ঢাকা   রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১
আন্দোলন শুরুর পর থেকে ঠিকমতো নেয়া হচ্ছে না গৃহস্থালী ময়লা, রাস্তার ওপর ফেলে রাখার কারণে পরিণত হচ্ছে ভাগাড়ে

রাজধানীর সড়কে আবর্জনার স্তূপ

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২৪ জুলাই ২০২৪, ১২:০৯ এএম | আপডেট: ২৪ জুলাই ২০২৪, ১২:০৯ এএম

রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তায় এখনো ময়লার স্তূপ পড়ে আছে। এতে বাড়ছে নগরবাসীর ভোগান্তি। গত কয়েকদিন ঠিকমতো ময়লা না নেয়ার কারণে এমন অবস্থা হয়েছে বলে জানা গেছে। এছাড়াও গত কয়েকদিনের সবকিছু বন্ধ থাকার কারণে যথা সময়ে গৃহস্থালী ময়লা সরানো হয়নি অনেক এলাকা থেকে। এতে রাস্তার পাশে অনেক এলাকায় স্তুপ আকারে ফেলা হচ্ছে গৃহস্থালী ময়লা-অবর্জনা। রাজধানীর বিভিন্ন এলাকার সড়কগুলো যেন ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে। এ কারণে নানা সমস্যা হচ্ছে নগরবাসীর। গতকাল বিভিন্ন এলাকায় ঘুরে এমন অবস্থাই দেখা যায়। রাজধানীর মতিঝিল, ফকিরাপুল, যাত্রাবাড়ী, খিলগাঁও, জুরাইন, মালিবাগ, মৌচাক, মগবাজার ও তেজগাঁও এলাকায় এমন অবস্থা দেখা যায়।

এসব এলাকার বাসিন্দারা বলেন, গত কয়েকদিনের আন্দোলনের কারণে বাসাবাড়ির ময়লা নেয়ার লোক ঠিকমতো আসছেন না। আবার অনেক এলাকায় নিজেরাই ময়লা রাস্তার পাশে ফেলে রাখছেন। এতে পরিবেশ নষ্ট হচ্ছে। এছাড়াও আন্দোলনের কারণে রাস্তা যেসব ইট পাটকেল পড়ে ছিলো সেগুলো এখনো অনেক জায়গায় দেখা যায়।
মগবাজার এলাকার এক বাসিন্দা বলেন, গত কয়েকদিনের আন্দোলনের পর অনেক এলাকায় রাস্তার উপর ময়লা রাখার কারণে সড়কের পাশে ময়লার ভাগাড় সৃষ্টি হয়েছে। ময়লার দুর্ঘন্ধ ছড়িয়ে পড়ছে। ঠিকমত ময়লা না নিয়ে আমাদের সমস্যা আরো বাড়বে। আগের মতো রেগুলার বাসা থেকে এখন ময়লা নেয়া হচ্ছে না।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১০ নম্বর ওয়ার্ডের বড় সমস্যা প্রধান সড়কের উপর ময়লার ভাগাড়। ঢাকা দক্ষিণ সিটি করপেরেশনের এই ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে ১০০ গজের মধ্যেই ময়লার ডাম্পিং থাকার কারণে নানা ধরনের কথা বলছেন এই এলাকার মানুষ। সরকারি কলোনীর প্রধান সড়কে এমন ময়লার স্তুপ থাকার ভোগান্তি বাড়ছে এই এলাকার মানুষের। ময়লা-আবর্জনা গুরুত্বপূর্ণ এই স্থানে ফেলার কারণে এমন স্তুপ হয়েছে। দুর্গন্ধে দূষিত হচ্ছে পরিবেশ। আবর্জনার স্তুপ সরাতে কর্তৃপক্ষ কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি। এত দুর্গন্ধ, বলার বাইরে। দ্রুত এ স্থান থেকে বর্জ্যরে ভাগার অপসারণের দাবি জানান স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, রাজধানীর বিভিন্ন এলাকার প্রধান সড়কসহ অলিগলি রাস্তায় পড়ে আছে গৃহস্থালী ময়লা। ঢাকা দক্ষিণ সিটির ৯ ও ১০ নম্বর ওয়ার্ড এলাকার গৃহস্থালী ময়লা রাখা হয় এজিবি কলোনী এলাকার প্রধান সড়কে। দুই ওয়ার্ডের ময়লা এখানে রাখার কারণে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে এই পথে চলাচলকারী লোকজনকে। সকাল বেলা বাসা-বাড়ি থেকে ভ্যানগাড়ি করে ময়লা আনার পর এই রাস্তার ডাম্পিং স্টেশনে রাখা হয়। সেই ময়লা ডাম্পিং স্টেশনের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রাখা হচ্ছে। এমন পরিচ্ছন্নতা কার্যক্রম পুরো সময় ঢাকা শহরকে যেন আরও বেশি অপরিচ্ছন্ন ও বসবাস অনুপযোগী করে তুলছে। সেখানে প্রতিদিন বিভিন্ন এলাকার ময়লা ভ্যানে করে জমা করা হয়। এসব ভ্যান থেকে উপচে পড়ছে ময়লা, ময়লা থেকে চুইয়ে পড়ছে দুর্গন্ধময় পানি।

