সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
২১ মার্চ ২০২৩, ০৯:১৪ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০১:৩৬ এএম
আরেক দফা
ইনকিলাব ডেস্ক : শুল্কমুক্ত বাণিজ্য চুক্তি করতে চতুর্থ দফায় আলোচনায় বসেছে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। দুপক্ষের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরো শক্তিশালী করার উদ্যোগের অংশ হিসেবে চলতি সপ্তাহে ব্রাসেলসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী জুনের ১২ থেকে ১৬ তারিখ পরবর্তী আলোচনার তারিখও নির্ধারণ করা হয়েছে। বাণিজ্য, বিনিয়োগ ও ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যসংক্রান্ত প্রস্তাবিত চুক্তির আলোচনা আট বছর স্থগিত থাকার পর ভারত ও ইইউ আলোচনা চালিয়ে নিতে সম্মত হয়। এর পরিপ্রেক্ষিতে গত বছরের ১৭ জুন শুরু হয় আলোচনা। পিটিআই।
জরুরি অবস্থা
ইনকিলাব ডেস্ক : কুয়েতে পাইপলাইন ফুটো হয়ে তেল ছড়িয়ে পড়ায় ‘জরুরি অবস্থা’ ঘোষণা করেছে একটি রাষ্ট্রীয় তেল কোম্পানি।দেশটির পশ্চিমাঞ্চলে তেল ছড়িয়ে পড়ার পর সোমবার এ জরুরি অবস্থা ঘোষণা করা হয়। কুয়েত অয়েল কোম্পানি তাদের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি বা তেল উৎপাদনে কোনও ব্যঘাত ঘটেনি বলেও জানানো হয়েছে বিবৃতিতে। তেল কোম্পানির মুখপাত্র কুসাই আল–আমের বলেন, ঘটনাস্থলে কোনও বিষাক্ত ধোঁয়া শনাক্ত হয়নি। মাটিতে পাইপলাইন ছিদ্র হয়েছে। তবে তা কোনও আবাসিক এলাকায় নয়। আল আরাবিয়া।
টেক্সাসে শিশুর মৃত্যু
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাসে আবারও একটি স্কুলে বন্দুক হামলার ঘটনা হয়েছে। অস্ত্রধারীর গুলিতে মৃত্যু হয়েছে এক শিশুর। এছাড়া, আহত হয়েছে আরও একজন। সংবাদকর্মীদের কাছে আর্লিংটনের পুলিশ চিফ আল জোনস নিশ্চিত করেছেন এ খবর। সোমবার স্থানীয় সময় সকাল ৭টায় ডালাসের আর্লিংটনের লামার হাইস্কুলের বাইরে এ ঘটনা ঘটে। এদিন বসন্তের ছুটি কাটিয়ে স্কুলে ফেরে শিশুরা। এলোপাতাড়ি গুলি ছুঁড়ে পালিয়ে যাওয়ার সময় ধরে ফেলা হয় তাকে। তার আগে, গুলি বর্ষণের প্রত্যক্ষদর্শী জরুরি সেবা নম্বর ৯১১’এ ফোন করে জানায় এই ঘটনায়। এনবিসি নিউজ।
আহ্বান চীনের
ইনকিলাব ডেস্ক : জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধিদলের অস্থায়ী রাষ্ট্রদূত দাই বিং নিরাপত্তা পরিষদে সুদান বিষয়ক এক পর্যালোচনায় সংশ্লিষ্ট দেশ এবং আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলোকে অবিলম্বে ও শর্তহীনভাবে সুদানের অর্থনৈতিক সাহায্য পুনরুদ্ধারের আহ্বান জানান। তিনি সংশ্লিষ্ট পক্ষকে দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা বাতিলেরও তাগিদ দেন। তিনি বলেন, সম্প্রতি সুদানের রাজনৈতিক পরিস্থিতির অব্যাহত অগ্রগতি হচ্ছে। কিন্তু দেশটির অর্থনৈতিক ও মানবিক পরিস্থিতি উদ্বেগজনক। জাতিসংঘের পর্যালোচনা অনুসারে, ২০২৩ সালে দেশটির এক-তৃতীয়াংশ মানুষের মানবিক সাহায্য দরকার। আন্তর্জাতিক অর্থ সরবরাহ হ্রাস গুরুতরভাবে মানবিক ত্রাণ কাজকে সীমাবদ্ধ করেছে। সিআরআই।
ইউবিএসের রেটিং
ইনকিলাব ডেস্ক : আর্থিক সংকটে থাকা ক্রেডিট সুইস ব্যাংককে ক্রয় করবে ইউবিএস। স্থানীয় সময় সোমবার মার্কিন এসপি গ্লোবাল ইউবিএসের রেটিং আউটলুক ‘স্থিতিশীল’ থেকে ‘নেতিবাচক’ পর্যায়ে নামিয়ে এনেছে। কারণ ক্রেডিট সুইসকে ক্রয়ের সিদ্ধান্ত ইউবিএসের জন্য গুরুতর নির্বাহী ঝুঁকি বয়ে আনবে। এসপি গ্লোবাল জানিয়েছে যে ইউবিএস এবং ক্রেডিট সুইস উভয়েরই সুইজারল্যান্ডের ব্যাংক শিল্পে অনেক অভিন্ন গ্রাহক রয়েছে। ফলে ক্রয় শেষ হলে অনেক গ্রাহক হারিয়ে যাবে বলে অনুমান করা হয়। সিআরআই।
বিভাগ : আজকের পত্রিকা
মন্তব্য করুন
আরও পড়ুন
হল্যান্ডের পেনাল্টি মিস,বিবর্ণ সিটি ফের হারাল পয়েন্ট
শরীফ থেকে শরীফার গল্প বাতিল করতে হবে: ইসলামী আন্দোলন বাংলাদেশ
বিসিএ নির্বাচন সম্পন্ন: মিজান সভাপতি, মতিন সম্পাদক
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩
বিএনপি মুক্ত সাংবাদিকতায় বিশ্বাসী: শাহজাহান চৌধুরী
সচিবালয়ে আগুন: গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতাকে দায়ী করলো এবি পার্টি
পরকীয়া প্রেমের ঘটনায় গৌরনদীতে উপ-সহকারী ২ কৃষি কর্মকর্তা এলাকাবাসীর হাতে আটক
‘প্রতিবন্ধীদের সংগঠন ও সম্পদ দখল করে পতিত সরকারের শিল্পমন্ত্রীর কন্যা’
আশিয়ান সিটির স্টলে বুকিং দিলেই মিলছে ল্যাপটপ
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাটি পরিকল্পিত নাশকতা: ইসলামী আইনজীবী পরিষদ
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
লামায় ১৭টি ত্রিপুরা সম্প্রদায়ের বসতঘর পুড়ে ছাই হওয়ার ঘটনায় ৪জন গ্রেপ্তার
বিজয় দিবস টেনিস শুক্রবার শুরু
আশুলিয়ায় ভাড়াটিয়া তাড়িয়ে জোরপূর্বক জমি দখলের অভিযোগ
আজানের জবাব দেওয়া প্রসঙ্গে।
লক্ষ্মীপুরে চুরির অপবাদে নাকে খত দেওয়ার ঘটনায় মামলা
শরীয়তপুরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
হেঁটে টেকনাফ গেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাসেদুল