নির্বাচনের নামে কৃত্রিম প্রতিদ্বন্দ্বিতার আয়োজন করে সরকারি দল
১০ জানুয়ারি ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১০ জানুয়ারি ২০২৪, ১২:০৪ এএম
গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, ৭ জানুয়ারি নির্বাচনের নামে সরকারি দল নিজেদের ডামি প্রার্থী দাঁড় করিয়ে কৃত্রিম প্রতিদ্বন্দ্বিতার আয়োজন করেছে। দেশের বড় অংশের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলো এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে। তাই এটা কোনোভাবেই একটা নির্বাচনের মর্যাদা পেতে পারে না। বর্তমান ও সাবেক জোটসঙ্গীদের সঙ্গে আসন ভাগাভাগি করে নির্বাচনে প্রতিযোগিতার ন্যূনতম জায়গাও সরকার বন্ধ করেছে বলে অভিযোগ করে গণতন্ত্র মঞ্চ। রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে গতকাল এ কথা বলেন গণতন্ত্র মঞ্চের নেতারা। নেতারা বৈঠক করে পরবর্তী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেন, আমাদের এই আন্দোলন বাংলাদেশের জনগণের সংগ্রাম। এই নেতৃত্বের ওপর ভরসা রেখেই মানুষ ভোটদানে বিরত থেকেছে। তামাশার নির্বাচন বর্জন করে জনগণ গণতন্ত্র ও ভোটাধিকারের পক্ষে রায় দিয়েছে। জনগণের আকাক্সক্ষা পূরণে এই সংগ্রাম অব্যাহত থাকবে। সরকারকে অবিলম্বে পদত্যাগ করে, নির্বাচন ও ফলাফল বাতিল করে অন্তবর্তীকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজন করার দাবি জানান তিনি।
বিদেশি পর্যবেক্ষকের বিষয়ে জোনায়েদ সাকি বলেন, নির্বাচনকে বৈধতা দিতে প্রায় ৮০ জন তথাকথিত বিদেশি পর্যবেক্ষক আনা হয়। যাঁরা নির্বাচন কমিশনের কাছ থেকে নানা সুযোগ-সুবিধা নিয়ে পর্যবেক্ষক হওয়ার ন্যূনতম শর্ত ভঙ্গ করেছেন। পর্যবেক্ষক হিসেবে এসেছেন গণতন্ত্রহীন দেশের প্রতিনিধি, যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত, আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত ব্যক্তিরা।
নির্বাচন কমিশন ঘোষিত ভোটের হার নিয়ে সাকির লিখিত বক্তব্যে বলা হয়, সারা দিনের বিবেচনায় ১ ঘণ্টার ব্যবধানে ১৩ থেকে ১৪ শতাংশ ভোট বেড়ে যাওয়া রীতিমতো ম্যাজিক। মজার ব্যাপার, এই ৪০ শতাংশ ভোট ঘোষণার পরও নির্বাচন কমিশনের ভোট মনিটর আরও অন্তত ৪ থেকে সাড়ে ৪ ঘণ্টা ২৮ শতাংশ ভোট দেখিয়ে গেছে। এমন মনগড়া সংখ্যা বলে নির্বাচন কমিশন জনগণের সঙ্গে চূড়ান্ত প্রতারণা করেছে। এর পর প্রশ্নোত্তর পর্বে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, যে ধারায় আমরা আন্দোলন করেছি, তাতে আমরা বিজয় অর্জন করেছি। সরকার যে নির্বাচন করেছে, তা সমস্ত জায়গায় ধিক্কৃত হয়েছে। বেশির ভাগই বলেছে, এটা কোনো নির্বাচনই হয়নি।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ভূরাজনৈতিক যে স্বার্থ বর্তমান সরকারকে কেন্দ্র করে, সেই বিবেচনায় ভারত তার প্রতিক্রিয়া দিয়েছে। সংবাদ সম্মেলনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের রাজনৈতিক সমন্বয়ক ফরিদুল হকসহ মঞ্চের অন্য নেতারা উপস্থিত ছিলেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গ্রেফতার কারা আসামী যুবদল নেতাকে গারদ ভেঙ্গে নিয়ে গেলো শ্রীনগর বিএনপি
লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের, আহত ৯
দেশের হয়ে আর খেলবেন না তামিম
গোপালগঞ্জে বিএনপি-আওয়ামীলীগ সংঘর্ষ
হেরেই চলেছে ঢাকা, পরাজয়ের বৃত্ত ভাঙল সিলেট
মুকসুদপুরে ক্যালেন্ডার বিতরনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ আহত ২০ জন
১০ জেলায় শৈত্যপ্রবাহসহ সারাদেশে তীব্র শীত
আ.লীগ ক্রীড়াঙ্গনেও ব্যাপক দলীয়করণ করেছিল : মির্জা ফখরুল
নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে ড্রেজার মেশিন ও পাম্প জব্দ
ছাগলনাইয়ায় এসএসসি ব্যাচ-২০০০’র বন্ধুদের মেজবান ও মিলনমেলা
রাতের আধারে দুস্থ রোগীদের শীতবস্ত্র দিলেন ইউএনও
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল : চিকিৎসক
ঝগড়ার সময় স্ত্রীকে বাপের বাড়ী চলে যেতে বা মন ইচ্ছামতো চলতে বলা প্রসঙ্গে।
ফারুক হাসানের উপর হামলা ও আসামিদের জামিন পাওয়া অত্যন্ত নিন্দনীয় : খসরু
মানিকগঞ্জে ওয়ারেন্টের ৫ আসামী গ্রেফতার
আশুলিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব
সন্ধান মিললো ফ্যাসিস্ট গণহত্যার শিকার আরও ৬ শহীদের লাশ!
মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ
ছাগলনাইয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জনসংযোগ ও লিফলেট বিতরণ
কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতে নিহত ১