গাজীপুরে বাড়িতে ঢুকে ডাকাতি বাধা দেয়ায় কলেজছাত্র খুন
১৩ মার্চ ২০২৩, ১০:২৮ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০২:১৩ পিএম
গাজীপুরে গ্রিল কেটে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে মাহিউস সোনান চৌধুরী (১৯) নামে এক কলেজ ছাত্রকে হত্যা করেছে। দুর্বৃত্তরা এ সময় ওই বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাট করে নিয়ে যায়। গাজীপুর মহানগরীর দক্ষিণ শালনা এলাকায় গত রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ গতকাল সোমবার সকালে ওই কলেজ ছাত্রের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ঘটনার খবর পেয়ে গাজীপুর মহানগরী পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সিআইডি ও পিবিআই ঘটনা স্থলে থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।
নিহত মাহিউস সোনান চৌধুরী (১৯) গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানাধীন ১৯ নং ওয়ার্ড দক্ষিণ সালনা এলাকার উত্তর মোল্লা পাড়ার মৃত একেএম জালাল চৌধুরীর ছেলে। সে গাজীপুর মহানগরীর কাজী আজিম উদ্দিন কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা সূত্র জানায়, অজ্ঞাত পরিচয়ে কতিপয় যুবক গত রোববার দিবাগত রাত ৩টার দিকে ওই বাড়ির দরজার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে। পরে সকলের চোখ বেঁধে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে। এ সময় দুর্বৃত্তদের বাধা দিলে দুর্বৃত্তরা কলেজ ছাত্র মাহিউস সোনান চৌধুরীকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়।
নিহত শিক্ষার্থীর মা মেহজাবিন জানান, গত রোববার দিবাগত রাত ৩টার দিকে কয়েকজন যুবক বাড়ির গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে কালো কাপড় দিয়ে আমার চোখ বেধে ফেলে। পরে ঘরের আলমারী ভেঙ্গে ৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ২৫-৩০ হাজার টাকা লুট করার সময় তার ছেলে বাঁধা দিলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে ওই যুবকেরা পালিয়ে যায়।
তিনি আরো বলেন, আমার ছেলে মোবাইলে বিভিন্ন গেম খেলতো। সেই গেমের আইডি বিক্রি করার টাকা নিয়ে ৪-৫ মাস আগে এলাকার ছেলেদের সাথে ঝামেলা হয়েছিল। পরে সেটির মিমাংসা হয়ে যায়। আমার চোখ বাঁধা থাকার কারণে কারা আমার ছেলেকে হত্যা করেছে বলতে পারছি না।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানা পুলিশ জানান, গত রোববার দিবাগত রাত ৩টার দিকে একদল দুর্বৃত্ত তাদের বাড়ির গ্রীল কেটে প্রবেশ করে। দুর্বৃত্তরা তাদের বাড়িতে স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে। এ সময় ওই কলেজ ছাত্র তাদের বাধা দিলে তাকে দুর্বৃত্তরা শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে রায়।
গাজীপুর মেট্রো পুলিশের সহকারী কমিশনার রেদওয়ান আহমেদ জানান, খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে এ বিষয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। কারা এই ঘটনা ঘটিয়েছে, কেন করেছে এবং এর নেপথ্যে কারা এ বিষয় গুলোকে সামনে রেখে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
বিভাগ : আজকের পত্রিকা
মন্তব্য করুন
আরও পড়ুন
ইজতেমার মাঠে মুসল্লিদের উপর বর্বর হামলার প্রতিবাদে কুমিল্লার মনোহরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
কলাপাড়ায় দিনমজুরের বসত ঘর পুড়ে ছাই
মেলবোর্নে অনিশ্চিত হেড, অভিষেক হচ্ছে কনস্টাসের
লে. জেনারেল মাইনুলকে বিদেশ যেতে বাধা
ব্রাহ্মণবাড়িয়ায় আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের কলমবিরতি
এস আলমের চিনি, ইস্পাত ও ব্যাগ কারখানা বন্ধ ঘোষণা
পটুয়াখালীতে সুবিধা বঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার দুর্যোগের প্রভাব বিষয়ক প্রজেক্ট ওরিয়েন্টশন
ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালে ধাক্কা লাগাকে কেন্দ্র করে চিকিৎসকে মারধোর
মুফতি মুতাজ সভাপতি মুফতি শুয়াইব সাধারণ সম্পাদক নির্বাচিত
নওগাঁয় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
সিরিয়ায় বিমান চলাচল স্থগিত করল ইরান
যুক্তরাষ্ট্রে খুন মাদক পাচারকারী সুনীল যাদব, দায় নিল বিষ্ণোই গ্যাং
চাঁদপুরে জাহাজে সেভেন মার্ডার: স্বজনদের দাবি পরিকল্পিত হত্যাকান্ড
বাগেরহাটে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন বরখাস্ত
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা
"স্বপ্ন রুরাল ফাউন্ডেশন: তরুণদের হাত ধরে সমাজ বদলের এক নতুন যাত্রা"
রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে ছাই হাজারো ঘর, শিশুসহ নিহত দুজন
সিলেট সীমান্ত থেকে ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
নিখোঁজের ৬ দিন পর বিক্রয় কর্মীর লাশ উদ্ধার
চাঁদপুরে জাহাজে ৭ খুন একজনের বাড়ী ফরিদপুর গেরদা ইউনিয়নে