বগুড়ায় জামায়াত নেতা এরশাদের সংবাদ সম্মেলন
২৯ নভেম্বর ২০২৪, ১২:২৫ এএম | আপডেট: ২৯ নভেম্বর ২০২৪, ১২:২৫ এএম
বগুড়া জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সাধারণ সম্পাদক ও প্রভাবশালী জামায়াত নেতা এরশাদুল বারী এরশাদ কর্তৃক বগুড়া ও চট্টগ্রাম রুটের কোচ টার্মিনালের একটি পরিবহন কোম্পানির কোচ কাউন্টার বন্ধ করার সংবাদ প্রকাশের জেরে পরিবহন মালিক শ্রমিকদের মধ্যে সৃষ্ট ক্ষোভের প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন জামায়াত নেতা এরশাদ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে লিখিত ও মৌখিক বক্তব্যে তিনি দৈনিক ইনকিলাবের বগুড়া ব্যুরো প্রধান মহসিন আলী রাজুকে সংবাদটি প্রকাশের জন্য দায়ী করে তীব্রভাবে বিষোদগার করেন। লিখিত বক্তব্যে দৈনিক ইনকিলাব থেকে ব্যুরো প্রধান মহসিন আলী রাজুকে অপসারণেরও আহ্বান জানান। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বগুড়ার ঠনঠনিয়ায় শান্ত পরিবহনের কাউন্টার বন্ধের কারণ জানিয়ে তিনি বলেন, নিয়ম অনুয়াযী কোনো জেলায় বাসচলাচলের রুট চালু করতে হলে সংশ্লিষ্ট জেলার মালিক সমিতির সাথে যোগাযোগের মাধ্যমে অনুমতি সাপেক্ষে রুট চালু হয়ে থাকে। এরপর কাউন্টার চালু করা হয়। কিন্তু শান্ত পরিবহন কর্তৃপক্ষ তাদের সাথে যোগাযোগ না করেই বগুড়া চট্টগ্রাম রুটে কোচ কাউন্টার খোলে। বিষয়টি তাদের নজরে আসলে বগুড়া জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও টার্মিনাল সেক্রেটারি মো. জাগেদুর রহমান জাদু, কার্য নির্বাহী সদস্য ও টার্মিনাল সেক্রেটারি মো. সামিউল ইসলাম রতন, কার্যনির্বাহী সদস্য ও রুট সেক্রেটারি মো. সুমন প্রামানিক, বগুড়া জেলা মোটর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন রানা, ক্রীড়া সম্পাদক মো. আজাদ সহ সকল কাউন্টারের প্রতিনিধিদের উপস্থিতিতে শান্ত পরিবহনের কাউন্টার ম্যানেজার উত্তম কুমারকে ডেকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সন্তোষজনকভাবে জবাব দিতে পারেননি।
এরপর তিনি নিজেই (উত্তম কুমার) কাউন্টারের সাইনবোর্ড নামান এবং কাউন্টার চালানোর অনুমতির কাগজ হাতে পাওয়ার পর তা চালু করবেন বলে জানান। তাকে কাউন্টার বন্ধের জন্য জোর করেননি বলেও উল্লেখ করেন এরশাদ।
