বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ

ওরা পার্বত্য অঞ্চলকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৩ এএম


পার্বত্য অঞ্চলে সম্প্রীতি বিনষ্টের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। পার্বত্য চট্টগ্রামের নৃগোষ্ঠী ছাত্রদের একটি গ্রুপ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হস্তক্ষেপের চিঠি লিখে রাষ্ট্রদ্রোহী কাজ করেছে। এসব সন্ত্রাসীরা পাবর্ত্য অঞ্চলকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়। এদের ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ। স্বাধীনতা নস্যাৎ করার চক্রান্ত। এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। পাহাড় অশান্ত করে বিগত আওয়ামী ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের এজেন্ডা বাস্তবায়নে দেশে রাজনৈতিক সঙ্কট সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। সম্প্রতি রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে জাতিগত সংঘাতে ৪ জন নিহত এবং পাবর্ত্যঞ্চলকে অশান্ত করার ষড়যন্ত্রের ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে আজ রোববার বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ এসব কথা বলেছেন। পীর সাহেব চরমোনাই ঃ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, আমাদের মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। পতিত সরকার ও ভারত মিলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে চক্রান্তে মেতে উঠেছে। তিনি বলেন, পতিত স্বৈরাচারী হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ ও অকার্যকর করার জন্য শেখ হাসিনা ও মোদির নানা ষড়যন্ত্র ও চক্রান্ত চলছেই। সংখ্যালঘু নির্যাতনের অজুহাত, জুডিশিয়ারি ক্যু, সরকারি কর্মকর্তা-কর্মচারিদের আন্দোলন, আনসার আন্দোলন, পুলিশের অসহযোগিতাসহ ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর রোকেয়া প্রাচীসহ কিছু উচ্ছিষ্টভোগীর উসকানিমূলক কথাবার্তা সরকারকে অস্থিতিশীল ও ব্যর্থ করার অপচেষ্টার অংশ ছাড়া কিছু নয়। এখন নতুন করে পাবর্ত্য চট্টগ্রামে মোটর সাইকেল চুরির মতো সামান্য ঘটনাকে পুঁজি করে সংঘাত-সংঘর্ষের মাধ্যমে পাহাড় অস্থিতিশীল করে তোলা হচ্ছে। এর পেছনেও পতিত স্বৈরাচারী হাসিনা ও মোদির ষড়যন্ত্র কাজ করছে। ইসলামী আন্দোলনের আমীর বলেন, পাবর্ত্য চট্টগ্রামে সংঘাত ও সংঘর্ষকে কেন্দ্র করে সম্প্রতি চাকমারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি লিখে দেশদ্রোহীর কাজ করেছে। এর দায়ে তাদেরকে গ্রেফতার করা উচিত। এসবই সরকার উৎখাত ও বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে হুমকি। এসকল দেশবিরোধী চক্রান্ত কঠোরহস্তে অন্তর্বর্তী সরকারকে দমন করতে হবে। আজ রোববার বিকেলে রাজধানীর পল্লবীস্থ হারুন মোল্লা ঈদগাহ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের পল্লবী থানা শাখার উদ্যোগে অনুষ্ঠিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছাত্র-জনতার গণ বিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা,সংখানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, পার্বত্য চট্টগ্রাম নিয়ে চক্রান্তের প্রতিবাদ এবং ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবীতে সংগঠনের পল্লবী থানা শাখার সভাপতি আলহাজ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো ছিলেন, দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, সহকারি মহাসচিব ও উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। পীর সাহেব চরমোনাই আরো বলেন, পাহাড়ে অশান্তির বীজ উপরে ফেলতে হবে। কোন প্রকার ছাড় নয়। তেমনিভাবে প্রশাসনের যে সকল কর্মকর্তা কর্মচারিরা এখনও কাজে যোগদান করেনি, তাদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নিতে হবে। দ্রব্যমূল্যের বাজার সিন্ডিকেটে এখনো পতিত সরকারের প্রেতাত্মারা রয়েছে, এদের চিহ্নিত করে ব্যবস্থা নিন। আইন শৃঙ্খলার উন্নতি করতে হবে। বাংলাদেশ নেজামে ইসলাম পাটি ঃ বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা সরোয়ার কামাল আজিজী ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এক যুক্ত বিবৃতিতে বলেছেন, পার্বত্য চট্টগ্রামের নৃগোষ্ঠী ছাত্রদের একটি গ্রুপ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হস্তক্ষেপের চিঠি লিখে রাষ্ট্রদ্রোহী কাজ করেছে। এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ। স্বাধীনতা নস্যাৎ করার চক্রান্ত। পাহাড় অশান্ত করে বিগত আওয়ামী ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের এজেন্ডা বাস্তবায়নে দেশে রাজনৈতিক সঙ্কট সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। নেজামে ইসলাম পার্টির নেতৃদ্বয় আরো বলেন,পার্বত্য চট্টগ্রামকে ইস্যু করে পলাতক শেখ হাসিনা হিন্দুত্ববাদী ভারতের খায়েশ পূরণে পাহাড়িদের উস্কানি দিয়ে গ-গোল তৈরি করে এ অঞ্চলকে দেশের মানচিত্র থেকে বিচ্ছিন্ন করতে চায়। তারা বলেন, বাংলাদেশে প্রতিবিপ্লব ঘটানোর জন্য পরাজিত একটি বিদেশি শক্তি যখন বারবার চেষ্টা করে ব্যর্থ হচ্ছে, ঠিক তখন পাহাড়ে এ ধরনের পরিস্থিতি তাদের এজেন্ডা বাস্তবায়নের পথ করে দিচ্ছে। পাহাড়িদের এ ষড়যন্ত্রের সাথে পতিত ফ্যাসিবাদের বিদেশী পৃষ্ঠপোষকরা জড়িত। এদের প্রতিহত করতে দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে।
বাংলাদেশ মুসলিম লীগ ঃ সম্প্রতি পাহাড়ি-বাঙালী সংঘাত ও প্রাণহানির ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সম্প্রীতি নষ্টের অপচেষ্টাকে কঠোর হস্তে দমনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুসলিম লীগ। আজ দলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মহসীন রশিদ ও মহাসচিব কাজী আবুল খায়ের এক যুক্ত বিবৃতিতে বলেন, দীর্ঘদিন থেকেই বাংলাদেশের তিন পার্বত্য জেলা তথা পার্বত্য চট্টগ্রামে আদিবাসী ও বাঙালীরা সম্প্রীতি বজায় রেখে সহবস্থান করে যাচ্ছে। অভূতপূর্ব গণঅভ্যুত্থানে, দিল্লীর শিখ-ী শেখ হাসিনার পতন ও পালিয়ে যাওয়ার পর, ভারত তাকে ও তার দলকে পুনর্বাসনের অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে দেশের আপামর জনগণ বিশ্বাস করে। সামরিক ও জুডিশিয়াল ক্যু, সংখ্যালঘু কার্ড, ১৫ আগস্ট ঢাকা দখল, গোপালগঞ্জে সেনাবাহিনীর উপর হামলা, আনসার বাহিনীর সচিবালয় ঘেরাও, প্রশাসন ও বিভিন্ন পেশাজীবীদের দাবী-দাওয়া নিয়ে রাজপথে নেমে আসা, গার্মেন্টস শিল্প ধ্বংস করতে শ্রমিকদের আন্দোলনে নামানো একে এক সব ষড়যন্ত্র ছাত্র-জনতার সচেতনতা ও সজাগ দৃষ্টি থাকার কারণে ব্যর্থ হওয়ায় ভারত দিশেহারা হয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ পত্রে প্রকাশিত খবর অনুযায়ী অন্তর্বর্তী কালীন সরকার গঠিত হওয়ার পর পার্বত্য চট্টগ্রামের নৃগোষ্ঠী ছাত্রদের একটি গ্রুপ কর্তৃক এবং ভারতের চাকমা সম্প্রদায়ের নেতাদের ড. ইউনূসের সঙ্গে বৈঠক না করতে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিকে চিঠি দেয়া এ পাহাড় অশান্তি প্রচেষ্টার সাথে দিল্লীর সম্পৃক্ত থাকার জোরালো সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে চট্টগ্রামের নৃগোষ্ঠী ছাত্রদের একটি গ্রুপ কর্তৃক ভারতের প্রধানমন্ত্রীকে চিঠি প্রদান সরাসরি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অবজ্ঞা করা এবং রাষ্ট্রদ্রোহিতা তুল্য অপরাধ বলে মন্তব্য করেছেন নেতৃদ্বয়। এ বিষয়ে তদন্ত পূর্বক জড়িতদের রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত করে শাস্তির আওতায় আনার জোর দাবী জানিয়ে প্রবীণ দুই রাজনীতিবিদ পাহাড় অশান্তের চেষ্টায় সীমানার ওপারের সংশ্লিষ্টতা খতিয়ে দেখার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলোর নিকট আহ্বান জানিয়েছেন। ইসলামিক মুভমেন্ট বাংলাদেশ ঃ ইসলামিক মুভমেন্ট বাংলাদেশের চেয়ারম্যান অ্যাডভোকেট খায়রুল আহসান ও মহাসচিব মুফতি মো. রফিকুল ইসলাম এক যুক্ত বিবৃতিতে বলেন, বাংলাদেশের সাবেক সরকারের জালিম প্রধানমন্ত্রী পদত্যাগ করে ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছেন। সেখানে বসে ভারত সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় দেশের বিরুদ্ধে একের পর ষড়যন্ত্র করে যাচ্ছেন। বাংলাদেশের জনগণ তার সকল ষড়যন্ত্র বুঝতে পারছেন তাই তার উচিত জরুরিভিত্তিতে সকল ষড়যন্ত্র বন্ধ করে দেশের ফিরে এসে আইনের হাতে নিজেকে সোপর্দ করা। তারা আরো বলেন, ভারত বাংলাদেশে তাদের পছন্দের প্রধানমন্ত্রীকে হারিয়ে কিংকর্তব্যবিমূড় হয়ে গেছে এবং কোনক্রমেই বর্তমান সরকারকে সহ্য করতে পারছে না। তারা ভারতকে সকল ষড়যন্ত্র বন্ধ করে বাংলাদেশের বর্তমান সরকারের সাথে সহযোগিতামূলক কূটনৈতিক সম্পর্ক করার আহ্বান জানান। তারা বলেন , আন্তর্জাতিক খ্যাতিমান ড. মোহাম্মদ ইউনুস বাংলাদেশের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার দেড় মাসের মধ্যেই দেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছ এবং তাকে বিশ্বের প্রভাবশালী দেশগুলো অর্থনৈতিকসহ সকল ক্ষেত্রেই সহযোগিতার আশ্বাস দিচ্ছেন এটা বাংলাদেশের জন্য কল্যাণকর বলে আমরা মনে করি। তাই তাকে দেশ গঠনে সহযোগিতা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। তারা বলেন ,এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে পাহাড়ী এলাকা ভেঙে দিয়ে জুমল্যান্ড গঠন করার দেশীয় এবং বিদেশী ষড়যন্ত্র কখনো সফল হবে না। তারা অন্তর্র্র্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ সরকারের সকল দায়িত্বশীল কর্মকর্তাদের জরুরীভিত্তিতে পাহাড়ের সমস্যা চিহ্নিত করে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে এবং শাস্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান। নচেত দেশের সাধারণ জনগণ আইন হাতে নিয়ে তাঁদের চক্রান্ত ষড়যন্ত্র দূর করে উচিত শিক্ষার ব্যবস্থা নিবে। বাংলাদেশ খেলাফত আন্দোলন ঃ বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, পার্বত্য চট্টগ্রামে সবার নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে। পাহাড়ি-বাঙ্গালি বিভাজন কোনভাবেই কাম্য নয়। নৃতাত্ত্বিক পরিচয় হিসেবে কেউ পাহাড়ি হতে পারেন কেউ বাঙ্গালি হতে পারেন কিন্তু নাগরিক হিসেবে আমাদের সবার একটাই পরিচয়- আমরা বাংলাদেশী। বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের সবাইকে দেশের একতা ও সংহতি বজায় রাখতে সচেষ্ট থাকতে হবে। বাইরের শত্রুদের ষড়যন্ত্র বাস্তবায়ন হলে তা কোন পক্ষের জন্যই ভাল ফলাফল বয়ে আনবে না। কোথাও কোন অপরাধ সংঘটিত হলে সেটার পক্ষে গোষ্ঠীবদ্ধভাবে সমর্থন দেওয়া, সহিংস পরিস্থিতি তৈরি করা অন্ধকার যুগের আচরণ। সংলাপের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের অধিবাসী সব পক্ষের মধ্যে বিরাজমান দ্বন্দ্ব-সংঘাতের সমাধান করতে হবে। কোন নাগরিকের হাতে অস্ত্র থাকা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকিস্বরুপ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্কতার সাথে সংঘাতপূর্ণ অঞ্চলগুলোকে সম্পূর্ণ অস্ত্রমুক্ত করার জন্য কার্যকর পদক্ষেপ হাতে নিতে হবে। আমাদের পার্বত্য অঞ্চলকে কেন্দ্র করে ভারতীয় চাকমা সম্প্রদায়ের নেতারা নরেন্দ্র মোদির কাছে চিঠি দিয়ে প্রমাণ করেছে যে, বাংলাদেশকে ঘিরে তাদের ভয়ংকর ষড়যন্ত্র রয়েছে। বাংলাদেশের ভিতরে বাইরের শত্রুদের এবং আভ্যন্তরীণ বিচ্ছিন্নতাবাদীদের শক্ত হাতে দমন করতে হবে। আজ রোববার সকালে রাজধানীর কামরাঙ্গীরচরস্থ জামিয়া নূরিয়া ইসলামিয়ায় বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগরীর এক পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী এসব কথা বলেন। খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত পরামর্শ সভায় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মুফতী সুলতান মহিউদ্দীন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী। সভায় হাফেজ মাওলানা মাহবুবুর রহমানকে আমীর এবং মোফাচ্ছির হোসাইনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে খেলাফত আন্দোলন ঢাকা মহানগরের পাঁচ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। ইসলামী ঐক্যজোট ঃ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব গত শুক্রবার রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে জাতিগত সংঘাতে ৪ জন নিহতের ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। তিনি আজ রোববার এক বিবৃতিতে বলেন, পাহাড় অশান্তকারীরা পার্বত্য অঞ্চলকে ভারতের অঙ্গরাজ্য করতে চায়। এদের বিষদাঁত উপড়ে ফেলতে হবে। ওরা (সন্ত্রাসীরা) পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রে পা’দিয়ে পার্বত্য অঞ্চলসহ সারাদেশে অশাস্তি সৃষ্টি করতে চায়। অপরাধী বাঙ্গালী-উপজাতি, হিন্দু-মুসলমান যেই হোক না কেন তাঁকেই বিচারের আওতায় আনতে হবে। দেশের নাগরিকদের মৌলিক মানবাধিকার রক্ষা করতে হবে। তবে সেটা যেন কোন অবস্থাতেই অগ্রাধিকারের বাইরে যেন চলে না যায়, সেই ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারকে নজর রাখতে হবে। তিনি বিবৃতিতে পার্বত্যাঞ্চলে ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠনের মাধ্যমে এ সহিংসতার মূল উদঘাটনসহ নাগরিক অধিকার সুরক্ষায় ক্ষতিগ্রস্ত প্রতি সংবেদনশীলতা বজায় রেখে রাষ্ট্রীয় স্থিতিশীলতা ও নিরাপত্তার প্রতি হুমকি মোকাবেলায় সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করার জোর দাবী জানান। এসব সন্ত্রাসীরা বিগত স্বৈরচারী হাসিনার ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশে অস্থিরতার সৃষ্টি করছে। এসব সন্ত্রাসীরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের দুশমন। এসব সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে বিশেষ আদালতের মাধ্যমে ফাঁসি দিতে হবে। খেলাফত মজলিস ঃ রাঙ্গামাটিসহ পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্রে গভীর উদ্বেগ প্রকাশ করেছে খেলাফত মজলিস। আজ এক যুক্ত বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, সামান্য মোটরসাইকেল চুরির মত ঘটনাকে পুঁজি করে সংঘাত-সংঘর্ষের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করা হচ্ছে। এর পেছনে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও দোসরদের জড়িত থাকার অভিযোগ আসছে। গত ২০ সেপ্টেম্বর ৩ চাকমা নেতা কর্তৃক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে হস্তক্ষেপের যে আহ্বান জানানো হয়েছে তা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য ভয়াবহ হুমকিস্বরূপ। উপজাতীয় সশস্ত্র সন্ত্রাসী গ্রুপগুলো প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী প্রদর্শণ করে যাচ্ছে। এমতাবস্থায় পার্বত্য অঞ্চলে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তার সঙ্কট সৃষ্টি হয়েছে। এ অঞ্চলে সম্প্রীতি বিনষ্টে যে ষড়যন্ত্র চলছে তা যে কোন মূল্যে প্রতিহত করতে হবে। সন্ত্রাসীদের সমূলে উৎপাটন করতে হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনা নিরাপত্তা বাড়াতে হবে। বাংলাদেশ খেলাফত আন্দোলন ঃ বাংলাদেশ খেলাফত আন্দোলনের (একাংশ) আমীরে শরীয়ত মাওলানা আবু জাফর কাশেমী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ হোসাইন আকন্দ এক বিবৃতিতে বলেছেন,পার্বত্য চট্টগ্রাম ভারতের অঙ্গরাজ্য বানানোর গভীর ষড়যন্ত্র চলছে। পার্বত্য অঞ্চলে হত্যাযজ্ঞ সহিংস ঘটনা সৃষ্টি করে ভারতের প্রধানমন্ত্রী মোদির নিকট সহযোগিতা চেয়ে ক্ষমার অযোগ্য অপরাধ করেছে ওই অঞ্চলের কথিত নেতৃবৃন্দ। এরা দেশকে অশান্ত করে তোলার লক্ষ্যে ভারতকে উষ্কানি দিতে চিঠি দিয়েছে। এদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি (ফাঁসি কার্যকর) করতে হবে। তারা বলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জনগণের কঠিন আন্দোলনের মুখে স্বৈরাচারী খুনি হাসিনা দলবল সহ ভারতে পলায়ন করে। আন্তর্জাতিক জাতিক খ্যাতি সম্পন্ন প্রফেসর ড. মুহাম্মদ ইউনুসের হাতে দায়িত্ব দেয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ড. ইউনুস সঠিকভাবে জনগণের সাথে সম্পৃক্ত করে আইনের শাসন প্রতিষ্ঠা ও ভঙ্গুর অর্থনীতিকে এগিয়ে নিচ্ছেন। কিন্তু পলাতক শেখ হাসিনারা পেতাত্মারা তার ইশারায় দেশকে অকার্যকর অস্থিতিশীল করার ষড়যন্ত্রের লিপ্ত হয়ে এবারও পার্বত্য চট্টগ্রামেকে ভারতের হাতে তুলে দেয়ার ষড়যন্ত্রে মেতে উঠেছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা এই অঞ্চলের মানুষের দায়িত্ব পালন করবেন এমন আশাই ওরা করছে। ওরা বাংলাদেশ সেনাবাহিনীরকে হুমকি ধমকি ও অস্ত্র কেঁড়ে নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। জাতিসংঘের অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রী মোদিকে পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীল সংখ্যালঘু ধর্মের অনুসারীরা নিরাপত্তা হীনতায় ভোগছে।এই ধরনের ভাষণ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
পার্বত্য চট্টগ্রামের কথিত নেতৃবৃন্দের উচিত ছিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করে তাদের মতামত পেশ করা ও কার্যকর ভূমিকা পালনের সিদ্ধান্ত নেয়া। কিন্তু তারা তা পালন না করে মোদির সঙ্গে আঁতাত করেছেন। আমরা দ্যার্থহীন ভাষায় বলতে চাই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতাচ্যুত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আসার ষড়যন্ত্র কোনো দিন সফল হবে না। এই ধরনের আওয়ামী লীগের ষড়যন্ত্রকে উৎখাত করে পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী জঙ্গি সংগঠন নেতৃবৃন্দের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির কার্যক্রম বাস্তবায়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনুসকে আহ্বান জানাচ্ছি।

 

 


বিভাগ : মহানগর


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক

মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক

দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম

দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম

জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে

জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে

সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট

সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট

মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে

মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে

খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে

খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে

চাল ও মুরগির বাজার অস্থিতিশীল

চাল ও মুরগির বাজার অস্থিতিশীল

সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক

সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক

মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান

মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান

মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’

মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’

সীমান্তে প্রতিরোধ ব্যূহ

সীমান্তে প্রতিরোধ ব্যূহ

গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে

গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে

মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে

মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে

সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার

সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার

ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্

ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্

মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫

মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫

ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান

ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান

মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী

মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী

গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু

গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন