সারাদেশে বিএনপির গুম প্রতিরোধ দিবস পালন
৩০ আগস্ট ২০২৩, ১০:০৬ পিএম | আপডেট: ৩১ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
সারাদেশে গুম হওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক গুম দিবস পালন করেছে বিএনপি। দেশে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকা- বন্ধের দাবিতে কেন্দ্র ঘোষিত সেই কর্মসূচি পালন করে মহানগর, জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। এ সময় মুখে কালো কাপড় বেঁধে মিছিল বের করেন নেতাকর্মীরা। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে’র প্রতিবেদনে-
সিলেট ব্যুরো জানায়, সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ বলেছেন, আওয়ামী লীগ ২০০৮ সালে ষড়যন্ত্র করে রাষ্ট্র ক্ষমতা দখল করার পর বিরোধী দলের নেতাকর্মীদের গুম ও খুন করার মহোৎসব শুরু করেছিল। সেই ধারাবাহিকতায় বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনায়েদ আহমদ ও আনছার আলীসহ অসংখ্য নেতাকর্মীদের গুম করে রেখেছে। গতকাল বিকেলে নগরীর রেজিস্ট্রারী মাঠে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা এসব কথা বলেন নেতৃবৃন্দ। মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর যৌথ সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীমসহ প্রমুখ।
যশোর ব্যুরো জানায়, এ উপলক্ষে জেলা বিএনপি’র আয়োজনে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রবেশ মুখ পুরাতন ডিসি কোর্ট চত্বরে গেলে পুলিশ তাদের বাধা দেয়। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, আনেয়ারুল ইসলাম বাদশা, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ^াস, সদর উপজেলা বিএনপির অ্যাড. মুন্সি কামাল আজাদ পান্নুসহ, অন্যান্যরা বক্তব্য রাখেন। স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে জানান, জেলায় গতকাল বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির ডাকে শহরের ইসলামপুর পাড়া জেলা কার্যালয় প্রাঙ্গন থেকে মিছিল বের করে। জেলা বিএনপির আহবায়ক আলী আহাম্মদ, যুগ্ম আহবায়ক খান হাসান ইমাম বিএনপি নেতা সৈয়দ রফিকুল ইসলাম তুষার, পিকুল খান, মঞ্জুরুল আহসান, জেলা যুবদলের সভাপতি অ্যাড. ওয়াসিকুর রহমান কল্লোল, পৌর যুবদলেরর সভাপতি মিজানুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুজ্জামান শামীমসহ নেতা কর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন।
ভোলা জেলা সংবাদদাতা জানান, ভোলায় এ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মিছিল করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বরিশাল দালান পর্যন্ত গেলে পুলিশের বাধার মুখে সেখানেই সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে পুনরায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। ভোলা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, এনামুল হক, আব্দুর রব আকন, মফিজুল হক মিলন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইয়ারুল আলম লিটন প্রমুখ।
মানিকগঞ্জ জেলা সংবাদদাতা জানান, এ উপলক্ষে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার নেতৃত্বে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। বুধবার সকালে শহরের বেউথা ব্রীজের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে বেউথা বাজার সড়ক মোড় প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে। এসময় বক্তব্য রাখেন চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা। এসময় আরো উপস্থিত পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন যাদু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সত্যেন কান্ত পন্ডিত ভজনসহ যুবদল, স্বেচ্ছাসেবকদল, মহিলা দল, শ্রমিকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
নীলফামারী জেলা সংবাদদাতা জানান, জেলা বিএনপির কার্যালয় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার, সাধারণ সম্পাদক জহুরুল আলম প্রমুখ। বক্তারা বলেন, অবৈধ এই সরকার দেশে গুম খুনের রাজত্ব কায়েম করে গেলেও কোন বিচার হচ্ছে না। গুম খুন নির্যাতন করে সরকার টিকে থাকতে পারবে না। অবিলম্বে সরকারকে পদত্যাগ করতে হবে। এসময় জেলা বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাজবাড়ী জেলা সংবাদদাতা জানান, রাজবাড়ীতে দিবসটি উপলক্ষে দুপুরে জেলা বিএনপি কার্যালয় থেকে বের করা হয় মিছিল। পরে আজাদী ময়দানের সামনে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় জেলা বিএনপির আহব্বায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন বক্তৃতা করেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি
কিউবায় সমাবেশ
ঈশ্বরদীতে দূর্বৃত্তের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আহত
থিনেস্ট স্বাস্থ্যের