ঢাকা   সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ | ৮ আশ্বিন ১৪৩১

বিএনপির সমাবেশ কেন্দ্র করে পথে পথে পুলিশের তল্লাশি চৌকি

Daily Inqilab স্টাফ রিপোর্টার

১২ জুলাই ২০২৩, ১১:০৭ পিএম | আপডেট: ১৩ জুলাই ২০২৩, ১২:০০ এএম

ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের বিভিন্ন সড়ক ও মহাসড়কে তল্লাশি চৌকি বসিয়েছিল পুলিশ। গতকাল বুধবার ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের সাইনবোর্ড, মৌচাক মোড়, কাঁচপুর, সুলতানা কামাল ব্রিজের ঢাল, ভুলতা মোড়সহ কয়েকটি স্থানে তল্লাশি চৌকি বসানো হয়।
আইন শৃংখলা বাহিনীর তল্লাশি চৌকিতে বাস, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করতে দেখা গেছে। তবে এই তল্লাশিকে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে দাবি করেছে পুলিশ।
এদিকে বিএনপি নেতাদের অভিযোগ, গত মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অন্তত ৩০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ১০ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন কাঞ্চন পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কোহিনুর আলম, সহ-সাধারণ সম্পাদক দেওয়ান জাকির, পৌরসভা বিএনপির সভাপতি মো. শিমুল, মোগড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল জলিল ভূঁইয়া, সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের বিএনপি কর্মী গাজী মনির, গাজী মাসুম, ফারুক হোসেন ও হযরত আলী, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি আলফাজ উদ্দিন ও সদস্য জাহিদ হোসেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, গত মঙ্গলবার রাত থেকে সকাল ১০টা পর্যন্ত পুলিশ একাধিক নেতাকর্মীর বাড়ি গিয়ে তল্লাশি করেছে। এখন পর্যন্ত অন্তত ৩০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে রূপগঞ্জে ৬, সোনারগাঁয়ে ৩, সিদ্ধিরগঞ্জে ৫ ও নারায়ণগঞ্জ নগরে ১৬ নেতাকর্মী রয়েছেন। ঢাকার সমাবেশে যাতে নেতাকর্মীরা যেতে না পারে সেজন্য পুলিশের এই কার্যক্রম।
সমাবেশকে ঘিরে পুলিশের এমন অভিযানের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন। তার অভিযোগ, তল্লাশি চৌকি বসিয়ে পুলিশ বিএনপির নেতাকর্মীদের ঢাকা যেতে বাধা দিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা যখন ঢাকায় তখনো বিএনপির নেতাদের বাড়ি বাড়ি পুলিশ গিয়ে ভয়ভীতি দেখাচ্ছে।
সরেজমিনে নারায়ণগঞ্জের সাইনবোর্ড, মৌচাক মোড়, কাঁচপুর ও মদনপুর এলাকায় পুলিশের তল্লাশি চৌকি দেখা গেছে। এসব স্থানে যানবাহন থামিয়ে তল্লাশি করছে পুলিশ সদস্যরা। যাত্রীরা কে, কোথায় যাচ্ছেন তাও জানতে চাচ্ছে পুলিশ। শহরের চাষাঢ়া, দুই নম্বর গেট এলাকাতেও পুলিশের সতর্ক অবস্থান দেখা গেছে। তবে দুপুর আড়াইটা পর্যন্ত তল্লাশি চৌকিতে কাউকে আটকের খবর পাওয়া যায়নি।
এদিকে মহাসড়কে অন্যান্য দিনের তুলনায় যানবাহন চলাচল ছিল খুবই কম। তল্লাশির কারণে যানবাহনের চলাচলে ধীরগতিও ছিল। আবার বেশির ভাগ যানবাহন আওয়ামী লীগের নেতারা নিয়ে যাওয়ায় বিভিন্ন রুটে চলাচল করা যানবাহনের সংখ্যা ছিল খুবই কম। ফলে কর্মজীবী মানুষকে রাস্তায় নেমে বিপাকে পড়তে হয়। কাঙ্খিত বাস না পেয়ে অনেক কর্মজীবী মানুষ দ্বিগুন তিনগুন বেশি ভাড়া দিয়ে সিএনপি ভাড়া করে অফিসে যান। শনির আখড়া, কাজলা, রায়ের বাগ, মাতুয়াইলে শত শত যাত্রীকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
এদিকে কাঁচপুর ব্রিজের পূর্বপাশে সোনারগাঁ থানার একটি তল্লাশি চৌকি বসানো হয়েছে। সেখানে দায়িত্বরত পুলিশ পরিদর্শক আহসান উল্লাহ বলেন, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে কেউ যাতে কোথাও নাশকতামূলক কার্যক্রম বা বিশৃংখলা করতে না পারে সেজন্য পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে পুলিশ সতর্কতামূলক অবস্থানে রয়েছে। তবে কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি, হবে না।
জানতে চাইলে জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাউলাউ মারমা বলেন, সাইনবোর্ড, কাঁচপুর, ভুলতা, মৌচাক মোড়, মদনপুর, সুলতানা কামাল ব্রিজের পাশসহ জেলার বিভিন্ন স্থানে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। এটি পুলিশের নিয়মিত কার্যক্রম। তল্লাশি চৌকির স্থানগুলোতে কাউকে আটক করা হয়নি।
রাতে অভিযানে বিএনপি নেতাকর্মীদের আটকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সমাবেশকে কেন্দ্র করে নাশকতামূলক কার্যক্রম করার পরিকল্পনা করছেন এমন খবরে জেলার কয়েকটি স্থানে অভিযান চালিয়েছে পুলিশ। এসব অভিযানে ১৫ থেকে ২০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিষয়ে যাচাইবাছাই চলছে। তবে এখন পর্যন্ত তাদের কাউকে আটক বা গ্রেপ্তার দেখানো হয়নি।
