সাক্ষাৎকারের জন্য প্যানেল গঠন করল কেন্দ্রীয় ব্যাংক
০৫ মার্চ ২০২৪, ১২:২৮ এএম | আপডেট: ০৫ মার্চ ২০২৪, ১২:২৮ এএম
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ ও পুনর্নিয়োগের আগে যোগ্যতা ও উপযুক্ততা মূল্যায়নের জন্য চার সদস্যের একটি কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল জারি করা এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক ঘোষণা করেছে, ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি গভর্নর কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
পাশাপাশি ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এবং ডিপার্টমেন্ট অভ অফসাইট সুপারভিশনের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালকরা কমিটির সদস্য হিসেবে কাজ করবেন। এছাড়া কমিটির সদস্য সচিব হিসেবে থাকবেন ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, ডিভিশন-২-এর পরিচালক।
সার্কুলারে আরও বলা হয়েছে আমানতকারীদের আস্থা এবং গ্রাহক সেবা বাড়াতে বিশেষ করে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করে ঋণ শৃঙ্খলা, উন্নতি, উৎকর্ষতা, প্রযুক্তি ও উদ্ভাবনের ওপর জোর দিয়ে ব্যাংকগুলো গৃহীত কর্মপরিকল্পনা সম্পর্কে বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে।
তাই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মনোনীত ব্যক্তির যোগ্যতা, উপযুক্ততা, দায়িত্বের প্রতি অঙ্গীকার, অভিজ্ঞতা, বয়স ও নেতৃত্বের গুণাবলির বিষয়াদি যাচাইয়ের লক্ষ্যে চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়ে সার্কুলারে।
কমিটির কর্মপরিধি : ব্যবস্থাপনা পরিচালক পদে মনোনীত প্রার্থীর সাক্ষাৎকার নেওয়ার লক্ষ্যে ব্যাংকের চেয়ারম্যানকে চিঠি দেবে কমিটি। ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগের বিষয়ে উক্ত কমিটির ইতিবাচক সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক তার নিয়োগ বা পুনঃনিয়োগ অনুমোদন করবে।
মনোনীত প্রার্থীর যোগ্যতা, উপযুক্ততা, দায়িত্বের প্রতি অঙ্গীকার, অভিজ্ঞতা ও নেতৃত্বের গুণাবলির বিষয় কমিটির কাছে ইতিবাচক ও গ্রহণযোগ্য বলে বিবেচিত না হলে নিয়োগের অনুমোদন না দেওয়ার কারণ লিপিবদ্ধ করে চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকের চেয়ারম্যানকে জানাবে বাংলাদেশ ব্যাংক।
বালাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ বলেন, এমডি নিয়োগের জন্য আগে থেকেই পরীক্ষা ব্যবস্থা আছে। সেগুলো ঠিকমতো বাস্তবায়ন করলেই হয়। নতুন করে সার্কুলার জারি করে তাদের ভাইভা নেওয়ার যুক্তি কী, আমি জানি না। ব্যাংকে সুশাসন আনতে হলে প্রথমে পরিচালকদের নিয়ন্ত্রণ করতে হবে। তা নাহলে এমডিদের নিয়োগ প্রক্রিয়া শক্ত করে কিছু হবে না বলে উল্লেখ করেন তিনি।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের ভিসা
মেডিকেল কলেজে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ
গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ
ভারতের উদ্বেগের মধ্যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান
সান্ত¡না খুঁজে পাচ্ছেন না, দুই দেশে কলঙ্কিত টিউলিপ
দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড
বিদেশে টাকা পাচারের রাজনীতি মানুষ চায় না : পীর সাহেব চরমোনাই
শেখ পরিবারের রক্তের জন্যই দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ -রিজভী
নামাজ মু’মিনের জন্য মেরাজস্বরূপ
ক্রেডিট কার্ডে বিদেশে বাংলাদেশিদের লেনদেন কমেছে
স্বনির্ভর অর্থনীতির পথে দেশ
বগুড়ার বিমানবন্দর দ্রুত চালুর দাবি
আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশকে মানবাধিকার লংঘন বন্ধ করতে হবে : হিউম্যান রাইটস ওয়াচ
হাজারীবাগের ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়া জরুরি : নুরুল হক নুর
গণঅভ্যুত্থানের ইশতেহারে বিএনপির ভূমিকা লিখতে হবে : জয়নুল আবদিন
নির্বাচনে রাজনৈতিক নেতাদের পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিতে হবে
ব্যবসা বাড়াতে যুক্তরাষ্ট্রে অফিস খুলবে