সাদপন্থিদের নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ

Daily Inqilab ইনকিলাব ডেস্ক :

১১ জানুয়ারি ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ১১ জানুয়ারি ২০২৫, ১২:০৪ এএম

গাজীপুরের টঙ্গীর ইজতেমা মাঠে হামলা চালিয়ে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও সাদপন্থিদের নিষিদ্ধের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজ শেষে রাজশাহী, ফরিদপুর, নরসিংদী, পটুয়াখালী, ফেনী, রাজবাড়ী, চট্টগ্রামে এ কর্মসূচি পালিত হয়। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে’র প্রতিবেদনে-

রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহীতে গতকাল শুক্রবার জুমার নামাজের পর নগরীর সাহেব বাজার বড় মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। বিক্ষোভ সমাবেশে উপশহর মারকাজ মসজিদের সভাপতি মাওলানা আব্দুল মালেক, সূরা সদস্য হাফেজ মাওলানা আব্দুল্লাহ তালহা, হেফাজতে ইসলামের রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মো. ইমরান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

নরসিংদী জেলা সংবাদদাতা জানান, নরসিংদীতে মাধবদী ওলামা পরিষদরে আয়োজনের কর্মসূচিতে মুসল্লিদের জনস্রোতে পরিণত হয়। মাধবদী বাজার বড় মসজিদ এর সামনে থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়কে সমাবেশ করেন ওলামাগন ও মুসল্লিরা। এ সময় বক্তব্য রাখেন মাধবদী থানা উলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মকবুল হোসেন, সহ-সভাপতি মুফতি ইসহাক কামাল, মাওলানা আবুল বাশার, সাধারন সম্পাদক হাফেজ মাওলানা জামাল উদ্দিন মুঈনী, মাওলানা ওমর ফারুক, হাফেজ মাওলানা হারুন অর রশিদ প্রমূখ।

ফরিদপুর জেলা সংবাদদাতা জানান, ঢাকার টঙ্গীতে সাদপন্থীদের হাতে তাবলীগের সাথীদের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ফরিদপুরে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ফরিদপুরে সর্বস্তরের ওলামা মাশায়েখ, তাবলীগের সাথী ও তৌহিদি জনতার উদ্যোগে এ বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর আলিপুর গোরস্থান জামে মসজিদের সামনে টঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থী খুনিদের সন্ত্রাসী হামলা হত্যার প্রতিবাদ ও গ্রেফতারের দাবিতে উক্ত কর্মসূচির আয়োজন করা হয়। ইমাম কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি শামসুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মুফতী কামরুজ্জামান এর সভাপতিত্বে এবং যুব ওলামা কল্যাণ পরিষদের সভাপতি শামসুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইমাম কল্যাণ ফাউন্ডেশন এর সহ-সভাপতি মো.আমজাদ হোসেন, মাওলানা মনসুর আহমেদ, মাওলানা আব্দুর রউফ, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা কবির আহমেদ, হাফেজ মোহাম্মদ মোস্তফা, মাওলানা ইয়াকুব আলী প্রমুখ। বক্তারা বলেন, ফরিদপুরে যদি কেউ এ ধরনের কর্মকা-ের সাথে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ সন্ত্রাসীদের কোনোভাবে প্রশ্রয় দেয়া যাবে না। এরপর আলিপুর গোরস্থান মসজিদ থেকে একটা বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেস ক্লাবের মোনাজাতের মাধ্যমে শেষ হয়। এর আগে কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়।

পটুয়াখালী জেলা সংবাদদাতা জানান, পটুয়াখালী মডেল মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আলাউদ্দিন শিশু পার্কে গিয়ে মিছিল শেষ হয়। সেখানে বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড জেলার সভাপতি আউলিয়াপুর ইসলামিয়া হোসাইনিয়া মাদরাসা কমপ্লেক্সের পরিচালক মাওলানা আবুল কাসেমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে ওলামায়ে ইসলামী বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি হযরত মাওলানা আব্দুল হক কাওসারী।

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা জানান, সিরাজগঞ্জে মিছিল নিয়ে বাজার স্টেশন চত্বরে সমাবেশে মিলিত হয়। প্রিন্সিপাল নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মহাসমাবেশে বক্তব্য রাখেন মো. নজরুল ইসলাম, মুফতি আব্দুর রউফ, মওলানা আম্বর আলী, হাফেজ আব্দুর রাজ্জাক, মো. মোস্তাফিজুর রহমান, মুফতি শিহাব উদ্দিন প্রমুখ।

