ক্যাডেটরা শ্রেষ্ঠ নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে সক্ষম : ব্রি. জেনারেল মো. মিজানুর রহমান
২৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ এএম
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান (এনডিসি, পিএসসি) বলেছেন, ক্যাডেটরা দেশের একজন শ্রেষ্ঠ নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে সক্ষম। যারা জ্ঞান, শৃঙ্খলা এবং স্বেচ্ছাসেবী হওয়ার মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে নৈতিক চরিত্রের অধিকারী হয়। নেতৃত্বের গুণাবলী সৃষ্টি, দেশের কাজে ত্যাগের মনোভাব, দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি, দেশের উন্নয়ন ও দুর্দিনে স্বেচ্ছাসেবী মনোভাব গঠন, বহিশত্রুর আক্রমনের প্রেক্ষিতে দ্বিতীয় সারির প্রতিরোধ বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষণ দেয়া হয়েছে। আশা করি তার প্রতিফলন দেশ ও জাতির কল্যাণ বয়ে আনবে।
গতকাল মঙ্গলবার সকালে সাড়ে ৮টায় বিএনসিসি সুন্দরবন রেজিমেন্টের তত্ত্বাবধানে পরিচালিত রেজিমেন্ট ক্যাম্পিং ২০২৪ এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ প্রশিক্ষণ থেকে তোমরা প্রত্যেকেই শেরে বাংলা এ কে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মত বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী হবে এবং দেশ পরিচালনায় অংশগ্রহণ করবে। এ ছাড়াও বিএনসিসি’র গঠনমূলক বহুমুখী শিক্ষা কার্যক্রমগুলো আগামী দিনের জন্য তোমাদের আত্মবিশ্বাসী, সাহসী, ত্যাগী, সৎ, নিষ্ঠাবান ও সুশৃংখল তরুণ নেতৃত্ব গঠনে নিবিড়ভাবে পরিচালিত করবে। যে প্রশিক্ষণ তোমরা গ্রহণ করেছো তা দুর্যোগকালীন সময়ে জনগণের প্রয়োজনে পাশে দাঁড়াতে, প্রাথমিক চিকিৎসা, ফায়ার সার্ভিস, ডিফেন্স, ব্যক্তিগত ও সামাজিক জীবনে অনেক সুফল বয়ে আনবে। জরুরী বা যুদ্ধকালীন সময়ে প্রাথমিক পর্যায়ে সামরিক প্রশিক্ষণের মাধ্যমে যে সেচ্ছাসেবী মনোভাব ক্যাডেটরা গড়ে তুলেছে তা দেশের ক্রান্তিকালীন সময়ে সামরিক বাহিনীর সহায়তায় কার্যকরি ভূমিকা পালন করবে বলে আমি মনে করি।
গত ১৭ ডিসেম্বর হতে শুরু করে ২৬ ডিসেম্বর পর্যন্ত ১০ দিন ব্যাপী পরিচালিত এই প্রশিক্ষণ ক্যাম্পিং এ খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগের ৪টি জেলাসহ ২১ জেলার ৯৮ টি স্কুল, কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয় হতে ৩৩ জন ব্যান্ড প্রশিক্ষণার্থীসহ ৪৭৪ জন ক্যাডেট অংশগ্রহণ করে।
ক্যাম্পিং এ শ্রেষ্ঠ ফায়ারার বিএনসিসিও লে. মো. রেজাউল করিম খান, শ্রেষ্ঠ ফায়ারার সিনিয়র ক্যাডেট সাজেন্ট সৌরভ সরকার, শ্রেষ্ঠ ফায়ারার ক্যাডেট কর্পোরাল তমা বিশ্বাস, শ্রেষ্ঠ কন্টিনজেন্ট কমান্ডার ক্যাডেট আন্ডার অফিসার মোছাঃ নওশিন নাহার জেবাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এরপর প্রধান অতিথি গার্ড অব অনার গ্রহণ শেষে বিদায়ী দরবার ও প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন। পরে তাকে রেজিমেন্ট কমান্ডার লে. কর্ণেল মো. কামরুল ইসলাম (বিজিবিএম, পিএসসি) শুভেচ্ছা স্মারক প্রদান করেন। অনুষ্ঠান পরিচালনা করেন রেজিমেন্ট অ্যাডজুট্যান্ট মেজর পলাশ কুমার বিশ্বাস।
এ সময় উপস্থিত কমান্ড্যান্ট, এএসসি সেন্টার এন্ড স্কুল, জাহানাবাদ সেনানিবাস, খুলনা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, উপস্থিত সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং ক্যাডেটবৃন্দ উপস্থিত ছিলেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
নোয়াখালীর কবিরহাটে ১৩ বান্ডেল জাল ডলার ও টাকা জব্দ, গ্রেপ্তার-১
ধার্মিক জামাই পেলে শোবিজ ছাড়বেন প্রিয়াঙ্কা, শেষ ইচ্ছা হাফেজ হওয়া
আন্দোলনে নামলেন এবার ২৫ ক্যাডারের কর্মকর্তারা
রূপগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পৌর ছাত্রদলের আহ্বায়ক নিহত
চাঁদপুরে জাহাজে সাতজনকে হত্যা: সেই ইরফান গ্রেপ্তার
নির্বাচন পরবর্তী সহিংসতায় মোজাম্বিকে নিহত ১০৩
সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের দেশের গর্ব : সেনাপ্রধান
ব্যারিস্টার ফুয়াদের ছবি সম্পাদনা করে ভুয়া প্রতিবেদন প্রচার
সৈয়দপুরে তালাবন্ধ ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার
পাকিস্তান থেকে সরাসরি আসছে জাহাজ, আমদানি বেড়েছে ২১ শতাংশ
হাসিনা গত ১৫ বছরে দেশের ও নিজের সর্বনাশ করেছে, বাপকে ডুবিয়েছে, দেশকে ডুবিয়েছে: ফজলুর রহমান
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্রশিক্ষণার্থী চিকিৎসকদের
স্বৈরশাসক হটানোর পর গণতন্ত্র পুনঃনির্মাণে শিক্ষার্থীরা
সার্চ কমিটি করে গ্রহণযোগ্যদের স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগ করার দাবি
পাকিস্তান ও আফগানিস্তানের শীর্ষ নেতাদের বৈঠক
অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ভারতে ১৬ বাংলাদেশি গ্রেপ্তার
গণহত্যার পূর্ণাঙ্গ তথ্য জাতিসংঘকে দিতে নাগরিক কমিটির দাবি
ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৮ ফিলিস্তিনি নিহত, পশ্চিম তীরে সংঘর্ষ অব্যাহত
এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের সব ছুটি বাতিল
বড়দিনে ভারতকে ‘দুঃসংবাদ’ শোনালো অস্ট্রেলিয়া