এদিকে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সাভারে নিরাপত্তা চৌকি বসিয়েছিল পুলিশ। এতে রাজধানী প্রবেশমুখী লেনে দেখা দেয় যানজট। অনেক যাত্রীবাহী পরিবহনকে রাজধানী প্রবেশে অনুমতি দেয়নি পুলিশ।
যাত্রীদের অভিযোগ, রাজধানীতে বিএনপির সমাবেশ ঘিরেই নেওয়া হয়েছে এ তল্লাশি। তবে পুলিশের দাবি, জঙ্গি ও দাগি আসামি ধরতেই এ অভিযান। বুধবার সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারে বসানো হয় এ চেকপোস্ট।
সাধারণ যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা জানান, সকাল থেকে হঠাৎ ঢাকা-আরিচা মহাসড়কে পুলিশের চেকপোস্ট শুরু হয়। তল্লাশি করা হয় বাসের ভেতরে। এ সময় অনেক বাস ঢাকায় ঢুকতে না দেওয়ারও অভিযোগ আছে পুলিশের বিরুদ্ধে।
ঢাকাগামী যাত্রী মো. আবদুল মালেক বলেন, ঢাকা যেতে পারিনি আমিনবাজার থেকেই ফিরিয়ে দিয়েছে পুলিশ। রাজধানীমুখী পুরো সড়কে দেখা দিয়েছে যানজট। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। শহীদুল নামে এক যাত্রী বলেন, তাদের বাস সাভার থেকে গাবতলী আসতে দুই যায়গায় থামিয়ে তল্লাসী করা হয়েছে। বিএনপির সমাবেশে যাচ্ছেন কিনা জানতে চাওয়া হচ্ছে। কারো কারো ব্যাগ তল্লাসীর নামে হয়রানি করা হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ঢাকায় আদালত চত্বর থেকে যে দুজন জঙ্গি পালিয়েছিল তাদের তথ্য পাওয়া গেছে। তারা এদিক দিয়েই যেতে পারে। তাই জঙ্গি ধরতে চিরুনি অভিযান চলছে। ঢাকার প্রবেশমুখ আমিনবাজার, বিরুলিয়া ও আশুলিয়ায় চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে ভোর থেকেই। ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল, টঙ্গী- নরসিংদী সড়কেও তল্লাসী চৌকি বসিয়ে পুলিশের বাস তল্লাসী করতে দেখা গেছে।
সাভার থেকে স্টাফ রিপোর্টার জানান, রাজধানীতে বিএনপির সমাবেশকে ঘিরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে তল্লাশি চৌকি বসিয়েছে পুলিশ। গতকাল বুধবার ভোর থেকে রাজধানীর প্রবেশ মুখ ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার, হেমায়েতপুর বিরুলিয়া, ও বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের মড়াগাং এলাকায় সাভার মডেল থানা ও আশুলিয়া থানা পুলিশ এ তল্লাশি চৌকি বসিয়েছেন। এদিকে মহাসড়কে তল্লাশির কারণে সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। যানজটে বাস যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে। অনেকেই পায়ে হেঁটেই গন্তব্যে রওনা দেন।
সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, এটি আমাদের নিয়মিত তল্লাশিরই অংশ। তবে সমাবেশকে ঘিরে রাজধানীতে যাতে কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটতে না পারে সেজন্য তল্লাশিতে জোর দেওয়া হয়েছে। এদিকে বিএনপির মহাসমাবেশকে ঘিরে সাভারে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক অবস্থান নিয়েছে। তাদেরকেও বিভিন্ন যানবাহন তল্লাশি করতে দেখা গেছে। সমাবেশে যাওয়ার পথে সাভার থানা বিএনপির একাধিক নেতা-কর্মীকে আটক করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে পুলিশ আটকের বিষয়টি অস্বীকার করেছে।
আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) হারুন অর রশিদ বলেন, দূরপাল্লার বাস, মাইক্রোবাস, প্রাইভেটকারগুলো চেক করছি। নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে চেকিং করা হচ্ছে। তবে কোনো যাত্রীকে হয়রানি করা হচ্ছে না। এখন পর্যন্ত সন্দেহভাজন কিংবা সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। কাউকে আটকও করা হয়নি।
সাভারের বাসিন্দা আজাহার মিয়া বলেন, চিকিৎসার জন্য বাসে করে ঢাকা মেডিকেলে যাচ্ছিলাম। আমিনবাজার চেকপোষ্টে তল্লাশির সময় বাস যাত্রীদের নামিয়ে ফেরত পাঠিয়ে দেয়। পরে বাধ্য হয়ে পায়ে হেঁটে সাভার চলে আসি। ট্রাক চালক কবির হোসেন বলেন, আমার খালি ট্রাক তার পরও পুলিশ আমিনবাজার সড়কের পাশে সাইট করে তল্লাশি করেছে। আশুলিয়া থানার ওসি এস এম কামরুজ্জামান জানান, আশুলিয়া বাজার এলাকায় চেকপোস্ট পরিচালনা করছি। বাইপাইলেও চেকপোস্ট বসানো হবে। তবে সন্দেজনক কিছু পাওয়া যায়নি।
প্রসঙ্গত; দুপুরে রাজধানীর নয়াপল্টনে সরকার পতনের এক দফার চূড়ান্ত আন্দোলনের ঘোষণা দিতে যাচ্ছে বিএনপিসহ ৩৭টি রাজনৈতিক দল ও জোট। এ উপলক্ষে জনসমাবেশের আয়োজন করেছে বিএনপি। অপরদিকে বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকা-ের বিরুদ্ধ একই সময়ে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। দুই দলকেই ২৩ শর্তে সমাবেশ করার অনুমতি দিয়েছে পুলিশ।


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বায়তুল মোকাররমের ঘটনার জেরে ইফা মহাপরিচালক প্রত্যাহার

বায়তুল মোকাররমের ঘটনার জেরে ইফা মহাপরিচালক প্রত্যাহার

কোর্ট ম্যারেজ করা প্রসঙ্গে?

কোর্ট ম্যারেজ করা প্রসঙ্গে?

এখনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বরদের রেখেছেন কেন? - রিজভী

এখনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বরদের রেখেছেন কেন? - রিজভী

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে

রাষ্ট্র গঠনে যা করা জরুরি

রাষ্ট্র গঠনে যা করা জরুরি

নির্বাচন ব্যবস্থা নিয়ে একটি প্রস্তাবনা

নির্বাচন ব্যবস্থা নিয়ে একটি প্রস্তাবনা

ঈশ্বরদীতে সাবেক ইউপি চেয়ারম্যান তুহিনসহ যুবদল নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

ঈশ্বরদীতে সাবেক ইউপি চেয়ারম্যান তুহিনসহ যুবদল নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

ইসরাইল এখনো সন্ত্রাসীর মতো হামলা চালাচ্ছে

ইসরাইল এখনো সন্ত্রাসীর মতো হামলা চালাচ্ছে

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অতিশী

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অতিশী

ওরা পার্বত্য অঞ্চলকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়

ওরা পার্বত্য অঞ্চলকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়

বৃষ্টির মতো রকেট নিক্ষেপ হিজবুল্লাহর পালিয়েছেন লাখ লাখ ইসরাইলি

বৃষ্টির মতো রকেট নিক্ষেপ হিজবুল্লাহর পালিয়েছেন লাখ লাখ ইসরাইলি

পাহাড়ে অশান্তির বীজ উপরে ফেলতে হবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোন চক্রান্ত ও ষড়যন্ত্র রুখে দিতে হবে

পাহাড়ে অশান্তির বীজ উপরে ফেলতে হবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোন চক্রান্ত ও ষড়যন্ত্র রুখে দিতে হবে

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে : বাংলাদেশ ন্যাপ

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে : বাংলাদেশ ন্যাপ

শৈলকুপায় অস্ত্র ও গুলিসহ ২ জন আটক

শৈলকুপায় অস্ত্র ও গুলিসহ ২ জন আটক

অশান্ত মণিপুরে সেনা টহল

অশান্ত মণিপুরে সেনা টহল

‘ট্রাম্প ও তার দল ভণ্ডামি করছে’

‘ট্রাম্প ও তার দল ভণ্ডামি করছে’

হেলিকপ্টারে যেতে পারলেন না ভারতের দুই মন্ত্রী

হেলিকপ্টারে যেতে পারলেন না ভারতের দুই মন্ত্রী

মার্কিনিদের লেবানন ছাড়ার আহ্বান

মার্কিনিদের লেবানন ছাড়ার আহ্বান

সংঘাতের মধ্যে নতুন অস্ত্র সামনে আনলো ইরান

সংঘাতের মধ্যে নতুন অস্ত্র সামনে আনলো ইরান

ভারতকে পারমাণবিক সাবমেরিন আন্ডারওয়াটার ড্রোন দেবে ফ্রান্স

ভারতকে পারমাণবিক সাবমেরিন আন্ডারওয়াটার ড্রোন দেবে ফ্রান্স