এদিকে এরশাদুল বারী এরশাদের এই সংবাদ সম্মেলনের ঘটনা পরিবহণ মালিক, শ্রমিক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। পরিবহণ সংশ্লিষ্ঠ মালিক ও শ্রমিক শ্রেণীর অধিকাংশই বৃহস্পতিবার জানান, ইনকিলাবে যে সংবাদটি প্রকাশিত হয়েছে সেটা ৯৯ ভাগ নয় ১০০ ভাগ সত্য। তিনি মূলত মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক জাহেদুর রহমান জাদুর ফর্মুলায় আর্থিক সুবিধা পেতেই কোচ কাউন্টারটি বন্ধ করেন। বিক্ষুদ্ধ মালিকরা প্রশ্ন করেন, শান্ত পরিবহন কর্তৃপক্ষ কি জানেনা কিভাবে রুট পারমিট নিতে হয়? কিভাবে কোনো প্রক্রিয়ায় কাকে সন্তষ্ট করে কোচ কাউন্টার খুলতে হয়? তাই পারমিশন সংক্রান্ত এরশাদের বক্তব্য মোটেও গ্রহণযোগ্য নয়। আসল ব্যাপার তিনি অল্পে তুষ্ঠ নন।
ক্ষুব্ধ মালিকরা বলেন, ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের সাথে সাথেই ৬ আগস্ট এরশাদ সংগঠনের পলাতক সাধারণ সম্পাদক হত্যাসহ বহু সংখ্যক মামলার আসামি আমিনুল ইসলামের সাথে সমঝোতা করে দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক হন। তার কারণেই পলাতক আওয়ামী সন্ত্রাসী আমিনুলের শাহ ফতেহ আলী পরিবহন পুলের সব কোচ ও কোচ কাউন্টার জনরোষ থেকে রক্ষা পায়। পরিবহণ মালিকরা বলেন, ধর্মের লেবাসধারী এরশাদ ক্ষমতার পাটপরিবর্তনের পরপর মালিক সমিতি দখলের পর বাস কিনেছেন দুটি। এছাড়া তিনি আওয়ামী লীগ নেতা অ্যাড. মুকুলকে মাথায় রেখে দখল করে নিয়েছেন ডায়াবেটিক সমিতি ও হকার্স মাকেটের একটি সমিতি। আওয়ামী লীগ নেতা মুকুল ও জামায়াত এরশাদ দুজনেই পুরনো ভূমি ব্যাবসার যৌথ কারবারি। ওই রসায়নের জেরেই মুকুল রক্ষার মিশনে ডায়াবেটিক সমিতি কব্জায় নেন এরশাদ। সংবাদ সম্মেলনে তিনি তার বিরুদ্ধে ৬৪টি মামলা ও জেল খাটা ও পলাতক জীবনের কথা তুলে ধরলেও তার দ্বারা ভুক্তভোগীরা ইনকিলাবকে জানান, তার বিরুদ্ধে দায়েরকরা মামলার অনেকগুলোই ভূমি দস্যুতা সংশ্লিষ্ট। বিগত আওয়ামী লীগ শাসনামলে আওয়ামী লীগ নেতা মুকুল ও শ্রমিক লীগ নেতা হেলালের সাথে তার সক্ষ্যতা ছিল ওপেন সিক্রেট। আওয়ামী শাসনামলেও তিনি ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হয়েছেন এবং সেটা আওয়ামী সন্ত্রাসীদের ভাড়া বা ব্যবহার করেই। বগুড়ার চারমাথা ও হাড্ডিপট্টি এবং পুরাতন বাসটার্মিনাল এলাকার মাদক কারবারিদের মূল জায়গায় হাত না দিয়ে ছিঁচকে বিক্রেতাদের আটক করে সেটার অনলাইন লাইভ সম্প্রচার করে বাহবা নিয়ে থাকেন। জামায়াত পল্লীখ্যাত বগুড়ার জামিল নগর সহ বিস্তির্ণ এলাকায় এমনভাবে ব্যক্তিগত শাসন ব্যবস্থা গড়ে তুলেছেন সেটা অনেকটাই বাংলা ভাই শায়েখ রহমানের মত। জামায়াত সংশ্লিষ্ট একটি সাংবাদিক গ্রুপকে পৃষ্টপোষকতা করে তিনি সাধারণ সাংবাদিকদের মধ্যে এক ধরনের ভীতি তৈরী করে রেখেছেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মানসিক ভারসাম্যহীন বোনকে পিটিয়ে হত্যার অভিযোগে ভাই আটক
থানা থেকে ছিনিয়ে নেওয়া সেই যুবদল নেতা গ্রেফতার
এফএ কাপে সিটির গোল উৎসব
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত