হার্টের রিংয়ের দাম বাড়ানোর পাঁয়তারা
২৮ জানুয়ারি ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৪, ১২:০১ এএম
প্রতিবেশী দেশ ভারতের তুলনায় দেশের বাজারে ৩ থেকে ৪ গুণ বেশি দামে বিক্রি হচ্ছে হার্টের রিং। এই পরিস্থিতিতে দর না কমিয়ে উল্টো তা বাড়ানোর পাঁয়তারা করছেন আমদানিকারকরা। এরই মধ্যে ওষুধ প্রশাসনের সঙ্গে দরকষাকষিতে নেমেছেন তারা। হার্টে রক্তনালী ব্লক হলে চিকিৎসকরা স্টেন্ট বা রিং পরানোর পরামর্শ দেন। এটি ধাতব পদার্থ দিয়ে তৈরি, যা আসে বিদেশ থেকে। সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্র ও ইউরোপ থেকে আমদানি করা হয়।
রিংয়ের মূল্য কমানোর নির্দেশ দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর। গেল দুই মাসে এটি আরও কমানোর নির্দেশনা আসে। যাতে যুক্তরাষ্ট্রের রিংয়ের দাম সর্বোচ্চ ৪৩ দশমিক ১৮ শতাংশ কমানো হয়। আর ইউরোপ থেকে আমদানি করা রিংয়ের সর্বনিম্ন ১৪ হাজার থেকে সর্বোচ্চ ১ লাখ ৪০ হাজার ৫০০ টাকা কমানোর আদেশ দেয় ওষুধ প্রশাসন। ওষুধ প্রশাসন অধিদপ্তরের মুখপাত্র নুরুল আলম বলেন, ৪৫ থেকে ৫০ শতাংশ কমাতে সক্ষম হয়েছি আমরা। আগে রিংয়ের দাম ৯০০ ডলার ছিল। সেটা এখন ৫০০ ডলারে নামিয়ে আনা সম্ভব হয়েছে। এক্ষেত্রে প্রচুর বিশৃঙ্খলা ছিল। যে যার কাছে যেভাবে পেরেছে, দর হাঁকিয়েছে। টাকা হাতিয়ে নিয়েছে তারা। অথচ তাদের জন্য নির্দিষ্ট লাভের ব্যবস্থা করা আছে।
তিনি বলেন, সেখান থেকে উত্তোরণে নানা পদক্ষেপ নেয়া হয়েছে। ক্যাশ মেমো সহকারে প্যাকেটজাত রিং বিক্রি বাধ্যতামূলক করা হয়েছে। এক্ষেত্রে কেউ দাম বেশি নিলে ২ বছর সশ্রম কারাদ-ের ব্যবস্থা রয়েছে। তার লাইসেন্স বাতিল করা হবে। এছাড়া অন্যান্য শাস্তির বিধানও আছে।
ইউরোপিয়ান রিং আমদানিকারক ওয়াসিম আহমেদ বলেন, ২০২১ সালে রিংয়ের দর ছিল ৭১ হাজার ২০০ টাকা। তখন ডলারের সংকট ছিল না। ২০২২ সালে সেটা সমন্বয় করা হয়। কারণ, সেসময় মার্কিন মুদ্রার সংকট শুরু হয়। ফলে মূল্য বেড়ে যায়। এসময় একেকজন একেক দাম নিতে শুরু করে। কিন্তু আমি বাড়ায়নি। পরে হঠাৎ করে আমার প্রোডাক্টের মূল্য ৫৪ হাজার টাকা নির্ধারণ করা হয়। আসলে আমাদের জন্য এটার দাম বাড়েনি। কয়েকজন চিকিৎসক এজন্য দায়ী।
প্রতিবেশী ভারতে বর্তমানে যে রিং ৫০ হাজার টাকায় মিলছে তা বাংলাদেশের বাজারে বিক্রি হচ্ছে অন্তত দেড় লাখ টাকায়। ৩ গুন বেশি নেয়ার পরও নতুন করে রিংয়ের দাম বাড়ানোর পাঁয়তারা চলছে। দর না কমিয়ে এক পর্যায়ে আদালতেও যান ইউরোপের রিং আমদানিকারকরা। যদিও পরে আবেদনটি প্রত্যাহার করে নেন তারা। ওষুধ প্রশাসন অধিদপ্তর বলছে, কোনো প্রস্তাব এলে তা নিয়ে আলোচনা হতে পারে। আর আমদানিকারকরা বলছেন, মূল্য বাড়ানো ছাড়া অন্য কোনো উপায় নেই।
নুরুল আলম বলেন, যে আদেশ আমরা দিয়েছিলাম তা এখনও বহাল আছে। স্টেকহোল্ডাররা আমাদের প্রতিপক্ষ নয়, বন্ধু। তারা যদি কোনো প্রস্তাব নিয়ে আসে, তাহলে আমরা সেটা একটি কমিটিতে উপস্থাপন করবো। তারা যদি মনে করে, এই বিষয়টা এভাবে করতে হবে, তাহলে সেভাবেই করবো।
ওয়াসিম আহমেদ বলেন, আমরা কর্তৃপক্ষকে বিষয়টা পর্যালোচনার কথা বলেছি। এখন তারা ২ বা ৩ হাজার টাকা বাড়াবে না অন্য কিছু করবে, যেটাই করুক করতে হবে। এছাড়া আমাদের আর চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তাই তাদের বলেছি, আপনারা বাজার পর্যালোচনা করে একটা দর ধার্য করেন। এ নিয়ে নির্দেশনা দেন। তবু তারা কমাতে চাচ্ছে না। কিন্তু আমাদের বাড়াতে হবে।
এই দর কষাকষির কারণে ইউরোপ থেকে আমদানি করা রিংয়ের ব্যবহার আপাতত বন্ধ রয়েছে। ফলে একচেটিয়া ব্যবসা করে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৈরি রিং।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
কসাই থেকে নদীখেকো জাফর
পাঁচ দেশে বাংলাদেশ দূতাবাসের পাঁচ কর্মকর্তা প্রত্যাহার
ফ্যাসিবাদের চোখ রাঙানি উপেক্ষা করে সক্রিয় ছিল ইবি ছাত্রদল
সামনের বর্ষায় ঘাসে ঢাকা হবে রাজধানীর অনাবৃত সড়ক বিভাজন: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
মাদারীপুরে ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের ৩ দফা দাবিতে মানববন্ধন
পূর্বাচলে প্লট দুর্নীতি : দুদকের মামলায় হাসিনা-পুতুলসহ ১৬ আসামি
কোকোর দেশের ক্রীড়াঙ্গনে আরাফাত রহমান বড় ভূমিকা ছিল: কাজী রিপন
তারেক রহমান একজন মানবিক মানুষ: কাইয়ুম চৌধুরী
রাবির সাত হলে কুরআন পোড়ানোর ঘটনায় উত্তাল ক্যাম্পাস, তদন্ত কমিটি গঠন
ডিসেম্বরে সর্বাধিক রেমিট্যান্স এসেছে যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও সউদী আরব থেকে
যশোরে চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের চাকুরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন
অপরাধী যদি আমার ভাই হয়, তাকেও ছাড় দিবেন না: স্বরাষ্ট্র উপদেষ্টা
আবারও সিলেটের নায়ক জাকির, খুলনার টানা দ্বিতীয় হার
এবার হাসিনা-জয়ের বিরুদ্ধে নারী আইনজীবীর মামলা
ব্যবসায়ীকে কোপানোয় শাস্তির হুঁশিয়ারি উপদেষ্টা আসিফের
৩৮ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া
মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল চালক নিহত
কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
কুষ্টিয়ার আলফা মোড়ে সিএনজি স্ট্যান্ড’ নাম দিয়ে চাঁদাবাজি
জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা : বহিস্কার হলেন শাবির ২৯ শিক্ষার্থী