বরগুনায় বাস কাউন্টার ফাঁকা
৩০ আগস্ট ২০২৩, ১০:০৭ পিএম | আপডেট: ৩১ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
দীর্ঘদিন ধরে ফাঁকা পড়ে আছে বরগুনা পৌর বাস টার্মিনালের টিকিট কাউন্টার। পরিবহনগুলোর টিকিট কাউন্টারে টিকিট বিক্রি না করে যত্রতত্র বিক্রি করা হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে বিষয়টি অবগত নয় জানিয়ে, বরগুনার জেলা প্রশাসক জানান যাত্রী হয়রানি বন্ধে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে। সরেজমিনে বরগুনা পৌর বাস টার্মিনালে ঘুরে দেখা যায়, অর্ধশতাধিক বাস পার্কিং করে রাখার সুবিধা রয়েছে এখানে। যাত্রীদের সুবিধার জন্য ১৬টি টিকিট কাউন্টার, দুটি ওয়েটিং রুমসহ রয়েছে অন্যান্য প্রয়োজনীয় জায়গা। এছাড়া টার্মিনালের চারপাশে রয়েছে নানা প্রজাতির সৌন্দর্যবর্ধক গাছের সমারোহে দৃষ্টিনন্দন ফুটপাত। তবে এই দৃষ্টিনন্দন বাস টার্মিনালে এসে যাত্রীদের পড়তে হচ্ছে ভোগান্তিতে। কাউন্টারে টিকিট বিক্রি না হওয়ায় পরিবহন শ্রমিকদের টানাহেঁচড়ায় হয়রানির শিকার হচ্ছেন তারা। আলী হোসেন নামের এক যাত্রী বলেন, শহরের এক এক স্থানে এক একটি টিকিট কাউন্টার। যা সকল যাত্রীর পক্ষে খুঁজে পাওয়া সম্ভব নয়। এই টিকিট কাউন্টারগুলো যদি বাস টার্মিনাল থাকতো তাহলে খুব সহজেই আমরা টিকিট কাটতে পারতাম। এতে আমাদের ভোগান্তি হতো না। এ বিষয়ে বরগুনা জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা কিসলু ইনকিলাবকে বলেন, টার্মিনালে যতগুলো টিকিট কাউন্টার আছে তার থেকে বেশি কোম্পানির বাস বরগুনায় চলাচল করে। এজন্য টিকিট কাউন্টারগুলো ফাঁকা পড়ে আছে। পরিবহন কোম্পানিগুলো তাদের সুবিধাজনক স্থানে কাউন্টার স্থাপন করে টিকিট বিক্রি করছেন। তবে এ বিষয়ে আমরা আলোচনা করে একটি সিদ্ধান্তে পৌঁছাব।
জেলা যাত্রী অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম টিটু মোল্লা বলেন, উদ্বোধনের দুই বছর এখনও বরগুনা পৌর বাস টার্মিনালের টিকিট কাউন্টার চালু করা সম্ভব হয়নি। এজন্য বাস মালিক সমিতি এবং পৌরসভা দায়ী। পৌরসভা যথাযথ পদক্ষেপ নিলে এতদিনে টিকিট কাউন্টার চালু করা যেত। যাত্রী হয়রানি হতো না।
এ বিষয়ে বরগুনা পৌরসভা মেয়র অ্যাড. কামরুল আহসান মহারাজ বলেন, কাউন্টারগুলো বাস মালিক সমিতির কাছে বুঝিয়ে দিয়েছি। কিন্তু কেন তারা এগুলো ব্যবহার না করে ছড়িয়ে-ছিটিয়ে বিভিন্ন স্থানে টিকিট বিক্রি করছে -তা আমার জানা নেই। এ বিষয়ে আমি বাস মালিক সমিতির সাথে কথা বলে বিষয়টি সমাধান করার চেষ্টা করবো।
এ বিষয়ে জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম ইনকিলাবকে বলেন, বিষয়টি সম্পর্কে এর আগে আমি অবগত ছিলাম না। এ বিষয়ে বাস মালিক সমিতির সঙ্গে আলোচনা করে কাউন্টারের টিকেট বিক্রির ব্যবস্থা করব।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি
কিউবায় সমাবেশ
ঈশ্বরদীতে দূর্বৃত্তের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আহত
থিনেস্ট স্বাস্থ্যের