আবারো রাজপথে সক্রিয় ক্যাসিনোকাণ্ডে আলোচিত সম্রাট
২১ আগস্ট ২০২৩, ১০:৩০ পিএম | আপডেট: ২২ আগস্ট ২০২৩, ১২:০৩ এএম
হাজারো নেতা-কর্মী নিয়ে শোডাউন করেছেন ক্যাসিনোকান্ডে আলোচিত, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট। দীর্ঘদিন পর গতকাল রাজধানীতে দেখা যায় বর্তমানে সংগঠন থেকে বহিস্কৃত এ নেতাকে। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার দিন ছিল গতকাল। সে দিন সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে শ্রদ্ধা আসেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে সকাল ১০টা ২০ মিনিটে বিশাল কর্মীবাহিনী নিয়ে মিছিল সহকারে জাতীয় প্রেসক্লাব চত্বরে উপস্থিত হন ইসমাইল চৌধুরী সম্রাট।
এ সময় প্রেসক্লাব, হাইকোর্ট চত্বরে প্রায় কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়। প্রধানমন্ত্রী গাড়ির বহর নিয়ে চলে যাওয়ার পর সম্রাটকে হাতে হ্যান্ডমাইক নিয়ে কয়েক মিনিট শ্লোগান দিতেও দেখা গেছে। এ সময় সম্রাটসহ তার অনুসারীদেরকে হাত নাড়িয়ে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে দেখা যায়। এর জবাবে হাত নাড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও শুভেচ্ছা জানাতে গেছে।
এ সময় ইসমাইল চৌধুরী স¤্রাট ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের নেতাকর্মীদের আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় বসানোর আগ পর্যন্ত সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচন ঘনিয়ে আসছে, নানা রকম ষড়যন্ত্র চলছে। সবাইকে সতর্ক থাকতে হবে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আনতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সংসদে, আমরা আছি রাজপথে। উপস্থিত একাধিক নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন পর বিশাল কর্মী বাহিনীর উপস্থিতির মধ্য দিয়ে সম্রাট আবারও প্রমাণ করেছেন তিনি ফুরিয়ে যাননি। অতীতে ঢাকার যেকোনো জনসমাবেশে তার নেতৃত্বে বিশাল কর্মী বাহিনী অংশ নিয়েছে।
এর আগে সকাল ৯টা থেকে প্রেসক্লাব ও হাইকোর্ট চত্বর এলাকায় জড়ো হতে শুরু করেন সম্রাট অনুসারী আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীরা। মাথায় কালো কাপড় বেধে খন্ড খন্ড মিছিল নিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইসমাইল চৌধুরী স¤্রাটের নেতৃত্বে জঙ্গিবাদ, মৌলবাদের আস্থানা রাখবো না’ ইত্যাদি শ্লোগানে শ্লোগানে নেতা-কর্মীদের জড়ো হতে দেখা যায়।
প্রেসক্লাব চত্বর থেকে শিক্ষা ভবন হয়ে হাইকোর্ট চত্বর ছাড়িয়ে যায় হাতে হাত ধরে সারি বাধা নেতা-কর্মীদের লাইন। প্রধানমন্ত্রীর গাড়ির বহর যাওয়ার আগে ইসমাইল চৌধুরী সম্রাটকে পায়ে হেঁটে হাইকোর্ট চত্বর পর্যন্ত সারি বাধা নেতা-কর্মীদের খোঁজ নিতে দেখা গেছে। এসময় নেতা-কর্মীরাও সম্রাটকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
স¤্রাটের অনুসারীরা বলেন, যুবনেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে রাজপথ থেকে দূরে সরিয়ে রাখার জন্য বহু ষড়যন্ত্র হয়েছে। কিন্তু রাজপথের কর্মী সম্রাটকে দূরে সরিয়ে রাখা যায়নি। বঙ্গবন্ধু আদর্শের কর্মী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৈনিক হিসেবে সকল অপশক্তিকে রাজপথে রুখে দিতে সম্রাট মাঠে নেমেছেন। তারা বলছেন, বিশাল কর্মী বাহিনীর উপস্থিতির মধ্য দিয়ে সম্রাট আবারও প্রমাণ করেছেন তিনি ফুরিয়ে যাননি। অতীতে ঢাকার যেকোনো জনসমাবেশে তার নেতৃত্বে বিশাল কর্মী বাহিনী অংশ নিয়েছে। বঙ্গবন্ধু কন্যার ভ্যানগার্ড হিসেবে রাজপথে অবস্থান নিয়ে আবারো নিজের অবস্থানের জানান দিয়েছেন তিনি।
উল্লেখ্য, ক্যাসিনো ব্যবসায় সংশ্লিষ্টতার অভিযোগে যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের এই সভাপতি স¤্রাটকে সংগঠন থেকে বহিস্কার করা হয়। স¤্রাট বত্রিশ মাস কারাভোগের পর গত বছর জামিনে মুক্তি পান। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও অর্থপাচার মামলা ছাড়াও অবৈধ সম্পদ অর্জনের মামলায়ও হয়েছিল। কারাগারে অসুস্থ্য হয়ে তিনি কারা তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন।
এ দিকে দলীয় সূত্র জানিয়েছে, আওয়ামী লীগের বহিস্কৃতদের ক্ষমা করা হতে পারে এমন আলোচনা দীর্ঘ দিন ধরেই চলছে। তবে এ বিষয়ে দল থেকে কোন লিখিত বক্তব্য কিংবা তথ্য পাওয়া যায় নি। তবে আগামী নির্বাচনের আগে যারা বিভিন্ন অনৈতিক কর্মকান্ডে জড়িয়েছিলেন তাদের দল থেকে সাধারণ ক্ষমা পেতে পারেন এমন আলোচনায় দলের ভেতরে রয়েছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
এফএ কাপে সিটির গোল উৎসব
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার