বৈরী আবহাওয়ায় লিচু ফেঁটে গড়িয়ে পড়ছে রস
০৪ জুন ২০২৩, ০৮:৩২ পিএম | আপডেট: ০৫ জুন ২০২৩, ১২:০০ এএম
তীব্র দাবদাহ, অনাবৃষ্টি ও প্রখর রোদের কারণে বিরুপ প্রভাব পড়েছে দিনাজপুরের লিচুখ্যাত বিরল উপজেলার লিচু বাগানগুলোতে। মৌসুমের শুরুতে এমন বৈরী আবহাওয়ার কারণে একদিকে যেমন গাছে গাছে লিচু ফেঁটে চৌচির হয়ে রস গড়িয়ে পড়ে যাচ্ছে। অন্যদিকে অপুরুণীয় ক্ষতির হাত থেকে বাঁচতে হাহাকার অবস্থা বিরাজ করছে লিচু ব্যবসায়ী ও বাগান মালিকদের মধ্যে। অপুরুণীয় ক্ষতির কারণে অনেক ছোট ছোট বাগান মালিক ও লিচু ব্যবসায়ী তাদের সহায় সম্বল হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে। বিভিন্ন বাগান ঘুরে লিচুর করুণ অবস্থা দেখে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা মৌসুমী লিচু ব্যবসায়ীরাও লিচু না কিনে ফেরত যাচ্ছে। অনেকে লোকসান থেকে কিছুটা বাঁচতে ঐ অবস্থায় লিচু পেড়ে বাজার বা আড়ৎ-এ নিয়ে গেলে ক্রেতার অভাবে ন্যায্য মূল্যে বিক্রি করতে পারছে না। এ মৌসুমের প্রথমে মাদ্রাজী জাতের লিচু প্রতি হাজার যেখানে বিক্রি হয়েছে ৩ হাজার টাকায়, সেখানে রোদে পুড়ে ওই লিচু এখন বাজারে বিক্রি হচ্ছে প্রতি হাজার মাত্র ৮ থেকে ৯শ’ টাকায়।
বাজার ঘুরে দেখা গেছে, বর্তমান বাজারে বোম্বে জাতের লিচু প্রতিহাজার বিক্রি হচ্ছে মাত্র ১২ থেকে ১৩শ’ টাকায়, চায়না-থ্রি, চায়না-টু জাতের লিচু ২ হাজার ৮শ’ থেকে ৪ হাজার টাকা এবং কাঁঠালী, বেদেনা জাতের লিচু বিক্রি হচ্ছে প্রতি হাজার ২ হাজার ৫শ’ থেকে ৪ হাজার টাকায়। অথচ এবারই বোম্বে জাতের লিচু প্রতি হাজার বিক্রি হয়েছে সাড়ে ৩ থেকে ৪ হাজার টাকায়, চায়না-থ্রি, চায়না-টু ৫ থেকে ৬ হাজার টাকায় এবং কাঁঠালী, বেদেনা ৫ থেকে ৬ হাজার টাকায়। তীব্র দাবদাহ, প্রখর রোদ এবং প্রচন্ড ঝাঁজালো গরমের কারণে লিচুর বাগান ও বাজারে এ বিপর্যয় দেখা দিয়েছে। প্রতি বছর এ মৌসুমে প্রতিটি বাগানে বাগানে মানুষের হাক ডাক ও আনন্দ উল্লাস লক্ষ করা যায়। লিচু বাগানে চোখ পড়লেই মনে হত যেন সূর্যের লাল আভা উকি দিয়ে খিল খিলিয়ে হাসছে। এবারের চিত্র যেন পুরোটাই ভিন্ন। অতিরিক্তি তাপ মাত্রার কারণে সেই হাস্যজ্জোল বাগানের লিচুগুলির রং জ্বলে গিয়ে মোরে গেছে। মানুষের মনেও নেই কোন ফূর্তি আর অন্যান্য মৌসুমের মত আনন্দ উল্লাস। বিভিন্ন এরাকা ঘুরে কথায় হয় অনেক লিচু ব্যবসায়ী ও বাগান মারিকের সাথে। অনেকে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন। বিরল রবিপুর এলাকার লিচু ব্যবসায়ী মফিজুল ইসলাম বলেন, তিনি রবিপুর ও মাধববাটি এলাকায় ৪ বাগান কিনেছেন। বাগানে বোম্বাই লিচু রয়েছে। টানা ৪ দিনের প্রচন্ড দাবদাহে তার লিচু বাগানের সিংহভাগ লিচু রোদে পুড়ে গেছে। এখন ফেটে গিয়ে ঝড়ে পড়ছে। গাছের লিচু কোন পাইকাড় বা আড়ৎদার কিনতে চাচ্ছেনা। তিনি লিচু নিয়ে চরম বিপাকে পড়েছেন। বৈরী আবহাওয়ার কারণে তাকে কমপক্ষে ১০ লক্ষ টাকা লোকসান গুনতে হবে। এমনই কথা জানান, বিরলের লিচু ব্যবসায়ী নজরুল ইসলাম, অহিদুর রহমান, আব্দুস সালাম, দঃ রঘুনাথপুর গ্রামের বাগান মালিক নুর আলম ও বালান্দোর গ্রামের আবুল কাশেম। তারা সকলে ক্ষতি থেকে বাঁচতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যপারে