ফেনী জেলা সংবাদদাতা জানান, ফেনীতে সম্মিলিত ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে। ফেনী শহরের সকল মসজিদ থেকে হাজার হাজার ধর্মপ্রাণ তৌহিদী জনতা একসাথে বের হয়ে ট্র্যাংক রোডে শহীদ মিনারের সামনে এসে জড়ো হয়। এ সময় বক্তব্য রাখেন মাওলানা মুমিনুল হক জাদিদ, মাওলানা ইসমাইল হায়দার, হাজী বেলাল, মুফতি ইলিয়াছ বিন নাজেম, মাওলানা মীর হোসাইন, মাওলানা ওসমান গণী, মাওলানা আজিজুল্লাহ আহমদী, মাওলানা আলাউদ্দিন নূরী, মাওলানা আবুল খায়ের মাসুম, মাওলানা মুফতি সালমান প্রমুখ।

রাজবাড়ী জেলা সংবাদদাতা জানান, রাজবাড়ীর সর্বস্তরের তৌহিদী জনতার শহরের বিভিন্ন মসজিদ থেকে মিছিল সহকারে মুসল্লিরা রাজবাড়ীর ঐতিহাসিক রেলওয়ে আজাদী ময়দানে সমবেত হয়। রাজবাড়ী জেলা ইমাম কমিটির সভাপতি ও কওমী মাদরাসা উলামা পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ইলিয়াছ মোল্লার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা ইমাম কমিটির সেক্রেটারি মাওলানা মোফাজ্জল হোসেন আব্বাসী, কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা মোস্তফা সিরাজুম্মনির, মাওলানা আইয়ুব আনসারী প্রমুখ।

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, হেফাজতে ইসলাম বাংলাদেশ রাঙ্গুনিয়া শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি উপজেলার চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের আধুরপাড়া থেকে শুরু হয়ে কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে লিচুবাগান চত্বরে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। হেফাজতে ইসলাম রাঙ্গুনিয়ার সহ সভাপতি মাওলানা নেছার আহমদ শাহ›র সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মাওলানা আবদুল খালেক›র সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি মাওলানা নাছির উদ্দিন, মাওলানা রফিক, মাওলানা ক্বারী ইসমাইল, মাওলানা আমির হোসেন, মাওলানা আবুল ফয়েজ আনসারি, যুগ্ম সস্পাদক মুফতি ইমরান প্রমুখ।

মনোহরদী (নরসিংদী) উপজেলা সংবাদদাতা জানান, টঙ্গী বিশ^ ইজতেমা ময়দানে হামলাকারী সাদপন্থী খুনিদের ফাঁসি ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও তাদের সকল কার্যক্রম নিষিদ্ধের দাবিতে গতকাল শুক্রবার বাদ জুমা বিক্ষোভ মিছিল করেছেন তানযীমুল মাদারিসিল কাওমিয়া নরসিংদী। পূর্ব ঘোষিত সময় অনুযায়ী নরসিংদী পৌরসভা চত্ত্বরে জুমার নামাযের পর মুসল্লীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমবেত হতে থাকে, পরে তা বিশাল আকার ধারণ করে। এরপর তানযীমুল মাদারিসিল কাওমিয়া নরসিংদীর সভাপতি মাওলানা শওকত হুসাইন এর নেতৃত্বে নরসিংদী পৌরসভা চত্ত্বর থেকে মিছিল শুরু করে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে নরসিংদী রেল স্টেশনে এসে শেষ হয়। পরে এখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তানযীমের নেতৃত্ববৃন্দ। তাঁরা হলেন মুফতি রশিদ আহাম্মদ, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা আব্দুল নূর, মাওলানা সলিম উল্লাহ, মাওলানা ইলিয়াস শেরপুরী, মাওলানা সাদেকুর রহমান প্রমুখ।


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক

মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক

দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম

দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম

জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে

জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে

সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট

সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট

মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে

মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে

খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে

খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে

চাল ও মুরগির বাজার অস্থিতিশীল

চাল ও মুরগির বাজার অস্থিতিশীল

সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক

সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক

মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান

মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান

মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’

মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’

সীমান্তে প্রতিরোধ ব্যূহ

সীমান্তে প্রতিরোধ ব্যূহ

গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে

গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে

মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে

মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে

সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার

সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার

ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্

ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্

মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫

মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫

ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান

ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান

মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী

মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী

গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু

গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন