উইলিয়ামসন ফেরালেন ৭৫ বছর আগের স্মৃতি
১৩ মার্চ ২০২৩, ১০:৪৩ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৭:৩৫ এএম
ডেভিড ফিঞ্চার বা ড্যারেন অ্যারোনফস্কির কোন থ্রিলার চলচিত্র গতকাল হ্যাগলি ওভালের বিশাল পর্দায় দেখানো হয়নি। তবুও নির্ধারিত ওভারের খেলা শেষে গোটা মাঠের হাজার হাজার চোখজোড়া আটকে ছিল সেখানে! শ্রীলঙ্কার বিপক্ষে স্বাগতিক নিউজিল্যান্ডকে প্রথম টেস্ট জেতার জন্য শেষ ওভারে দরকার ছিল ৮ রান আর শেষ দুই বলে ১ রান। সেখান থেকে সমীকরণ দাঁড়ায় শেষ বলে লাগবে একরান। আর তা না হলে ম্যাচ টাই। আসিথা ফার্নান্দোর বাউন্সারটা মনে হচ্ছিল কেন উইলিয়ামসনের ব্যাটে লেগে উইকেটকিপারের হাতে গিয়েছে। তবে কিছুই না ভেবে রানের জন্য দৌড়ালেন সাবেক কিউই কাপ্তান। এদিকে বল কিপার ঘুরে আবারো আসিথার হাতে আসলে তিনি সরাসরি থোতে স্টাম্প ভাঙলেন। ধারাভাষ্যকার বলছিলেনÑ একইসাথে দুটি আবেদন শ্রীলঙ্কার যার ফলাফল এখন কেবল থার্ড আম্পায়রই দিতে পারে। এই সেই থ্রিলার যার জন্য গোটা স্টেডিয়ামের চোখ বড়পর্দায়। ক্যাচ এবং রান আউটের দুই ফাঁদ থেকেই একে-একে বেঁচে গেলেন উইলিয়ামসন। গতকাল ক্রাইস্টচার্চে গৌরবময় অনিশ্চয়তার সাদা বলের ক্রিকেটে শেষ বলের নাটকীয় ২ উইকেটের জয়ে দুই ম্যাচ সিরিজের টেস্টে এগিয়ে গেল নিউজিল্যান্ড।
একটুর জন্য রান আউটের হাত থেকে বেঁচে যাওয়া উইলিয়ামসন যেন বিশ্বাসই করতে পারছিলেন না। একই অবস্থা প্রতিপক্ষ লঙ্কান শিবিরেও। গতকাল নিউজিল্যান্ড খেলা শুরু করে ১ উইকেটে ২৮ রান নিয়ে। লক্ষ্য ছিল ২৮৫ রানের। এই মাঠে আবার দুইশ বা তার বেশি তাড়া করতে নেমে জয়ের রেকর্ড মাত্র একটি। তাই স্বাগতিকদের কাজটা কঠিন ছিল। কাজটা কঠিনতর করে তোলে বৃষ্টি ও ভেজা মাঠ, তাই প্রথম সেশনে নামতে দেয়নি দুই দলকে।
উইলিয়ামসন ও ল্যাথামের জুটি থামে দিনের ১১তম ওভারে। হেনরি নিকোলসকে সঙ্গী করে আরও ৪০ রান এনে দেন উইলিয়ামসন। ড্যারিল মিচেল নামতেই জয়ের জন্য খেলতে শুরু করে নিউজিল্যান্ড। এই মিডল অর্ডার ব্যাটসম্যান প্রথম ইনিংসের ১০২ রানের পর গতকালও ওয়ানডে ধাঁচে ৮১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন। এই জুটির কল্যাণে ১৫৭ বলে এসেছে ১৪২ রান।
নিউজিল্যান্ডের নিশ্চিত জয়ই একমাত্র ফলাফল। এমন চিন্তা মাথায় আসতে না আসতেই নাটক। আসিথা ফার্নান্দোর বলে বোল্ড হলেন মিচেল। পরের ওভারেই টম ব্লান্ডেলকেও একইভাবে ফেরালেন ফার্নান্দো। একটু পরেই ব্রেসওয়েলও ফিরলেন ফার্নান্দোর বলে। উইলিয়ামসনও ফিরতে পারতেন, কিন্তু ডিকভেলা তার ক্যাচ ফেলেছেন। তবু কিউইরা এগিয়ে ছিল। ১৯ রান দরকার, হাতে ৪ উইকেট। উইকেটে সেঞ্চুরি করে ফেলা উইলিয়ামসন আছেন। কিন্তু ওভারও কমে আসছিল। লাহিরু কুমারা ফিরিয়ে দিলেন টিম সাউদিকে।
শেষ ওভারে দরকার ছিল ৮ রান। প্রথম দুই বলে এল দুই সিঙ্গেল। তৃতীয় বলে দুই রান নিয়ে স্ট্রাইকে থাকতে চাইলেন উইলিয়ামসন, কিন্তু অন্য প্রান্তে রান আউট ম্যাট হেনরি। ৩ বলে ৫ রান দরকার নিউজিল্যান্ডের। সব ফিল্ডারকে সীমানায় পাঠিয়ে দিয়েছিল লঙ্কান কাপ্তান করুনারতেœ। কিন্তু চোখ কপালে তোলা একশটে পয়েন্ট দিয়ে চার ঠিকই বের করে নিলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক। আর মাত্র দরকার ১ রান।
কিন্তু অন্য প্রান্তে থাকা চোট নিয়ে নামা ওয়াগনার কি দৌড়াতে পারবেন? ফার্নান্দো বাউন্সার দিয়ে সিঙ্গেল আটকালেন। আর তারপরই সেই থ্রিলার। যেখানে ৭৫ বছর পর টেস্টের শেষ বলে জয় নিশ্চিত করল কিউইরা। এরআগে ১৯৪৮ সালের ২০ ডিসেম্বর ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ড শেষ বলে টেস্ট জিতেছিল। টেস্ট ক্রিকেটের ১৪৬ বছরের ইতিহাসে শেষ বলে টেস্ট জয়ের ঘটনা এই দুটিই। নিউজিল্যান্ডের এই জয়ের ফলে ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে দুইয়ে থাকা নিশ্চিত হলো। জুনের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এবারও থাকছে ভারত, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
বিভাগ : আজকের পত্রিকা
মন্তব্য করুন
আরও পড়ুন
ট্রাম্প ব্যবসায়ী, আমরাও একজন ব্যবসায়ী পার্টনার চাই : টাইম ম্যাগাজিনকে ড. ইউনূস
আদানির দুর্নীতি : এবার ভারতেই বির্তকের মুখে মোদি সরকার
প্রেসিডেন্টর সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
নিজ্জর হত্যায় মোদীর সংশ্লিষ্টতার দাবি কানাডার সংবাদমাধ্যমের ,‘হাস্যকর’ দাবি ভারতের
পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে গুলি, নিহত ৪২
এক সপ্তাহে রিজার্ভ বাড়ল ৬ কোটি ১০ লাখ ডলার
ইউক্রেন যুদ্ধ বৈশ্বিক সংঘাতে পরিণত হচ্ছে : পুতিন
মুরগি-সবজিতে কিছুটা স্বস্তি, আলু এখনো চড়া
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, যা বলল যুক্তরাষ্ট্র
মার্কিন শ্রম প্রতিনিধি দল ঢাকা আসছে আজ
পার্থে শুরুতেই চাপে ভারত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা
সেনাকুঞ্জে খালেদা জিয়ার সঙ্গে জামায়াত আমীরের কুশল বিনিময়
সিঙ্গেল সিটের দাবিতে গভীর রাতেও হলের বাইরে ছাত্রীরা
ইসরাইলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৪৪ হাজার অতিক্রম করলো
ট্রাম্প প্রশাসনের নতুন অ্যার্টনি জেনারেল পাম বন্ডি
‘আ.লীগকে রাজনীতিতে সুযোগ দেওয়া মানে শহীদদের সঙ্গে গাদ্দারি করা’
বাংলাদেশের বিপক্ষে যে একাদশ দিয়ে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ
কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালসহ তিনজন গ্রেফতার
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