দেশের হয়ে আর খেলবেন না তামিম
১১ জানুয়ারি ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ১১ জানুয়ারি ২০২৫, ১২:০৪ এএম
অধিনায়ক তো বটেই, দলের আরও কয়েকজন দলে চেয়েছিলেন তাকে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তাকে চেয়েছিল বিসিবিও। আর দেশের লক্ষ-কোটি ভক্ত-অনুরাগীরা তো চেয়েছেনই। কিন্তু সব চাওয়াকে উপেক্ষা করে নিজের মনের ডাকই শুনলেন তামিম ইকবাল। দেশের অন্যতম সেরা এই ব্যাটার জানিয়ে দিলেন, বাংলাদেশের হয়ে আর তিনি খেলবেন না।
তামিম যে আর আন্তর্জাতিক ক্রিকেটে খেলবেন না তা চউর হয়েছিল আরও আগে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগে তামিমের মত নেওয়ার জন্য সিলেট পর্যন্ত গিয়ে তার সঙ্গে দুই দফা আলোচনা করেছিলেন বিসিবির তিন নির্বাচক। প্রথমবার হতাশ করলেও পরে সময় নেন তামিম।
ফেসবুকে এক পোস্টে শুক্রবার বিস্তারিত জানিয়ে বিদায় নিয়ে নেন তামিম। তামিমের ফেসবুকের সেই পোস্ট হুবহু তুলে দেওয়া হলো-
'আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই। সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ।
অনেক দিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম। এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর সামনে, আমি চাই না আমাকে ঘিরে আবার অলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক।
এটা অবশ্য আগেও চাইনি। চাইনি বলেই অনেক আগে নিজেকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে নিয়েছি।
যদিও অনেকেই বলেছেন, অনেক সময় মিডিয়ায় এসেছে, আমিই নাকি ব্যাপারটি ঝুলিয়ে রেখেছি। কিন্তু বিসিবির কোনো ধরনের চুক্তিতে যে নেই, এক বছরের বেশি সময় আগে যে নিজ থেকে সরে দাঁড়িয়েছে, তাকে পরিকল্পনায় রাখা বা তাকে নিয়ে আলোচনারও তো কিছু নেই। তার পরও অযথা আলোচনা হয়েছে। অবসর নেওয়া বা খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত একজন ক্রিকেটার বা যে কোনো পেশাদার ক্রীড়াবিদের নিজের অধিকার। আমি নিজেকে সময় দিয়েছি। এখন মনে হয়েছে, সময়টা এসে গেছে।
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আন্তরিকভাবেই আমাকে ফেরার জন্য বলেছে। নির্বাচক কমিটির সঙ্গেও আলোচনা হয়েছে। আমাকে এখনও উপযুক্ত মনে করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা। তবে আমি নিজের মনের কথা শুনেছি।
২০২৩ বিশ্বকাপের আগে যা হয়েছে, আমার জন্য তা বড় ধাক্কা ছিল, যেহেতু ক্রিকেটীয় কারণে আমি দলের বাইরে যাইনি। তার পরও আমি যেখানেই গিয়েছি, ক্রিকেট ভক্তদের অনেকে বলেছেন, আমাকে আবার জাতীয় দলে দেখতে চান। তাদের ভালোবাসার কথা ভেবেছি আমি। আমার ঘরেও একজন অনুরাগী আছে। আমার ছেলে কখনও আমাকে সরাসরি বলেনি, কিন্তু তার মাকে বারবার বলেছে, বাবাকে আবার দেশের জার্সিতে খেলতে দেখতে চায়।
ভক্তদের হতাশ করার জন্য আমি দুঃখিত। ছেলেকে বলছি, ‘তুমি যেদিন বড় হবে, সেদিন বাবাকে বুঝতে পারবে।’
তিন সংস্করণ মিলিয়ে ৩৮৭ ম্যাচ আর ১৫ হাজার ৪২৯ রান নিয়ে শেষ হলো তামিমের ক্যারিয়ার। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে আন্তজার্তিক ক্রিকেটে সফলতম তিনিই। ১৫ হাজার ৩০০ রান নিয়ে ঠিক পেছনেই আছেন মুশফিকুর রহিম।
২০২৩ সালের সেপ্টেম্বরে দেশের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের জার্সিতে শেষবার মাঠে নেমেছেন তিনি। ওই সিরিজের পর ওয়ানডে বিশ্বকাপের দল থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। এরপর তার আর ফেরা হলো না আন্তর্জাতিক ক্রিকেটে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কুমিল্লায় মাদকের বিরুদ্ধে ব্যাডমিন্টন
বাংলাদেশিকে লক্ষ্য করে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলি
বহুদলীয় গণতন্ত্রের একটি সংবিধান দিতে হবে: নাসির উদ্দিন পাটোয়ারী
অভাবনীয় ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের স্বপ্নভঙ্গ
টাই-ব্রেকিং ভোটে পিট হেগসেথ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিশ্চিত
এক-এগারোর ভয় দেখিয়ে লাভ হবে না: রিজভী
এবার মা, ছোট ভাই ও আন্দোলনে আত্মত্যাগীদের জন্য দোয়া চাইলেন তারেক রহমান
এই প্রথম ভারতে স্বর্ণের দাম বেড়ে ৮৩ হাজার রুপি
বিজিবি মহাপরিচালকের ভারত সফর নিয়ে কোনো গোপনীয়তা নেই: বিজিবি
সুইজারল্যান্ড থেকে ঢাকার পথে প্রধান উপদেষ্টা
উপদেষ্টা নাহিদের কাছে ক্ষমা চাইলেন সাইফ
সিংগাইরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন উপদেষ্টা ড.আসিফ নজরুল
সামরিক বিমানে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
আজও দূষণের শীর্ষে ঢাকা, বায়ুর মান ‘খুবই অস্বাস্থ্যকর’
চীনে বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট চালু
ইসলামী আদর্শে ইসরায়েলি বন্দিদের প্রতি মানবিক আচরণ: আল-কাসাম কমান্ডার
বরগুনায় গভীররাতে অগ্নিকাণ্ডে বসতঘরসহ ১১টি ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত
গোয়েন্দা পরিচয়ে চট্টগ্রামের অভিজাত খুলশী এলাকায় দুর্ধর্ষ ডাকাতির চেষ্টা, আটক ১১
ঘন কুয়াশায় ফেরি বন্ধ থাকার পর পুনরায় পৌনে ৪ ঘন্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে
মার্কিন ভিসা জটিলতা, ভারতীয়দের স্বপ্ন ভঙ্গের আশঙ্কা