কাস্টমস দেশের অগ্রযাত্রার সমৃদ্ধ অংশীদার
২৭ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম
বাংলাদেশ কাস্টমস দেশের অগ্রগতির সমৃদ্ধ অংশীদার উল্লেখ করে বক্তারা বলেছেন, অর্থনৈতিক ভিত রচনায় কাস্টমস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। গতকাল শুক্রবার আন্তর্জাতিক কাস্টমস দিবসের এক সেমিনারে এ অভিমত ব্যক্ত করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মূসক : বাস্তবায়ন ও আইটি) ড. মইনুল খান। তিনি বলেন, রাজস্ব আদায় আরো গতিশীল করতে কাস্টমসের জনবল ও অবকাঠামো সংকট নিরসনে এনবিআর উদ্যোগ নিচ্ছে।
চট্টগ্রাম কাস্টম হাউসের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। এবার দিবসটির প্রতিপাদ্য- ‘মিলে নবীন-পুরনো অংশীজন, কাস্টমস করবে লক্ষ্য অর্জন।’
ড. মইনুল খান বলেন, টিআরএসের ফলাফলে কাস্টমস অংশে সময়ক্ষেপণ কম। অন্য সংস্থার বেশি। এখানে ৮ হাজার ডকুমেন্টেশন হয়। সে তুলনায় জনবল ও অবকাঠামো কম। এনবিআর এ বিষয়ে উদ্যোগ নেবে। তিনি বলেন, কাস্টমসের সঙ্গে ভ্যাট ও করের নিবিড় সম্পর্ক রয়েছে। পণ্য উৎপাদন যথাযথ হলে আয়কর ও ভ্যাট আদায় বাড়বে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিল কমিশনারেটের কমিশনার মো. মোয়াজ্জেম হোসেন, কর কমিশনার মো. শাহাদাৎ হোসেন শিকদার, চিটাগাং চেম্বারের পরিচালক একেএম আকতার হোসেন, মেট্রোপলিটন চেম্বারের সহ-সভাপতি এএম মাহাবুব চৌধুরী, উইম্যান চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি আবিদা মোস্তফা।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার সৈয়দ মুসফিকুর রহমান। তিনি বলেন, বাণিজ্য সহজীকরণ, বিনিয়োগ বৃদ্ধি, রপ্তানি উন্নয়ন, জনস্বাস্থ্য সুরক্ষা, চোরাচালান রোধ, রাষ্ট্রীয় নিরাপত্তা ঝুঁকি প্রতিরোধ, দেশি শিল্পের বিকাশসহ কাস্টমসের অনেক দায়িত্ব। এর মধ্যে অন্যতম হচ্ছে রাজস্ব আহরণ। দেশের ২৮ শতাংশ রাজস্ব আসে কাস্টমস থেকে। কাস্টমসের মূল ফোকাস এখন ট্রেড ফ্যাসিলিটেশন। দেশে অটোমেশনে কাস্টমস পাইওনিয়ার।
ভ্যাট কমিশনার মো. মোয়াজ্জেম হোসেন বলেন, পৃথিবীর পরিবর্তন হচ্ছে। তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ছে। কাস্টমস দিবসে আমরা দেশপ্রেমের শপথ নিয়ে থাকি। আমাদের চেষ্টা থাকবে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়া। আমরা অর্থনৈতিক উন্নয়নে অনেক দূর এগিয়ে যেতে চাই। এ যাত্রা হবে সম্মিলিত-সমন্বিত। সভাপতিত্ব করেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালক সুরেশ চন্দ্র বিশ্বাস। তিনি বলেন, কাস্টমস ১৯৯৬ সাল থেকে অ্যাসাইকুডা ব্যবহার করছে। এটি দেশের তথ্যভা-ার। কাস্টমস বর্ডার প্রটেকশনের কাজও করছে।
এএম মাহাবুব চৌধুরী বলেন, দেশে দিনে ১৭ হাজার বিল অব এন্ট্রি হয়। এর সঙ্গে বৈদেশিক মুদ্রা জড়িত। সীমিত জনবল দিয়ে এসব সামাল দিচ্ছে কাস্টমস।
স্বাগত বক্তব্য দেন কাস্টম হাউসের কমিশনার মো. ফাইজুর রহমান।
বেনাপোল অফিস জানায়, আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৪ উপলক্ষে গতকাল কাস্টম হাউজ বেনাপোলে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। বেলুন ও কবুতর উড়িয়ে দিনের শুভ সুচনা করেন প্রধান অতিথি জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মিজ ফারজানা আফরোজ। পরে বেনাপোল কাস্টমস ক্লাব মিলনায়তনে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার মো. কামরুজ্জামান, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব শামছুর রহমান, সঞ্চালক হিসেবে ছিলেন যুগ্ম কমিশনার শাফায়াত হোসেন।
কাস্টমস কি-নোট উপস্থাপন করেন বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার হাফিজুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডেপুটি কমিশনার ছৈয়দুল আলম, প্রভাত কুমার সিংহ, রবীন্দ্র সিংহ, রাফেজা সুলতানা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে রাজস্ব আদায়ে প্রতিটি কাস্টমস কর্মকর্তাকে যথেষ্ট আন্তরিক হতে হবে। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে দেশের সকল নাগরিককে ট্যাক্স ও ভ্যাট প্রদানে নিজ থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
হিলি (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা জানান, ‘মিলে নবীন, পুরনো অংশীজন, কাস্টমস করবে লক্ষ্য অর্জন’ এই প্রতিবাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে।
গতকাল সকাল সাড়ে ১০টায় হিলি সীমান্তের জিরো পয়েন্টে (ভারত-বাংলাদেশের) দুই দেশের কাস্টমস কর্মকর্তারা একে অপরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। পরে হিলি বন্দরের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দিনাজপুর কাস্টমসের সহকারী কমিশনার দীবাকর হালদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় অতিরিক্ত কমিশনার (কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট) জিয়াউর রহমান খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুন-উর-রশিদ হারুন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজ মন্ডল, ইমিগ্রেশন ওসি আশরাফুল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহাবুব রহমান প্রমুখ। আলোচনা সভায় বন্দরের সিএন্ডএফ এজেন্ট ও আমদানিকারক ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। তারা ভারত থেকে এই বন্দর দিয়ে মোটরসাইকেলের পার্টস ও ফল আমদানি করতে কাস্টমসের সহযোগিতা চান।
এসময় বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে কাস্টমসের গুরুত্ব অনেক। বন্দর থেকে দ্রুত পণ্য ছাড় করণের সহযোগিতার পাশাপাশি রাজস্ব আহরণে কাস্টমস কর্তৃপক্ষের সহযোগিতা চান ব্যবসায়ীরা
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যায় ব্যবহৃত চাকুসহ আরো এক আসামী গ্রেফতার
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও ৬০ দিন বাড়লো
৪২ মিনিটেই নেইমারের আয় ১০১ মিলিয়ন ইউরো
মাগুরায় পিলখানা হত্যাকান্ডে হত্যাকারী ও পরকল্পনাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন
কসাই থেকে নদীখেকো জাফর
পাঁচ দেশে বাংলাদেশ দূতাবাসের পাঁচ কর্মকর্তা প্রত্যাহার
ফ্যাসিবাদের চোখ রাঙানি উপেক্ষা করে সক্রিয় ছিল ইবি ছাত্রদল
সামনের বর্ষায় ঘাসে ঢাকা হবে রাজধানীর অনাবৃত সড়ক বিভাজন: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
মাদারীপুরে ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের ৩ দফা দাবিতে মানববন্ধন
পূর্বাচলে প্লট দুর্নীতি : দুদকের মামলায় হাসিনা-পুতুলসহ ১৬ আসামি
কোকোর দেশের ক্রীড়াঙ্গনে আরাফাত রহমান বড় ভূমিকা ছিল: কাজী রিপন
তারেক রহমান একজন মানবিক মানুষ: কাইয়ুম চৌধুরী
রাবির সাত হলে কুরআন পোড়ানোর ঘটনায় উত্তাল ক্যাম্পাস, তদন্ত কমিটি গঠন
ডিসেম্বরে সর্বাধিক রেমিট্যান্স এসেছে যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও সউদী আরব থেকে
যশোরে চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের চাকুরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন
অপরাধী যদি আমার ভাই হয়, তাকেও ছাড় দিবেন না: স্বরাষ্ট্র উপদেষ্টা
আবারও সিলেটের নায়ক জাকির, খুলনার টানা দ্বিতীয় হার
এবার হাসিনা-জয়ের বিরুদ্ধে নারী আইনজীবীর মামলা
ব্যবসায়ীকে কোপানোয় শাস্তির হুঁশিয়ারি উপদেষ্টা আসিফের
৩৮ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া