা তোলে ফেলে ৭৬ রান। নারাইন-সল্ট মিলে আরও একটি শতরানের জুটি গড়েন মাত্র ৪৮ বলে। মাত্র ২৩ বলে ফিফটি করেন নারাইন। আর সল্ট ফিফটি পান ২৫ বলে।৩২ বলে ৭১ করে নারাইন ফিরলে ভাঙ্গে এই দুজনের মাত্র ৬২ বলে করা ১৩৮ রানের জুটি।খানিক পরে সল্টও আউট হন ৩৭ বলে ৭৫ রান করে।
শেষে ভেঙ্কটেস আইয়ার(২৩ বলে ৩৯), আন্দ্রে রাসেল(১২ বলে ২৪) শ্রেয়াস আইয়ারের (১০ বলে ২৮) কার্যকরি তিনটি ইনিংসে ২৬০ রান পার করে কলকাতা।তবে এত বড় স্কোর করেও পরেও জয় পেল দুইবারের লীগ শিরোপাধারীরা । ব্যাট হাতে দারুণ এক ইনিংসের পর বল হাতেও অবশ্য নারায়ন একাই চেষ্টা করে গিয়েছিলেন। এই স্পিনার বল হাতে আজ ৪ ওভারে রান দিয়েছেন মাত্র ২৪ রান, উইকেটর দেখাও পেয়েছেন একবার। কলকাতার বাকি বোলাররা ১৪.৪ ওভারে রান খরচ করেছেন ২৩৬। ওভারপ্রতি রান দিয়েছেন ১৬.০৯ করে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
খালিশপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশন দ্বি-বার্ষিক সম্মেলন
যুব এশিয়া কাপজয়ীরা পাচ্ছেন আর্থিক পুরস্কার
আদমদিঘীতে বিএনপি কার্যালয় উদ্বোধন
রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
গোপালগঞ্জে বিএনপির বহিস্কৃত ও আ. লীগ কর্মীদের নিয়ে বিএনপির ২ জেলা কার্যালয়
কালীগঞ্জে ভাইরাল চিতাবাঘ হত্যার ঘটনায় দুইজন গ্রেপ্তার বন বিভাগ ও প্রশাসনে তোলপাড়
আশুলিয়ায় স্ট্যান্ডে চাঁদার দাবীতে হামলার অভিযোগ; আহত-১৩
সউদী আরবে সন্ত্রাসী কার্যকলাপের জন্য দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর
শুটিংয়ে গিয়ে আপত্তিকর আচরণ করায় নির্মাতার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা
সালাম মুর্শেদীর ৪ মামলার জামিন নামঞ্জুর
সম্প্রীতির জন্য রাখাইন রাজ্যে টেকসই রোহিঙ্গা প্রত্যাবাসন অপরিহার্য: পররাষ্ট্র উপদেষ্টা
গবিসাসের নতুন সভাপতি সানজিদা, সম্পাদক ইভা
গাজীপুরের শ্রীপুরে কারখানার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
খুবির উৎকর্ষ সাধনে পাশে থাকবে ইরান
বঙ্গবন্ধু রেলসেতুর নাম বদলে হলো ‘যমুনা রেলসেতু’
মানিকগঞ্জ-২ আসনের সীমানা পুনর্নির্ধারণের দাবি হরিরামপুর-শিবালয়বাসীর
গোয়ালন্দে সুইট হাট জাতের মিষ্টি কুমড়া চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের
হঠাৎ কেন দোয়া চাইলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া!
শিক্ষক নিয়োগে অনিয়ম পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে পঙ্গু করে ফেলছে : শিক্ষা উপদেষ্টা
এবার ৯৭ বলে অপরাজিত ২০১ রিজভির