গত শুক্রবার ভয়াবহ তা-বে ঢাকা উত্তর সিটির যানবাহনে ব্যাপক ক্ষতি হয়। শুধু মিরপুরে ক্ষতি হয়েছে ১২০ কোটি টাকা। সেখানে থাকা ২৯টি গাড়ি সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া ১৭টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। অঞ্চল-১ উত্তরা অফিস ভবনের নীচতলায় ভাঙচুরের পর অগ্নিসংযোগ করা হয়। তাছাড়া দোতলা অফিসের একটি কক্ষে অগ্নিসংযোগ করা হয়। এতে অঞ্চল-১ ক্ষতি হয় প্রায় ২০ লাখ টাকা। অফিস ভবনের সাথেই থাকা কমিউনিটি সেন্টারে ভাঙচুর করে দুর্বৃত্তরা। তাতে কমিউনিটি সেন্টারের থাই গ্লাস ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ। এছাড়া আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এই অফিসে ১টি জীপগাড়ি সম্পূর্ণ ভস্মীভূত, ১টি হাইড্রোলিক ল্যাডার সম্পূর্ণ ভস্মীভূত, ৪টি হাইড্রোলিক গাড়ির উইন্ডস্ক্রীনসহ গ্লাস ভাঙা হয়েছে, ১টি পিকআপ ও ১টি খোলা ট্রাকের গ্লাস ভাঙা হয়েছে এবং ১টি স্কট ট্রাকের গ্লাস ভেঙে ফেলেছে। এসব গাড়ি ভেঙে ফেলায় ক্ষতি হয়েছে ২ কোটি ৮০ লাখ টাকা। অঞ্চল-৩ মহাখালী অফিসের অফিস ভবনে হামরা করে আসবাবপত্র ও অফিস ভবনের জানালার কাঁচ ভাঙা হয়েছে। সেখানে কার্যালয়ের মূল গেট ভেঙে ফেলা হয়েছে এবং অফিসের তিনতলা পর্যন্ত গ্লাস ভেঙে ফেলা হয়েছে। এছাড়া ৪টি হাইড্রোলিক গাড়ি (বিদ্যুৎ বিভাগের) ভাঙচুর করা হয়েছে এবং বৈদ্যুতিক মালামাল নষ্ট করা হয়েছে। ২টি কাভার্ড ভ্যান ১টি এক্সকাভেটর (ভেক্যু লোডার), রামপুরা স্ট্রম স্যুয়ারেজ পাম্পেও হামলা চালায় দুর্বৃত্তরা। ফলে পাম্পটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ফলে হাতিরঝিলের অতিরিক্তি পান নিষ্কাশন বন্ধ রয়েছে। এ বিভাগে ক্ষতি হয়েছে ২৫ লাখ টাকা। মধ্য বাড্ডার ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের অফিস অগ্নিসংযোগ করে সম্পূর্ণ ভস্মীভূত করা হয়েছে। এতে ১০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। মিরপুর অঞ্চলে আর্থিক ক্ষতি হয়েছে ১২০ কোটি টাকা। অঞ্চল -৫ মোহাম্মদপুর এলাকায় আঞ্চলিক কার্যলয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করা হয়। অঞ্চল-৬ উত্তরা সেক্টর-১২ অফিসেও হামলা করে। এছাড়া মিরপুর-১০ ফুটওভার ব্রীজ জ¦ালিয়ে দিয়েছে। এতে ৭ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এদিকে নতুনবাজার শহীদ আবরার ফুটওভার ব্রীজ এক্সকেলেটরে আগুণ দেওয়ায় ক্ষতি হয়েছে ১০ কোটি টাকা। সড়ক বিভাজনে ক্ষতি হয়েছে ২৫ কোটি, স্মার্ট এলইডি লাইট স্থাপনায় ক্ষতি ৩৫ কোটি টাকা। সবমিলিয়ে ২০৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মেয়র।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান বর্জ্য কর্মকর্তা মো. নাসিম আহমেদ বলেন, আন্দোলনকারীদের বাধার কারণে বর্জ্য অপসারণ করা সমস্যা হয়েছে। এ সময় ময়লা সঠিক সময়ে মাতুয়াইল ডাম্পিং স্টেশনে নিতে বাধার মুখে পড়তে হয়েছে। করপোরেশন ময়লা আপসারণের কাজ করছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়িসহ বিভিন্ন স্থাপনায় আগুনের ঘটনায় ডিএনসিসির ক্ষতি হয়েছে ২০৫ কোটি। অনেকগুলো ময়লার গাড়ি পুড়িয়ে ফেলায় ভেঙে পড়েছে উত্তর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা। ক্ষতিগ্রস্ত হয়েছে সিটির সড়ক। তাই সড়কগুলো চলাচল উপযোগী করতে এবং ময়লা অপসারণে এক সপ্তাহ সময় লাগবে।


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

সভাপতি শওকত সম্পাদক মানিক

সভাপতি শওকত সম্পাদক মানিক

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ

ভয়াবহ বন্যায় কৃষি মৎস্য ও প্রাণিসম্পদের সর্বনাশ

ভয়াবহ বন্যায় কৃষি মৎস্য ও প্রাণিসম্পদের সর্বনাশ

মাদরাসা শিক্ষার সংস্কার : একটি পর্যালোচনা

মাদরাসা শিক্ষার সংস্কার : একটি পর্যালোচনা