বিরল উপজেলা অফিসার মোস্তফা হাসান ইমামের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, এ উপজেলায় ২ হাজার ৫শ’ ৫৮ হেক্টর জমিতে লিচু গাছ রয়েছে। এর মধ্যে ৯৫ হেক্টর জমিতে বেদেনা এবং ৩শ’ ২৩ হেক্টর জমিতে রয়েছে চায়না থ্রি জাতের লিচু গাছ। বৈরী আবহাওয়ার কারণে লিচুর ছাল পুড়ে গিয়ে লিচু থেকে রস গড়িয়ে পড়ছে। আবহাওয়া অনুকুলে ছাড়া এমন অবস্থায় লিচুগুলিকে কোন অবস্থায় টিকানো সম্ভব নয়। পরিপক্ক হলে দ্রুত এ সমস্ত লিচু বাজার জাত করা উচিত। বৈরী আবহাওয়ার কারণে কি পরিমান ক্ষতি হতে পারে এবিষয় জানতে চাইলে তিনি জানান, ক্ষতির পরিমান অবশ্যই অনেক। এমন অবস্থা দেখে অনেকে বাগান ছেড়ে চলে গেছেন। তাপ মাত্রা অতিরিক্ত হবার কারণে সে সমস্ত লিচু ফেঁটে রস গড়িয়ে পড়ছে। সে সমস্ত লিচু দ্রুত অপসারণ করা না হলে সেখান থেকে আরোও বড় ধরণের এবং দীর্ঘ মেয়াদী ক্ষতি হতে পারে। কারণ লিচুর গড়িয়ে পড়া রস থেকে ক্ষতিকারক বিভিন্ন প্রকার ছত্রাক ও পোকার জন্ম হয়ে গাছের ক্ষতি করবে। আর সেটা হলে ভয়াবহ ক্ষতি হতে পারে। এ উপজেলার লিচু ও আম রফতানি হচ্ছে কিনা এ ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি জানান, এবারই প্রথম প্রাইম এশিয়া নামের একটি কোম্পানি আমাদের এ উপজেলা থেকে প্রাথমিক পর্যায় বেদেনা ও চায়না-৩ জাতের লিচু ৩শ’ কেজি ও বারী ফোর, কাটিমন ও ব্যানানা ম্যাংগো জাতের ১ হাজার কেজি আম সংগ্রহ করে ফ্রান্সে সুপার সোপে রফতানি করতে চেয়েছেন। তাদের একটি প্রতিনিধি দল ইতোমধ্যে এ উপজেলার রবিপুর, মধাব বাটী, পুরিয়া, জোড়কালী, পাকুড়া এলাকায় মোট ৬টি বাগান পরিদর্শন করেছেন। সব কিছু ঠিক থাকলে রফতানীর পরিমান আরোও বাড়তে পারে।
বিভাগ : আজকের পত্রিকা
মন্তব্য করুন
আরও পড়ুন
ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হার
ফ্রেন্ডলি ফায়ার দুর্ঘটনায় লোহিত সাগরে মার্কিন যুদ্ধবিমান ধ্বংস
ইরানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১০
বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী নারী কে, জানেন?
বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত
হাত ফসকে আইফোন পড়ে গেল মন্দিরের দানবাক্সে, ফেরত দিতে অস্বীকৃতি
কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫
ঢাকার বায়ুমানে উন্নতির কোনো লক্ষণ নেই, বিপজ্জনকের কাছাকাছি
উগ্রবাদী সন্ত্রাসী 'সাদ' পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন
বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত
সিনেটে প্রার্থী হতে সরে দাঁড়ালেন লারা ট্রাম্প
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ
মার্চের মধ্যে রাষ্ট্র-সংস্কার কাজ শেষ হবে : ধর্ম উপদেষ্টা
জামালপুরে দুই ইজিবাইকের চাপায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু
বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের সামরিক সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২
নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ সিরিয়ায়
ঘনকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি সার্ভিস চালু
গাজায় যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে